Tutorials

নাটক – কিছু প্রশ্নোত্তর

SLST বাংলা পরীক্ষায় সিলেবাস অন্তর্ভূক্ত বাংলা সাহিত্যের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা টিউটোরিয়াল বিভাগে SLST উপযুক্ত নানা তথ্য পরিবেশন করে চলেছি। আজকের বিষয়ে আছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মধুসূদন দত্ত পূর্ববর্তী নাট্যধারা থেকে কিছু প্রশ্নোত্তর, নাটক – কিছু প্রশ্নোত্তর। আপনাদের যদি এই তথ্যগুলি গুরুত্বপূর্ণ মনে হয় তা কমেন্টে জানাবেন। এরকম আর কোন তথ্য পেতে চান তাও কমেন্টে জানান।

নাটক – কিছু প্রশ্নোত্তর

১) বাঙ্গালির তত্ত্বাবধানে অভিনীত প্রথম বাংলা নাটকের নাম কী ? কোথায় অভিনীত হয়েছিল ?
উঃ বাঙ্গালির তত্ত্বাবধানে অভিনীত প্রথম বাংলা নাটকের নাম বিদ্যাসুন্দর। ১৮৩৫ খ্রিঃ ২২ অক্টোবর শ্যামবাজার অঞ্চলে নবীনচন্দ্র বসুর স্থাপিত রঙ্গমঞ্চে।
২) বাংলা নাটক রচনার প্রথম পথিকৃৎ কাকে বলা হয় ?
উঃ জি সি গুপ্ত বা যোগেন্দ্রচন্দ্র গুপ্তকে
৩) বাংলা সাহিত্যের প্রথম নাটকের নাম কী ? লেখক কে ?
উঃ বাংলা সাহিত্যের প্রথম নাটকের নাম কীর্তিবিলাস (১৮৫২)। লেখক জি সি গুপ্ত।
৪) কীর্তিবিলাস নাটকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গুলি কী কী ?
উঃ এই নাটকে শেক্সপীয়রের ‘হ্যামলেট’ নাটকের প্রভাব আছে। নাটকের রীতি সংস্কৃত। গদ্য ও পদ্যে রচিত নাটকটি পঞ্চাঙ্কের বিষাদান্তক নাটক। বলা যায়, কীর্তিবিলাস বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি।
৫) বাংলায় লেখা প্রথম কমেডির নাম কী ?
উঃ ভদ্রার্জুন (১৮৫২)
৬) ভদ্রার্জুন নাটকটি কার লেখা ? নাটকটির অবলম্বন কী ?
উঃ ভদ্রার্জুন নাটকটি তারাচরণ শিকদারের লেখা। নাটকটির অবলম্বন মহাভারতের আদি পর্বের সুভদ্রাহরণ।
৭) ভানুমতী চিত্তবিলাস কার লেখা নাটক ? নাটকটি অন্য কোন নাটকের অনুসারী ?
উঃ ভানুমতী চিত্তবিলাস (১৮৫৩) হরচন্দ্র ঘোষের লেখা নাটক। নাটকটি ‘The merchant of Venice’ এর অনুসারী।
৮) মহাভারতের কাহিনী নিয়ে লেখা হরচন্দ্রের নাটকের নাম কী ?
উঃ কৌরব বিয়োগ (১৮৫৮)। নাটকটি রচনায় কাশীদাসী মহাভারতকে অনুসরণ করা হয়েছে।
৯) চারুমুখ চিত্তহারা’ কার কোন সময়ে লেখা ?
উঃ চারুমুখ চিত্তহারা’ (১৮৬৪) হরচন্দ্র ঘোষের লেখা। এখানে শেক্সপীয়রের Romeo-Juliet এর প্রভাব আছে।
১০) ‘নাটুকে রামনারায়ণ’ নামে কে পরিচিত ?
উঃ রামনারায়ণ তর্করত্ন (১৮২২ – ১৮৮৬)
১১) রামনারায়ণের ‘কুলীনকুল সর্বস্ব’ কত সালে লেখা ? এই নাটকের অবলম্বন কী ?
উঃ রামনারায়ণের ‘কুলীনকুল সর্বস্ব’ ১৮৫৪ সালে লেখা। নাটকটির অবলম্বন কৌলীন্য প্রথার বিরোধিতা।
১২) ‘কুলীনকুল সর্বস্ব’ নাটকটি প্রথম কখন ও কোথায় অভিনীত হয় ?
উঃ ১৮৫৭ খ্রি মার্চ মাসে কলকাতায়
১৩) ‘কুলীনকুল সর্বস্ব’ নাটকের চরিত্র কী কী ?
উঃ ফুলকুমারী, জাহ্নবী
১৪) রামনারায়ণ বহুবিবাহের বিরোধিতা করে কোন নাটক লেখেন ? এই নাটকটি কোন শ্রেণীর ?
উঃ রামনারায়ণ বহুবিবাহের বিরোধিতা করে লেখেন নবনাটক (১৮৫৬)। নাটকটি বিয়োগান্তক নাটক।
১৫) নবনাটক প্রথম কোথায় অভিনীত হয়েছিল ?
উঃ ১৮৬৭ খ্রিঃ ৫ জানুয়ারী ঠাকুরবাড়িতে
১৬) নবনাটকের চরিত্র গুলি কী কী ?
উঃ সাবিত্রী, জমিদার গবেশ বাবু, চন্দ্রলেখা
১৭) রামনারায়ণের পৌরাণিক নাটকগুলি কী কী ?
উঃ রুক্মিনীহরণ (১৮৭১) ও কংসবধ (১৮৭৫)
১৮) রুক্মিনীহরণ সম্পর্কে কী জানেন ?
উঃ রুক্মিনীহরণ রামনারায়ণের লেখা পঞ্চাঙ্কের একটি নাটক। কৃষ্ণের রুক্মিনী হরণের বিষয়কে কেন্দ্র করে লেখা নাটকটি। এটি মিলনান্তক নাটক। 
১৯) রামনারারায়ণ কোন কোন প্রহসন লিখেছেন ?
উঃ যেমন কর্ম তেমনি ফল (১৮৬৫), উভয় সঙ্কট (১৮৬৯), চক্ষুদান (১৮৬৯)
২০) যেমন কর্ম তেমনি ফল কয় অঙ্কের প্রহসন ? এর প্রধান চরিত্র কে ?
উঃ যেমন কর্ম তেমনি ফল দুই অঙ্কের প্রহসন। এর প্রধান চরিত্র জলধর

এরকম আর কোনো প্রয়োজনীয় তথ্য পেতে চাইলে এই পোস্টের কমেন্টে তা জানান।

5 thoughts on “নাটক – কিছু প্রশ্নোত্তর

  • Abanti Roy

    ভীষণ ভালো প্রশ্নোত্তর, এই রকম আরো প্রশ্নোত্তর পেলে ভীষণ উপকৃত হব স্যার, ধন্যবাদ আপনাকে প্রশ্নোত্তর প্রদান করার জন্য।

    Reply
    • ওয়েবসাইটে নজর রাখুন। নিশ্চয় পাবেন।

      Reply
  • ANKITA GUHA

    খুব ভালো প্রশ্ন উত্তর। ধন্যবাদ স্যার।

    Reply
  • Anindita goswami

    এরকম আরো চাই

    Reply
  • ABDUL BARI

    নাটক থেকে টপিক অনুযায়ী তথ্য চাই

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SUBSCRIBE NOW


SUBSCRIBE NOW
A NEW YOUTUBE CHANNEL CREATED FOR YOU. VISIT THE LINK AND SUBSCRIBE NOW FOR VARIOUS TOPICS.

SUBSCRIBE PRAYAS

This will close in 15 seconds

SLST BENGALI STUDY MATERIALS AT LOW PRICE. 750+ USERS...

X