SLST BENGALI FREE MOCK TEST – 11
যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের একটি অন্যতম মাধ্যম হল নিজের প্রস্তুতিকে বারংবার যাচাই করে দেখা। এর জন্য পরীক্ষার্থীরা বিভিন্ন প্র্যাকটিস সেট ব্যবহার করে থাকেন। অফলাইন মোডে ঐ সকল প্র্যাকটিস সেট যেমন আপনাকে আপনার প্রস্তুতি যাচাইয়ে সাহায্য করতে পারে তেমনি বর্তমান ডিজিটাল প্রযুক্তির যুগে অনলাইনে মক টেস্ট দেওয়ার নানা সুবিধা পাওয়া যায়। SLST Bangla তেমনি একটি উদ্যোগ নিয়ে কাজ করে চলেছে। নবম দশম শ্রেণির জন্য আমাদের পূর্বের MOCK TEST – 6 -এ যে সকল পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন তাদের ধন্যবাদ।
SLST Bangla তার নিজস্ব ওয়েবসাইটে অনলাইন মক টেস্টের আয়োজন করেছে। এই টেস্ট যারা SLST বাংলা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য। আমরা পরীক্ষার্থীদের প্রস্তুতি যাচাইয়ের উদ্দেশ্যে এই Mock Test এর আয়োজন করেছি। SLST কর্তৃক প্রদত্ত নির্দিষ্ট সিলেবাস থেকে বেছে নেওয়া টপিকের উপর আমরা আজকের মক টেস্ট গ্রহণ করছি। আজকে SLST BENGALI FREE MOCK TEST – 11 পরীক্ষার বিষয় সাহিত্যের ইতিহাসের উপর রাখা হয়েছে। পরীক্ষার জন্য মোট প্রদত্ত প্রশ্নের সংখ্যা ২০ টি এবং প্রতিটি প্রশ্নের মান ১।
প্রতিটি মক টেস্ট দেওয়ার কিছু সাধারণ নিয়ম থাকে। সকলকে অনুরোধ আজকের SLST BENGALI FREE MOCK TEST – 11 দেওয়ার পূর্বে নির্দিষ্ট নিয়মগুলি দেখে নেবেন।
নির্দেশিকা
১. প্রথমেই ENTER NOW বাটনে ক্লিক করুন।
২. টেস্ট দেওয়ার আগে নির্দিষ্ট ফর্মে আপনার নাম ও মোবাইল নম্বর লিখুন।
৩. মোট প্রশ্ন ২০টি। প্রতিটি প্রশ্নের মান ১।
৪. সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি সময় পাবেন ৩০ মিনিট।
৬. পরীক্ষাটি পছন্দ হলে নিজের ওয়ালে শেয়ার করে রাখুন।
বিষয়
আজকের পরীক্ষার বিষয় – নবম-দশম শ্রেণির সিলেবাস অনুসারে সাহিত্যের ইতিহাস।
প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়
ফুল সেটের পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন
Bhalo prasno