Tutorials

ভাষা ও উপভাষা – কিছু প্রশ্নোত্তর

ব্যাকরণের আলোচনায় আমাদের সর্বাগ্রে জানতে হয় ভাষা সম্পর্কে। ভাষা আমাদের মনের ভাব প্রকাশের বাহন – এ কথা সুপ্রচলিত ও সদা সত্য। আমাদের ভাষা বাংলা। এই বাংলা ভাষার কিছু আঞ্চলিক রূপ আছে যাদের উপভাষা বলে। বাংলা ভাষাতত্ত্বের আলোচনায় বাংলা ভাষা ও তার উপভাষা যথেষ্ট গুরুত্বপূর্ণ। SLST, MSC সহ নানা পরীক্ষায় ভাষা ও উপভাষা থেকে প্রশ্ন আসে। ঐ সকল পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের আজকের এই পোষ্ট।

SLST পরীক্ষায় বাংলা ব্যাকরণের বিভিন্ন ক্ষেত্র থেকে প্রশ্ন হয়। সন্ধি, সমাস, প্রত্যয়, কারক সহ যেকোনো বিষয় থেকেই প্রশ্ন আসে। ঐ সমস্ত বিষয়গুলি যেমন গুরুত্বপূর্ণ তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভাষা ও উপভাষা। ভাষা ও উপভাষা – কিছু প্রশ্নোত্তর শীর্ষক এই পোস্টে ভাষা ও উপভাষা থেকে নানা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। তা হয়তো SLST বাংলা পরীক্ষার্থীদের সাহায্য করতে পারে।

ভাষা ও উপভাষা – কিছু প্রশ্নোত্তর

১) চলিত ভাষাকে কে ‘মেছুনীর ভাষা’ বলেছেন ?

উঃ মধুসূদন দত্ত

২) মালদা জেলায় কোন উপভাষা দেখা যায় ?

উঃ বরেন্দ্রী

৩) কোন পত্রিকায় প্রথম চলিত ভাষায় “ঘরে বাইরে” উপন্যাস প্রকাশ পায় ?

উঃ সবুজপত্র

৪) বরেন্দ্রী উপভাষার সাথে কোন উপভাষার সাদৃশ্য লক্ষ্য করা যায় ?

উঃ কামরূপী উপভাষার

৫) বিভাষা কী ?

উঃ এক একটি উপভাষার অভ্যন্তরেও নানা আঞ্চলিক পার্থক্য গড়ে উঠতে পারে| উপভাষার মধ্যে গড়ে ওঠা পৃথক আঞ্চলিক রূপকে বিভাষা বলে।

৬) উপভাষা সম্পর্কে ড. সুকুমার সেনের মত কী  ?

উঃ কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোটো ছোটো দলে বা অঞ্চলে বিশেষ প্রচলিত ভাষা ছাঁদকে উপভাষা বলে।

৭) পরিভাষা কাকে বলে ?

উঃ বিশেষ অর্থে নির্দিষ্ট কোনো শব্দকে পরিভাষা বলে, যেমন Mobile = ভ্রাম্যমান

৮) পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যে বাংলা ভাষা প্রচলিত ?

উঃ আসাম ও ত্রিপুরা

৯) ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য কী ?

উঃ ভাষা হল কন্ঠ নি:সৃত ও অর্থবহ ধ্বনিসমষ্টির সাহায্যে মনের ভাব আদান প্রদানের স্বাভাবিক মাধ্যম। আর উপভাষা হল সেই ভাষার কোনো একটি অঞ্চলের লোকমুখের ভাষা

১০) সবর্জনমান্য উপভাষাকে কী বলা হয় ?

উঃ মান্য চলিত ভাষা

১১) তামিল ভাষা কোন্ ভাষা বংশের অন্তগর্ত ?

উঃ দ্রাবিড়

১২) অলচিকি লিপির উদ্ভাবক কে ?

উঃ রঘুনাথ মুর্মু

১৩) মাগধি প্রাকৃতের পরবর্তী স্তরের নাম কী ?

উঃ মগধী অপভ্রংশ

১৪) বাংলা ভাষা কোন দুটি অনার্য ভাষা দ্বারা বিশেষভাবে প্রভাবিত ?

উঃ দ্রাবিড়  ও কোল

১৫) অভিশ্রুতির ব্যবহার হয় কোন উপভাষায় ?

উঃ রাঢ়ী উপভাষায়

১৬) আছ স্থলে বট ধাতুর ব্যবহার কোন উপভাষার বৈশিষ্ট্য ?

উঃ ঝাড়খণ্ডী উপভাষার

১৭) কে প্রথম সাধু ভাষার সাধু শব্দটির প্রয়োগ করেন ?

উঃ রামমোহন রায় তাঁর ‘গৌড়ীয় ব্যাকরণ’ গ্রন্থে

১৮) কোন উপভাষায় অধিকরণ কারকে বিভক্তি ‘ত’ ?

উঃ কামরূপী উপভাষা

১৯) কোন উপভাষায় নামধাতুর ব্যবহার বেশি ?

উঃ ঝাড়খণ্ডী উপভাষা

২০) কোন উপভাষায় ‘না’ বাচক শব্দটি আগে ব্যবহৃত হয় ?

উঃ কামরূপী উপভাষা

২১) গুরুচণ্ডালী দোষ কী ?

উঃ সাধুভাষা ও চলিত ভাষার মিশ্রনকে গুরুচণ্ডালী দোষ বলে।

২২) ‘প্লুতস্বরের’ ব্যবহার লক্ষ্য করা যায় কোন উপভাষায় ?

উঃ বঙ্গালি উপভাষায়

২৩) ভুয়া শব্দ কী ?

উঃ যে শব্দের মূল নেই অথচ তাকেই মূল শব্দ বলে ধরে নেওয়া হয়, এই রকম শব্দকে ভুয়া শব্দ বলে।

২৪) কোন উপভাষায় সবচেয়ে বেশি অপনিহিতির ব্যবহার লক্ষ্য করা যায় ?

উঃ বঙ্গালী উপভাষায়

২৫) ছাইক্যপাইলা পোলারে কি আর কমু, কোন হাত হকালে কইছি গরডারে পানাইয়া বাজারে যা, এমুন পোলা তানি কতা হোনে, কয় হিতে ধরছে। – এটি কোন উপভাষার দৃষ্টান্ত ?

উঃ বঙ্গালী উপভাষা

এরকম আর কোনো প্রয়োজনীয় তথ্য পেতে চাইলে এই পোস্টের কমেন্টে তা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TO GET LATEST UPDATES AND TUTORIALS FOR FREE..

X