সমাস – বাছাই করা প্রশ্নোত্তর

SLST পরীক্ষায় বাংলা ব্যাকরণের বিভিন্ন ক্ষেত্র থেকে প্রশ্ন হয়। সন্ধি, সমাস, প্রত্যয়, কারক সহ যেকোনো বিষয় থেকেই প্রশ্ন আসে। ঐ সমস্ত বিষয়গুলি যেমন গুরুত্বপূর্ণ তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সমাস। সমাস – বাছাই করা প্রশ্নোত্তর শীর্ষক এই পোস্টে সমাসথেকে নানা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। তা হয়তো SLST বাংলা পরীক্ষার্থীদের সাহায্য করতে পারে।

সমাস – বাছাই করা প্রশ্নোত্তর

১. ‘সমাস’ শব্দের অর্থ কী ?

উঃ সংক্ষেপ                            

২. ব্যাকরণে সমাস কোন পদ্ধতিতে সাধিত হয় ?

উঃ একপদীকরণ                        

৩. ‘সমাস’ শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করুন। 

উঃ সম – অস্‌ + অ

৪. বিকল্পে প্রদত্ত কোন অংশটি সমাসে আলোচিত হয় না ?

উঃ বাক্যের গঠন  

৫. ব্যাসবাক্যের অপর নাম কী ?

উঃ বিগ্রহবাক্য

৬. সমাসের আলোচনায় ‘ব্যাস’ শব্দটির অর্থ কী ?

উঃ বিস্তার

৭. কোন প্রকার সমাসে সমাসবদ্ধ পদে পূর্বপদের অর্থের প্রাধান্য ঘটে ?

উঃ অব্যয়ীভাব সমাস

৮. সমাসবদ্ধ পদে উভয় পদের অর্থের প্রাধান্য ঘটে কোন প্রকার সমাসে ?

উঃ দ্বন্দ্ব

৯. পূর্বপদ বা পরপদ নয় সম্পূর্ণ অন্য পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে ?

উঃ বহুব্রীহি

১০. ‘দ্বন্দ্ব’ শব্দটির আভিধানিক অর্থ কী ?

উঃ সংঘর্ষ  বা বিবাদ বা কলহ     

১১. সমাসের আলোচনায় ‘দ্বন্দ্ব’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় ?

উঃ যুক্ত

১২. দ্বন্দ্ব সাধারণত কোন পদের সমাস ?

উঃ বিশেষ্য পদ

১৩. দ্বন্দ্ব সমাসে সমাসবদ্ধ পদে অর্থপ্রাধান্য ঘটে –

উঃ পূর্বপদ ও উত্তরপদের  

১৪. দ্বন্দ্ব সমাসে ব্যাসবাক্যে সমস্যমান পদগুলিকে কী দ্বারা যুক্ত করা হয় ?  

উঃ সংযোজক অব্যয়

১৫. সংস্কৃত ব্যাকরণে কর্মধারয় কোন সমাসের অন্তর্ভূক্ত ?

উঃ তৎপুরুষ

আরও দেখুন

১৬. কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের কোন পদটির অর্থ সমাসবদ্ধ পদে প্রধান হয় ?

উঃ উত্তরপদের

১৭. ব্যাসবাক্য নির্ণয় করুন – ‘কালবৈশাখী’।

উঃ কাল রূপ বৈশাখী

১৮. অলঙ্কার শাস্ত্রে উপমেয় বলতে কী বোঝায় ?

উঃ তুল্য বস্তু

১৯. কী উপমান ও উপমেয়ের মধ্যে সমতা বোঝায় ?

উঃ সাদৃশ্যবাচক শব্দ

২০. উপমান কর্মধারয় সমাসে উপমানটির অবস্থান হয় –

উঃ পূর্বপদে

২১. উপমিত কর্মধারয় সমাসে পূর্বপদটি হয় –

উঃ উপমেয়

২২. কোন প্রকার কর্মধারয় সমাসে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় ?

উঃ রূপক কর্মধারয় সমাসে

২৩. সমষ্টি অর্থ প্রকাশক সমাসটির নাম কী ?

উঃ দ্বিগু

২৪. দ্বিগু সমাসে পূর্বপদটি কী ধরনের পদ হয় ?

উঃ সংখ্যাবাচক বিশেষণ

২৫. দ্বিগু সমাসের উত্তরপদটি কী ধরনের পদ হয় ?

উঃ বিশেষ্য

২৬. দ্বিগু সমাসে অর্থপ্রাধান্য ঘটে কোন পদের ?

উঃ উত্তরপদের

২৭. পূর্বপদের বিভিন্ন কারকের বিভক্তি সমাসবদ্ধ পদে লোপ পায় কোন প্রকার সমাসে ?

উঃ তৎপুরুষ সমাসে

২৮. ‘রাজপথ’ শব্দটির ব্যাসবাক্য নির্ণয় করুন।

উঃ পথের রাজা

২৯. উপপদ বলতে কী বোঝায় ?

উঃ কৃদন্ত পদের পূর্বপদকে উপপদ বলে।

৩০. ‘বহুব্রীহি’ শব্দটিতে ‘ব্রীহি’ কথাটির অর্থ কী ?

উঃ ধান্য

এরকম আর কোনো প্রয়োজনীয় তথ্য পেতে চাইলে এই পোস্টের কমেন্টে তা জানান।

Share now

One thought on “সমাস – বাছাই করা প্রশ্নোত্তর

  • May 21, 2023 at 4:32 pm
    Permalink

    খুব ভালো প্র‌শ্ন ।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *