Tutorialsব্যাকরণ

ব্যাকরণ – গুরুত্বপূর্ণ প্রশ্ন

বিভিন্ন পরীক্ষায় আসে এমন কিছু প্রশ্ন নিয়ে আমাদের আজকের পোষ্ট ব্যাকরণ – গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পোস্টে ব্যাকরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হল যা আপনারা সমাধান করবেন। SLST, Primary TET সহ বিভিন্ন পরীক্ষায় আসে এমন কিছু প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে। নির্দিষ্ট সময় পর আমরা প্রশ্নগুলির সঠিক উত্তর এই পোস্টেই জানিয়ে দেব। ততক্ষণ আপনারা প্রশ্নগুলির উত্তর খাতায় লিখে নিজেকে যাচাই করুন।

ব্যাকরণ – গুরুত্বপূর্ণ প্রশ্ন

১. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে ?
ক. ফলা
খ. বর্ণ
গ. কার
ঘ. ধ্বনি

২. আম > রাম – এটি কোন উপভাষার বৈশিষ্ট্য ?
ক. বঙ্গালী
খ. ঝাড়খন্ডী
গ. কামরূপী
ঘ. বরেন্দ্রী

৩. প্রত্যয় নির্ণয় করুন – ‘বিপন্ন’
ক. বি – পদ্ + ক্ত
খ. বিপদ + অন্ন
গ. বি – পদ্ + অন্ন
ঘ. বিপদ + ক্ত

৪. নাত + বউ = নাদবউ – এটি কোন প্রকারের সন্ধি ?
ক. বাংলা স্বরসন্ধি
খ. বাংলা ব্যঞ্জনসন্ধি
গ. সংস্কৃত স্বরসন্ধি
ঘ. সংস্কৃত ব্যঞ্জনসন্ধি

৫. দুধে দই হয় – চিহ্নিত অংশটি কোন প্রকার অপাদান ?
ক. বিকৃতিবাচক অপাদান
খ. অবস্থানবাচক অপাদান
গ. স্থানবাচক অপাদান
ঘ. কালবাচক অপাদান

৬. আপনিও তখন বিদ্রোহ করতে পারতেন – ক্রিয়ার কাল নির্ণয় করুন।
ক. পুরাঘটিত অতীত
খ. ঘটমান অতীত
গ. নিত্যবৃত্ত অতীত
ঘ. নিত্য অতীত

৭. Prosthesis -এর অর্থ হল –
ক. অপিনিহিতি
খ. আদি স্বরাগম
গ. অন্ত্য স্বরাগম
ঘ. মধ্য স্বরাগম

৮. আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি ?
ক. সুখী হও
খ. আমটা খাও
গ. স্বার্থের প্রতি দৃষ্টি রেখো
ঘ. সবাই এখানে আসুন

৯. নাম পুরুষের সম্ভ্রমার্থক রূপের সর্বনাম কোনটি ?
ক. মম
খ. তাঁকে
গ. আপনি
ঘ. তারা

১০. প্রাতিপাদিক কী ?
ক. বিভক্তি যুক্ত শব্দ
খ. উপসর্গযুক্ত শব্দ
গ. সাধিত শব্দ
ঘ. কোনোটি নয়

১১. ‘গরমিল’ শব্দের ‘গর’ উপসর্গ কোন অর্থ প্রকাশ করছে ?

ক. অভাব
খ. বিশেষ
গ. না
ঘ. মন্দ

১২. পেঁপে কী জাতীয় শব্দ ?

ক. দেশি
খ. আরবি
গ. পর্তুগিজ
ঘ. ফারসি

১৩. অন্ধজনে দেহ আলো – চিহ্নিত পদটির কারক করুন।

ক. অপাদান কারক
খ. কর্ম কারক
গ. সম্প্রদান কারক
ঘ. অধিকরণ কারক

১৪. কোন সমাসের উদাহরণ – বীণাপাণি

ক. কর্মধারয়
খ. তৎপুরুষ সমাস
গ. দ্বন্দ্ব
ঘ. বহুব্রীহি

১৫. পদান্তর করুন – ঈশ্বর

ক. ঈশ্বরী
খ. ঐশ্বরিক
গ. ঈশ্বরিত
ঘ. ঐশী

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TO GET LATEST UPDATES AND TUTORIALS FOR FREE..

X