Tutorials

বেগম রোকেয়া – নানা তথ্যের সম্ভার

আমাদের আজকের বেগম রোকেয়া – নানা তথ্যের সম্ভার এই পোস্টটি বেগম রোকেয়ার জীবন ও সাহিত্য কেন্দ্রিক নানা তথ্যে পরিপূর্ণ। যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দেবেন তাদের জন্য এই পোস্টটি গুরুত্বপূর্ণ হতে চলেছে।

মুসলমান নারীসমাজ যখন অন্ধকারে নিমজ্জিতা সেই সময় বেগম রোকেয়া জন্ম গ্রহণ করেন। অন্ধকারময় সেই পরিস্থিতি থেকে মুসলমান নারীদের সঠিক আলোর দিশা দেখাতে প্রয়োজন নারী জাগরণ। শিক্ষাই হল সেই শক্তি যা কাঙ্ক্ষিত জাগরণ ঘটাতে পারে। বেগম রোকেয়া সেই উদ্দেশ্যেই যেন নিজের জীবন সমর্পণ করে গেছেন।

বেগম রোকেয়া – নানা তথ্যের সম্ভার

জন্ম ও জন্মস্থান – ১৮৮০ খ্রিঃ, বর্তমান বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রাম

পিতা ও মাতার নাম – জহীরউদ্দিন মোহাম্মদ আবু আলী ও রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী

ভাই-বোন – মোহাম্মদ আবুল আসাহ, খলিলুর রহমান, মোহাম্মদ ইসরাইল, করিমুন্নেসা খানম, হোময়রা তোফাজ্জল হোসেন

বিবাহ – ভাগলপুর নিবাসী সাখাওয়াত হোসেনের সঙ্গে ১৮৯৮ খ্রিষ্টাব্দে

SLST BENGALI STUDY MATERIALS

প্রথম রচনা – বেগম রোকেয়া সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করেন হরেন্দ্রলাল রায় ও জ্ঞানেন্দ্রলাল রায় সম্পাদিত ‘নবপ্রভা’ পত্রিকায়। এই পত্রিকায় তিনি লেখেন ‘পিপাসা’ (১৯০২) নামে প্রবন্ধ। প্রবন্ধের বিষয় – কারবালার কাহিনি।

১৯০৫ খ্রিষ্টাব্দে বেগম রোকেয়ার প্রথম ইংরেজি রচনা ‘Sultana’s Dream’ প্রকাশিত হয় কমলা মাতমিয়া নাথান ও সরোজিনী নাইডু সম্পাদিত ‘Indian Ladies Magazine’ পত্রিকায়। রচনাটি পরে ১৯০৮ খ্রিষ্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়।

প্রথম প্রবন্ধগ্রন্থ – মতিচূর -প্রথম খণ্ড ১৯০৪ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ হয় ১৯০৭ খ্রিষ্টাব্দে।

স্থাপনা – স্বামীর স্মৃতিতে ১৯১১ খ্রিষ্টাব্দে কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন বেগম রোকেয়া। যদিও এর আগে স্বামীর মৃত্যুর ৫ মাস পর ১৯০৯ খ্রিষ্টাব্দে ৫ জন ছাত্রী নিয়ে এই স্কুল ভাগলপুরে স্থাপিত হয়েছিল।
এছাড়া ১৯১৬ খ্রিষ্টাব্দে আঞ্জুমানে কাওয়াতীনে ইসলাম’ নামে একটি মহিলা সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি।

১৯১৮ খ্রিষ্টাব্দে ‘সওগাত’ পত্রিকা প্রকাশিত হলে ‘সওগাত’ নামে একটি কবিতা লেখেন।

১৯২২ খ্রিষ্টাব্দে লেখিকার ‘মতিচূর’ গ্রন্থের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়।

বেগম রোকেয়ার উপন্যাস ‘পদ্মরাগ’ প্রকাশিত হয় ১৯২৪ খ্রিষ্টাব্দে।

লেখিকার ‘Educational Ideas for the Modern Indian Girls’ নামে একটি প্রবন্ধ ১৯৩১ খ্রিস্টাব্দের ৫ই মার্চ ‘দি মুসলমান’ পত্রিকায় প্রকাশিত হয়।

১৯৩১ খ্রিস্টাব্দের ২৮শে অক্টোবর ‘অবরোধবাসিনী’ প্রকাশিত হয়।

১৯৩২ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে বেগম রোকেয়ার মৃত্যু হয়।

লেখিকার সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের নামকরণ হয় – ‘রোকেয়া হল’। তাছাড়া বাংলাদেশের ডাকবিভাগ থেকে দুটি ডাকটিকিটও প্রকাশিত হয়।

অন্যান্য রচনা

বেগম রোকেয়ার রচনার তথ্য পেতে এই তালিকাটি দেখুন।

রচনার নামরচনার শ্রেণিপত্রিকার নামপ্রকাশের তারিখ
ভ্রাতা-ভগ্নীছোটোগল্পনবনূরজ্যৈষ্ঠ, ১৩১২
প্রেম-রহস্যছোটোগল্পভারত-মহিলাশ্রাবণ, ১৩১৩
তিন কুঁড়ে ছোটোগল্পসওগাত১৩৩৩
পরীবিবিছোটোগল্পসওগাতকার্তিক, ১৩৩৩
বলিগর্ত্তছোটোগল্পনওরোজ আশ্বিন, ১৩৩৪
বিয়ে-পাগলা বুড়োছোটোগল্পমাসিক মোহাম্মদীপৌষ, ১৩৩৭
বাসীফুল কবিতানবনূরফাল্গুন, ১৩১০
শশধরকবিতানবনূরচৈত্র, ১৩১০
পরিতৃপ্তিকবিতামহিলাজ্যৈষ্ঠ, ১৩১১
কাঞ্চনজঙ্ঘা কবিতানবনূর পৌষ, ১৩১১
নিরুপম বীরকবিতাধূমকেতুআশ্বিন, ১৩২৯
God gives Man robsপ্রবন্ধদি মুসলমান৬ ডিসেম্বর, ১৯২৭
আগামীতে আরও তথ্য যুক্ত হবে

তথ্যদানে – নীলরতন চট্টোপাধ্যায় / NIL SIR

7 thoughts on “বেগম রোকেয়া – নানা তথ্যের সম্ভার

  • Abanti Roy

    খুবই গুরুত্বপূর্ণ তথ্য স্যার, এই রকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার অপেক্ষায় রইলাম 🙏

    Reply
    • Sumana saha

      Pdf ta deben pls

      Reply
  • পিন্টু মিদ্যা

    স্যার আমাকে দেবেন পিডিফ টা।

    Reply
  • Soumili Das

    Pdf ta dile valo hy

    Reply
  • Sumanta Santra

    ধন্যবাদ স্যার 🙏

    Reply
  • খুব গুরুত্বপূর্ণ তথ্য।
    স্যার, pdf আকারে পাওয়া যাবে ?

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SUBSCRIBE NOW


SUBSCRIBE NOW
A NEW YOUTUBE CHANNEL CREATED FOR YOU. VISIT THE LINK AND SUBSCRIBE NOW FOR VARIOUS TOPICS.

SUBSCRIBE PRAYAS

This will close in 15 seconds

TO GET LATEST UPDATES AND TUTORIALS FOR FREE..

X