PSCStudy Materials

PSC Study Materials – Bengali

আমাদের এসএলএসটি স্টাডি মেটেরিয়াল পরীক্ষার্থীদের কাছে বহুল জনপ্রিয় হওয়ার পর পরীক্ষার্থীদেরই অনুরোধে আমরা নিয়ে এসেছি অত্যন্ত স্বল্প মূল্যের PSC Study Materials যা PSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস সহ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পরীক্ষার উপযোগী। অনেকেই জানেন আবার অনেকের জিজ্ঞাসা কেমন এই মেটেরিয়াল? এই পোস্টে আমরা পিএসসি স্টাডি মেটেরিয়ালের পরিচয় তুলে ধরেছি। পুরোটা জানতে বিশদে পড়ুন।

PSC Study Materials পরিচিতি

আমরা ইতিমধ্যে SLST নবম-দশম ও নবম-দ্বাদশের জন্য স্টাডি মেটেরিয়াল প্রদান করেছি। নিতান্ত অল্প মূল্য এবং গুণগত মানে তা সকলের কাছে আদরণীয় হয়ে উঠেছে। আশা রাখি বহু সংখ্যক পরীক্ষার্থী সেই মেটেরিয়ালে উপকৃত হয়েছেন বা হচ্ছেন। কেউ যদি আমাদের SLST স্টাডি মেটেরিয়ালের নমুনা দেখতে চান তাহলে এখানে ক্লিক করুন। আর মেটেরিয়াল ব্যবহারকারীদের ফিডব্যাক দেখতে এখানে ক্লিক করুন। আমরা পরবর্তীকালে অনেকের অনুরোধে পিএসসি স্টাডি মেটেরিয়ালের প্রথম খণ্ড নিয়ে এসেছি।

প্রথম খণ্ড বিষয়ে

পিএসসি স্টাডি মেটেরিয়ালের প্রথম খণ্ড তৈরি করা হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস ও ব্যাকরণ অংশ নিয়ে। এখন প্রশ্ন, SLST বাংলার জন্য নির্ধারিত বাংলা সাহিত্যের ইতিহাস ও PSC সিলেবাসের বাংলা সাহিত্যের ইতিহাস কি এক? ব্যাকরণ অংশও কি এক? প্রথমে বলি বাংলা সাহিত্যের ইতিহাসের কথা।

SLST ও PSC পৃথক দুটি পরীক্ষার জন্য নির্ধারিত বাংলা সাহিত্যের ইতিহাস আপাতভাবে এক মনে হলেও তা নয়। পিএসসি পরীক্ষার জন্য আপনাকে বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে হবে অনেক গভীর থেকে। বিষয়ের গভীরে না প্রবেশ করলে পিএসসি পরীক্ষায় বাংলা সাহিত্যের ইতিহাস অংশ থেকে ভালো ফল করা সম্ভব নয়। বিষয়ের গভীরতাই উক্ত দুটি পরীক্ষার তফাৎ গড়ে দেয়।

বাংলা সাহিত্যের ইতিহাস গভীরতার সঙ্গে অধ্যয়ন করতে আপনাকে অথেন্টিক বই দেখতে হবে। এজন্য প্রয়োজন, অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ (১০টি খণ্ড), সুকুমার সেনের ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’ (৫টি খণ্ড), ভূদেব চৌধুরীর ‘বাংলা সাহিত্যের ইতিকথা’ (৪টি খণ্ড)। এছাড়া আহমেদ শরীফ, দীনেশচন্দ্র সেন, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় আপনাকে হাতের কাছে রাখতে হবে। সেই সঙ্গে আধুনিক সাহিত্যের ইতিহাসের জন্য সংশ্লিষ্ট লেখক-লেখিকার রচনাবলি থাকলে আরও উত্তম। তাতে রচনার সাল-তারিখ নির্ভুল জানা যায়, যা এই পরীক্ষায় পাশ করতে বিকল্পহীন।

আমাদের স্টাডি মেটেরিয়াল এই সমস্ত অথেন্টিক বই থেকে তথ্য সংগ্রহ করেই তৈরি করা হয়েছে। আর সেই কারণেই আমাদের মেটেরিয়াল গুণগত মান বজায় রাখতে পারে। নির্ভুল ও সংশয়হীন তথ্য আপনি পান।

ব্যাকরণ ?

যারা আমাদের SLST স্টাডি মেটেরিয়াল নিয়েছেন তারা আমাদের মেটেরিয়াল সম্পর্কে সম্যক অবহিত। আমরা ব্যাকরণের ক্ষেত্রেও অথেন্টিক গ্রন্থের সহায়তা নিয়েছি। যাতে, পরীক্ষার্থীরা সঠিক তথ্য পেতে পারেন। অহেতুক তথ্যের বোঝা নয়, নিখুঁত এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আমাদের ব্যাকরণ অংশ তৈরি। সিলেবাস অনুসারে ব্যাকরণের প্রতিটি অধ্যায় তুলে ধরা হয়েছে আমাদের মেটেরিয়ালে।

নমুনা দেখুন

নীচে পিএসসি স্টাডি মেটেরিয়ালের নমুনা দেওয়া হল। নমুনা দেখার পর যদি আপনি তা সংগ্রহ করতে আগ্রহী থাকেন তাহলে WhatsApp করুন 7432910410 নাম্বারে।

Contact – 7432910410

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TO GET LATEST UPDATES AND TUTORIALS FOR FREE..

X