SLST Bangla Online Mock test, SLST বাংলা মক টেস্ট, ইনফো ও টিউটোরিয়ালে আপনাকে স্বাগত।
এস.এল.এস.টি – বাংলা অনলাইন মক টেস্ট পোর্টালে আপনাকে স্বাগত। হ্যাঁ, এটি একটি এমন পোর্টাল যেখানে আপনি আপনার SLST বাংলা প্রস্তুতির জন্য নিজেকে যাচাই করতে সক্ষম হবেন। প্রশ্ন জাগে, যে-কেউ কি এই পোর্টালের মক টেস্টে অংশগ্রহণ করতে পারেন ? উত্তর হল হ্যাঁ, এটি একটি উন্মুক্ত ডিজিটাল মাধ্যম যেখানে যে-কোনো SLST বাংলা বিষয়ের পরীক্ষার্থী এই পোর্টালের মক টেস্টে অংশগ্রহণ করতে পারেন। SLST – Bangla Mock Test পেজে আপনি এই পোর্টাল সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় পাচ্ছেন।
এস.এল.এস.টি – বাংলা ফেসবুক গ্রুপ টার্গেট বাংলার নতুন ওয়েবসাইট। আমাদের ফেসবুক গ্রুপে আমরা বিভিন্নভাবে প্রতিনিয়ত SLST বাংলা পরীক্ষার্থীদের নিঃস্বার্থ সহায়তা করে আসছি। সেই সহায়তার একটি এই অনলাইন মক টেস্ট ব্যবস্থা যা সম্পূর্ণ নতুনভাবে নতুন রূপে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই পোর্টালের মক টেস্টে অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদের প্রস্তুতি সম্পর্কে অবহিত হতে পারবেন। পোর্টালটির মাধ্যমে আমরা সেই সকল পরীক্ষার্থীদের প্রতি আমাদের নিঃস্বার্থ সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার প্রয়াসী।
শুধু মক টেস্ট দেওয়া নয়, এই ওয়েবসাইটে SLST বাংলা উপযুক্ত নানা তথ্য ও প্রশ্নোত্তরও পাবেন পরীক্ষার্থীরা।
আমাদের বৈশিষ্ট্য
আমাদের মক টেস্ট পদ্ধতি অন্যান্য যেকোনো মক টেস্ট পদ্ধতির তুলনায় অধিক আকর্ষণীয় এবং উন্নত প্রযুক্তির তথা বিচিত্র বৈশিষ্ট্য যুক্ত। যেখানে অন্যত্র ১০০ জনের বেশি পরীক্ষা দিতে পারেন না (কিছু রেজাল্ট ডিলিট না করা অবধি), সেখানে আমাদের মক টেস্টে যত খুশি পরীক্ষার্থী পরীক্ষা দিতে সক্ষম হবেন। যেখানে অন্যান্য পরীক্ষায় আপনার দেওয়া পরীক্ষা পরবর্তীতে সন্ধান করতে অক্ষম হবেন আপনি সেখানে আমাদের মক টেস্ট সেভ থাকে। তাই আপনি কয়েক মাস পর চাইলেও সেই পরীক্ষা পুনরায় দিতে সক্ষম হবেন। এছাড়াও আমাদের মক টেস্ট পদ্ধতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি দেখুন।
- কমিশন প্রদত্ত সিলেবাস ভিত্তিক মক টেস্ট
- ছোটো ছোটো অংশে নির্দিষ্ট বিষয়ে টেস্টের সেট
- প্রচুর পরিমাণে বিনামূল্যের মক টেস্টের সেট
- প্রিমিয়াম মক টেস্ট সেট
- অতি দ্রুত ফলাফল
- ইমেলে প্রশ্নের সেট
- পরীক্ষা শেষে Demo সার্টিফিকেট
- কিছু ক্ষেত্রে সঠিক উত্তরের ব্যাখ্যা
- পরীক্ষার ফলাফল বিশ্লেষণ
- যে–কোনো সেটে যত খুশি টেস্ট দেওয়া
মক টেস্ট দেওয়ার খরচ
আমরা সগর্বে জানাই যে, আমাদের এই ওয়েবসাইটটি সম্পূর্ণ বিনামূল্যের। এখানে আপনি প্রচুর ফ্রী মক টেস্ট সেট পাবেন। সেগুলি দেওয়ার জন্য আপনাকে কোনো অর্থরাশি খরচ করতে হবে না। যেখানে অন্যত্র এ ধরনের মক টেস্ট দিতে আপনাকে বিনিময় মূল্য দিতে হয় এখানে তা নয়। টার্গেট বাংলা তার জন্মলগ্ন থেকেই ছাত্রছাত্রীদের জন্য নিঃস্বার্থ কাজ করে এসেছে। আজও তার ব্যতিক্রম নয়।