News

SLST BANGLA BOOKS

SLST BANGLA -এর জন্য বাজারে বিভিন্ন বই প্রচলিত আছে। সেই সকল প্রচলিত বইয়ের মাঝে পরীক্ষার্থীকে দক্ষতার সঙ্গে সঠিক বই নির্বাচন করতে হয়। একঝলক দেখে বোঝাও মুশকিল যে, কোন্‌ বইটি SLST পরীক্ষার জন্য অধিক সহায়ক। SLST BANGLA BOOKS আলোচনায় আমরা পরীক্ষার্থীদের সঠিক দিশা দেখানোর প্রয়াস করেছি।

পরীক্ষার্থীর প্রয়োজন এমন একটি বই যা নির্ভুল ও গুরুত্বপূর্ণ তথ্যে ভরপুর। বইয়ে তথ্য উপস্থাপন রীতিও হবে চমকপ্রদ। তবে কেবল চমক সৃষ্টি করাই নয়, উপস্থাপিত পদ্ধতির মাধ্যমে স্বল্প পরিসরে অধিক তথ্য ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে হয় একজন সু-লেখককে। রকমারি ছবি কিংবা বিচিত্র রঙ পাঠক পাঠিকাকে আকর্ষণ করে ঠিকই কিন্তু প্রয়োজনীয় তথ্যাদির অনুপস্থিতি যথার্থ সহায়ক হতে পারে না। সেদিক থেকে প্রগ্রেসিভ পাবলিশার্স প্রকাশিত SLST বাংলা কম্পিটিটর প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ড সর্বাধিক সহায়ক।

SLST BANGLA BOOKS – কম্পিটিটর প্রথম খণ্ড

SLST বাংলা কম্পিটিটর প্রথম খণ্ড প্রকাশের দিন থেকেই জনপ্রিয়তা পেয়েছে। হ্যাঁ, বইয়ে কোনো রঙিন চিত্র নেই, নেই আকর্ষক রঙের ব্যবহার। কিন্তু যা আছে তা হল অথেন্টিক তথ্য। আর এই গুণেই বইটি পাঠক পাঠিকার প্রিয় হয়ে উঠেছে। বইটিতে কোন্‌ কোন্‌ বিষয় ধরা হয়েছে ?
১. কমিশন প্রদত্ত সিলেবাস অনুসারে নবম থেকে দ্বাদশ শ্রেণির সম্পূর্ণ বাংলা সাহিত্যের ইতিহাস।
২. অনুবাদ-অনুষঙ্গ – ভারতীয় ও আন্তর্জাতিক সাহিত্য।
৩. ভাষাতত্ত্ব ও ব্যাকরণ।
৪. সাহিত্যের রূপরীতি
৫. অনুশীলনী
৬. বিগত বছরের প্রশ্ন
৭. প্রস্তুতির ডায়েরি
৮. নিজস্ব সংগ্রহ

বিষয় থেকে সংক্ষিপ্ত ও ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তরের পাশাপাশি দেওয়া হয়েছে MCQ এবং আছে তালিকা। বাংলা সাহিত্যের ইতিহাস নানা তালিকা ও সিরিজে সম্পূর্ণ। তা তথ্য মনে রাখতে সাহায্য করে। SLST বাংলা কম্পিটিটর প্রথম খণ্ড নিকটবর্তী দোকানে অথবা ফ্লিপকার্ট, আমাজনে পাওয়া যায়।

SLST BANGLA BOOKS – কম্পিটিটর দ্বিতীয় খণ্ড

SLST বাংলা কম্পিটিটর দ্বিতীয় খণ্ড বইটি মূলত পাঠ্যপুস্তক নির্ভর। নবম ও দশম শ্রেণির সাহিত্য সঞ্চয়ন, প্রফেসর শঙ্কু, কোনি, একাদশ ও দ্বাদশ শ্রেণির সাহিত্য চর্চা, শিল্প-সংস্কৃতি চর্চার ইতিহাস নিয়ে সমৃদ্ধ এই খণ্ডটি। প্রতিটি পাঠ্যের সংক্ষিপ্ত আলোচনা, বিষয়বস্তু, চরিত্র, মূল গ্রন্থের নানা তথ্য তো আছেই, আরও আছে MCQ যা সংশ্লিষ্ট পাঠ্য ও পাঠ্যান্তর্গত ব্যাকরণ কেন্দ্রিক। এই বইটিও প্রগ্রেসিভ পাবলিশার্স কর্তৃক প্রকাশিত এবং আপনার নিকটবর্তী দোকানে অথবা ফ্লিপকার্ট, আমাজনে পাওয়া যায়।

বই দুটি SLST BANGLA BEST BOOK কিনা বিচার করবেন পরীক্ষার্থীরা। তবে আমরা এই দুটি বইয়ে পরীক্ষার উপযোগী নানা তথ্য দেওয়ার প্রয়াস করেছি। সুখের কথা, বহু পরীক্ষার্থী এই দুই বইয়ের ইতিবাচক রিভিউ দিয়েছেন। তাদের বিচার আমাদের আরও ভালো করার প্রেরণা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SUBSCRIBE NOW


SUBSCRIBE NOW
A NEW YOUTUBE CHANNEL CREATED FOR YOU. VISIT THE LINK AND SUBSCRIBE NOW FOR VARIOUS TOPICS.

SUBSCRIBE PRAYAS

This will close in 15 seconds

TO GET LATEST UPDATES AND TUTORIALS FOR FREE..

X