Tutorials

কারক – প্রশ্নোত্তর

SLST কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের বাংলা বিষয়ক শিক্ষক নিয়োগের পরীক্ষায় কারক অপরিহার্য বিষয়। সন্ধি, সমাস, ধ্বনি এসবের মতো বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হল কারক। শুধু উক্ত দুই পরীক্ষায় নয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেখানে বাংলা ব্যাকরণ পাঠ্য থাকে সেখানে কারক থেকে নানা প্রশ্ন আসে। আমাদের এ বিষয়ে তাই প্রস্তুত থাকতে হবে।

কারক – প্রশ্নোত্তর শীর্ষক আমাদের এই পোস্টে কারক থেকে নানা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। তা হয়তো SLST কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন সহ বিভিন্ন পরীক্ষার বাংলা পরীক্ষার্থীদের সাহায্য করতে পারে। এখন কারক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখে নেওয়া যাক।

কারক – প্রশ্নোত্তর

১. কারক কাকে বলে ?
উঃ বাক্যের বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নামপদের সঙ্গে বাক্যস্থিত সমাপিকা ক্রিয়াপদের যে সম্বন্ধ তাকেই কারক বলে।
২. “ক্রিয়ান্বয়ী কারকম্”- কথাটি কে বলেছেন ?
উঃ পাণিনি।
৩. কারক কত প্রকার ?
উঃ ৬ প্রকার।
৪. কারক-চিহ্ন বা বিভক্তি-চিহ্ন বলতে কী বোঝায় ?
উঃ যে সমস্ত চিহ্ন বাক্যের ক্রিয়া সঙ্গে বাক্যের অন্তর্গত নামপদের এবং নামপদগুলির পরস্পরের মধ্যে সম্বন্ধকে সুনিশ্চিত করে, তাদেরকেই কারক-চিহ্ন বা বিভক্তি-চিহ্ন বলা হয়।
৫. ‘বিভক্তি’ শব্দটির সাধারণ অর্থ কী ?
উঃ বিভাজন।
৬. বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য কোথায় ?
উঃ বিভক্তি পদের সাথে যুক্ত থাকে কিন্তু অনুসর্গ স্বতন্ত্রভাবে বসে।
৭. তির্যক বিভক্তি কাকে বলে ?
উঃ যে বিভক্তি সকল কারকের ক্ষেত্রে প্রযোজ্য তাকে তির্যক বিভক্তি বল। যেমন- এ বিভক্তি।
৮. কোন বিভক্তির কোনো চিহ্ন বা গৌণ রূপ নেই ?
উঃ শূন্য বিভক্তির।
৯. সমুদ্রের জল লবনাক্ত – এখানে কোন্ অকারকের ব্যবহার হয়েছে ?
উঃ সম্বন্ধপদ।
১০. বিভক্তি কয় প্রকার ও কী কী ?
উঃ বিভক্তি দুই প্রকার – শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি।

আরও পড়ুন


১১. ‘বাঘে বলদে’ এক ঘাটে জল খায়। – কোন প্রকার কর্তা ?
উঃ সহযোগী কর্তা।
১২. শিকারী বিড়াল গোঁফে চেনা যায় – চিহ্নিত পদটি কোন কারক ?
উঃ করণ কারক
১৩. ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে। – চিহ্নিত পদটি কোন ধরনের কর্তা ?
উঃ সাধন কর্তা।
১৪. ‘ঠোঁটের কোণে হাসি’ – ‘ঠোঁটের কোণে’ কী কারক?
উঃ অধিকরণ কারক।
১৫. দুধে দই হয় – চিহ্নিত পদটি কোন প্রকার কারকের উদাহরণ ?
উঃ অপাদান কারক।
১৬. অনুসর্গ কয় প্রকার ?
উঃ অনুসর্গ দুই প্রকার।
১৭. অনুসর্গকে দুই ভাগে ভাগ করা যায় – এই দুটি শ্রেণি কী কী ?
উঃ শব্দজাত অনুসর্গ ও ক্রিয়াজাত অনুসর্গ।
১৮. সমধাতুজ কর্মের অপর নাম কী ?
উঃ ধাত্বর্থক কর্ম।
১৯. ছেলেটি অঙ্কে দুর্বল – ‘অঙ্কে’ কোন্ প্রকার অধিকরণ ?
উঃ বিষয়াধিকরণ।
২০. “সম্প্রদান কারক এক শ্রেণীর গৌণ কর্ম” – বক্তা কে ?
উঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
২১. ‘মায়ে ঝিয়ে’ ঝগড়া করছে…কোন কারক
উঃ ব‍্যাতিহার কর্তৃ।
২২. সে তো অন্নদামঙ্গলে আছে – চিহ্নিত পদটি কোন কারক ?
উঃ অধিকরণ কারক।
২৩. ‘করণ’ শব্দের অর্থ কী ?
উঃ সহায়
২৪. ‘কারক’ শব্দটির অর্থ কী?
উঃ যা ক্রিয়াকে সম্পাদন করে।
২৫. অত্যন্ত ফরসা রং রৌদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। – চিহ্নিত পদটি কোন কারক ?
উঃ করণ কারক।

আরও পড়ুন


২৬. অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কোন কর্তা বলে ?
উঃ নিরপেক্ষ কর্তা।
২৭. বাংলা ভাষায় কারক চিহ্ন হিসেবে কাদের ব্যবহার করা হয় ?
উঃ বাংলা ভাষায় মৌলিক বিভক্তি চিহ্ন, অনুসর্গ এবং নির্দেশককে কারক-চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়।
২৮. কোন বিভক্তির চিহ্ন নেই?
উঃ শূন্য বিভক্তি।
২৯. কুঞ্জে কুঞ্জে গাহে পাখি। ‘কুঞ্জে কুঞ্জে’- কোন কারক ?
উঃ অধিকরণে বিপ্সা
৩০. আমি রাজধর্মে পতিত হব । চিহ্নিত পদটি কোন কারক ?
উঃ অপাদান কারক।
৩১. “সর্ব পাপ হরিল গঙ্গায়”- ‘গঙ্গায়’ কোন্ কারক ?
উঃ কর্তৃকারক।
৩২. অনুক্ত কর্তার অপর নাম কী ?
উঃ সম্বন্ধরূপী কর্তা
৩৩. কারকের অর্থ  প্রকাশক বিভক্তির বিকল্প কী?
উঃ অনুসর্গ।
৩৪. চেহারায় ছোট হলে কি হবে বুদ্ধিটি পাকা – অনুসর্গ কোনটি ?
উঃ হলে।
৩৫. অনুসর্গগুলি কী পদ ?
উঃ অব‍্যয়।
৩৬. রঙীন চশমায় সব রঙীন দেখায় – চিহ্নিত পদটি কোন কারক ?
উঃ করণ কারক।
৩৭. অনুসর্গের অন্য পরিভাষা  কী কী ?
উঃ পরসর্গ, কর্মপ্রবচনীয়।
৩৮. অকারক পদ কত প্রকার ও কী কী ?
উঃ ২ প্রকার – সম্বোধন ও সম্বন্ধ পদ।
৩৯. জাগিছে জননী বিপুল বীরে – চিহ্নিত পদটি কোন কারক ?
উঃ কর্তৃকারক।
৪০. বাংলা  ভাষায় অনুসর্গের পূর্ববর্তী  পদ কখন বিভক্তি  চিহ্ন  হবেই ?
উঃ অনুসর্গের পূর্ববর্তী পদ সর্বনাম পদ হলে।

এরকম আর কোনো প্রয়োজনীয় তথ্য পেতে চাইলে এই পোস্টের কমেন্টে তা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TO GET LATEST UPDATES AND TUTORIALS FOR FREE..

X