FOR MEMBERS

PSC Bengali Mock Test – 8

পশ্চিমবঙ্গ PSC আয়োজিত বাংলা অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস পরীক্ষা 2025 -এর যারা পরীক্ষার্থী হিসেবে এবং যারা আমাদের PSC Class 2025 এর সদস্য সদস্যা, তাদের জন্য নিয়ে আসা হল বিশেষ এই মক টেস্ট – PSC Bengali Mock Test – 8 । আমরা রুটিন অনুসারে আলোচনা শুরু করার অব্যবহিত পূর্বে এই মক টেস্টের মাধ্যমে প্রত্যেকের প্রস্তুতির পরিমাপ করতে চাই। তাই এই মক টেস্টের আয়োজন। আমরা যে নিয়মিত ক্লাসের আয়োজন করেছি তারই একটি অংশ এই মক টেস্ট। আমরা মক টেস্টটি আয়োজন করেছি আমাদের পূর্ব নির্ধারিত রুটিন অনুসারে।

মনে রাখুন,পরীক্ষাটি দেওয়ার জন্য আপনার একটি Password প্রয়োজন হবে যা আমাদের PSC Class 2025 এর সদস্য সদস্যাদের সঙ্গে Share করা হয়েছে।

PSC Bengali Mock Test বিবরণ

আজকের স্পেশ্যাল এই পরীক্ষাটি PSC নির্ধারিত সিলেবাস অনুসারে নির্ধারিত সিলেবাসের বৈষ্ণব পদাবলি অংশ থেকে তৈরি করা হয়েছে। এই মক টেস্ট থেকে পরীক্ষার্থীর প্রস্তুতি সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে। আমরা ক্লাসের সকল সদস্য সদস্যার উত্তরগুলি বিশ্লেষণ করে তাদের প্রস্তুতির উন্নতি বা অবনতি পর্যবেক্ষণ করব। বলাই বাহুল্য, আজকের এই PSC Bengali Mock Test – 8 মক টেস্ট আপনার প্রস্তুতিকে নিখুঁত করার জন্য অনেকখানি সহায়ক হবে।

নির্দেশিকা

>> আপনি যদি আমাদের মক টেস্ট কীভাবে দেবেন বুঝতে না পারেন তাহলে আমাদের নির্দেশিকা অংশটি পড়ুন।
>> ক্লাসরুমে জানানো পাসওয়ার্ডটি দিন এবং ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ENTER NOW বাটনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে।
>> এরপর আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> একটি পেজে আপনি ৫টি প্রশ্ন পাবেন। মোট ৫টি পেজে ২৫টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> অবগতির জন্য জানাই, 80% পেলে আপনি পাশ করতে পারবেন।
>> সঠিক উত্তর জানতে ও প্রশ্নোত্তরের পিডিএফ পেতে সক্রিয় থাকুন আমাদের আমাদের PSC ক্লাসরুমে।

বিষয়

আমাদের আজকের পরীক্ষার বিষয় – PSC নির্ধারিত সিলেবাসের সমগ্র বৈষ্ণব পদাবলী

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায় / NIL SIR

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৩০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


baishnab padabali

PSC Bengali - 8

PSC Class 2025 সদস্যদের জন্য তৈরি একটি মক টেস্ট
PSC Bengali Mock Test - 8
Full Marks - 25
Pass Mark - 20 (80%)

Please Enter the Provided Password

পরীক্ষা দেওয়ার পূর্বে আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন।

1 / 25

Category: সাহিত্যের ইতিহাস

1. 'গোবিন্দদাসের পদাবলী ও তাঁহার যুগ' কার সম্পাদিত গ্রন্থ ?

2 / 25

Category: সাহিত্যের ইতিহাস

2. 'বঁধু তোমার গরবে গরবিনী আমি' - পদটির পর্যায় কী ?

3 / 25

Category: সাহিত্যের ইতিহাস

3. '--------- আদেশে কহে চণ্ডীদাসে।' - শূন্যস্থান পূরণ কর।

4 / 25

Category: সাহিত্যের ইতিহাস

4. বিদ্যাপতির লেখা প্রার্থনা পর্যায়ের পদটি নির্বাচন কর -

5 / 25

Category: সাহিত্যের ইতিহাস

5. 'রামচন্দ্র গোবিন্দ এ দুই সহোদর।
পিতা চিরঞ্জীব মাতামহ দামোদর।।' - ছত্রগুলি কার লেখা ?

6 / 25

Category: সাহিত্যের ইতিহাস

6. '--------- জল করে ঝলমল / তাহে কি পরাণ রয়' - শূন্যস্থান পূরণ কর।

7 / 25

Category: সাহিত্যের ইতিহাস

7. 'পাঁচবাণ অব লাখ বাণ হোউ / মলয় পবন বহু মন্দা' - পদকর্তার নাম কী ?

8 / 25

Category: সাহিত্যের ইতিহাস

8. 'মনের দুখের কথা মনেতে রহিল' - পরের চরণটি নির্বাচন কর।

9 / 25

Category: সাহিত্যের ইতিহাস

9. চণ্ডীদাস সম্পর্কে কে প্রথম বিস্তারিত আলোচনা করেন ?

10 / 25

Category: সাহিত্যের ইতিহাস

10. নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার নাম কী ?

11 / 25

Category: সাহিত্যের ইতিহাস

11. 'কুলিশ শত শত পাত-মোদিত / ময়ূর নাচত মাতিয়া' - 'কুলিশ' শব্দের অর্থ কী ?

12 / 25

Category: সাহিত্যের ইতিহাস

12. মহারাজা ভৈরবসিংহের রাজত্বকালে বিদ্যাপতি কোন্‌ গ্রন্থটি রচনা করেন ?

13 / 25

Category: সাহিত্যের ইতিহাস

13. মহারাজ শিবসিংহ কোন্‌ বছর বিদ্যাপতিকে বিসফি গ্রাম দান করেন ?

14 / 25

Category: সাহিত্যের ইতিহাস

14. 'রচনার লালিত্য, ছন্দের ঝঙ্কার ও অনুপ্রাস শ্লেষাদি নানাবিধ বিচিত্র অলঙ্কার প্রয়োগের নৈপুণ্যে গোবিন্দদাস বিদ্যাপতিকেও পরাস্ত করিয়াছেন।' - গোবিন্দদাস সম্পর্কে এই উক্তি কার ?

15 / 25

Category: সাহিত্যের ইতিহাস

15. জ্ঞানদাস কার শিষ্য ছিলেন ?

16 / 25

Category: সাহিত্যের ইতিহাস

16. 'বিদ্যাপতির কবিত্বশক্তি ঈশ্বরপ্রদত্ত'- কথাগুলি কে বলেছেন ?

17 / 25

Category: সাহিত্যের ইতিহাস

17. 'রাধার কি হইল অন্তরে ব্যথা' শীর্ষক পদটির সঙ্গে কবির কোন্‌ ভণিতাটি প্রযুক্ত হয় ?

18 / 25

Category: সাহিত্যের ইতিহাস

18. কোন্‌ সঙ্কলনে গোবিন্দদাসের পদ প্রথম সঙ্কলিত হয় ?

19 / 25

Category: সাহিত্যের ইতিহাস

19. নিম্নোক্ত কোন্‌ পদের ভনিতায় বিদ্যাপতি নিজেকে 'সুকবি' বলেছেন ?

20 / 25

Category: সাহিত্যের ইতিহাস

20. 'মাধব কি কহব দৈব বিপাক' - পদে কবির ভনিতাটি হল

21 / 25

Category: সাহিত্যের ইতিহাস

21. 'পুছয়ে কানুর কথা ছল ছল আঁখি।
কোথায় দেখিলা শ্যাম কহ দেখি সখি।।" - কোন্‌ পর্যায়ের পদ ?

22 / 25

Category: সাহিত্যের ইতিহাস

22. বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশিত 'চণ্ডীদাস পদাবলী'তে কবির গ্রন্থিত পদের সংখ্যা -

23 / 25

Category: সাহিত্যের ইতিহাস

23. 'গণইতে দোষ গুণ-লেশ না পাওবি / যব তুহু করবি বিচার' - কোন্‌ পর্যায়ের পদ ?

24 / 25

Category: সাহিত্যের ইতিহাস

24. বিদ্যাপতির লেখা 'বিভাগসার' গ্রন্থের শ্লোক সংখ্যা কতগুলি ?

25 / 25

Category: সাহিত্যের ইতিহাস

25. 'রাঢ়দেশে কান্দরা নামেতে গ্রাম হয়।
যথায় মঙ্গল জ্ঞানদাসের আলয়।।' - এমন কথা কোথায় লেখা হয়েছে ?

Your score is

0%

There are no results yet.

2 thoughts on “PSC Bengali Mock Test – 8

    • SLST, PSC সব ধরনের পরীক্ষার মক টেস্ট ব্যবস্থা আছে। মেনু থেকে আপনার পছন্দের মক টেস্ট বেছে নিন।

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TO GET LATEST UPDATES FOR FREE..

X