Tutorials

সৈয়দ মুস্তাফা সিরাজ – প্রশ্নোত্তর

বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা কথাসাহিত্যিক হলেন সৈয়দ মুস্তাফা সিরাজ। তাঁর উপন্যাস, ছোটোগল্প পাঠকের যথার্থ মনোরঞ্জন করে। বাংলার বিশেষত রাঢ় অঞ্চলের কথা তাঁর রচনায় বিশেষ স্থান অধিকার করে আছে। তাঁর সৃষ্ট কর্নেল চরিত্র বাঙালি পাঠকের কাছে অত্যন্ত জনপ্রিয়।

আমরা টিউটোরিয়াল অংশে বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে হাজির হই। এর আগেও নাটক, শিশু মনস্তত্ত্ব, সমাস, কারক নানা বিষয়ে প্রশ্নোত্তর দিয়েছি যাতে আসন্ন মাদ্রসা সার্ভিস কমিশনের পরীক্ষায় বাংলা বিষয়ের পরীক্ষার্থীদের নানা উপকার হয়। আমাদের আজকের বিষয় – সৈয়দ মুস্তাফা সিরাজ – প্রশ্নোত্তর। আমরা লেখক ও তাঁর রচনা সম্ভার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এখানে আলোকপাত করেছি।

সৈয়দ মুস্তাফা সিরাজ – প্রশ্নোত্তর

১. সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম কোন্‌ সময় ?
উঃ ১৯৩০ খ্রিঃ ১৪ অক্টোবর

২. লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ কোথায় জন্মগ্রহণ করেন ?
উঃ খোশবাসপুর, মুর্শিদাবাদ

৩. সৈয়দ মুস্তাফা সিরাজের পিতা ও মাতার নাম কী ?
উঃ পিতার নাম আবদুর রহমান ফিরদৌসী এবং মাতার নাম আনোয়ারা বেগম।

৪. সৈয়দ মুস্তাফা সিরাজ কোন্‌ কলেজ থেকে স্নাতক পাশ করেন ?
উঃ বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে

৫. সৈয়দ মুস্তাফা সিরাজের স্ত্রীর নাম কী ?
উঃ শ্রীমতী হাসনে আরা

৬. লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ আর কোন্‌ নামে পরিচিত ছিলেন ?
উঃ সিরাজ মাস্টার

৭. লেখক তাঁর শৈশবে কোন্‌ রচনাটি লেখেন ?
উঃ ‘খোশবাসপুরের গুপ্তকথা’। এই রচনাটি তিনি মাত্র ৯ বছর বয়সে লেখেন।

৮. সৈয়দ মুস্তাফা সিরাজের ছদ্মনাম কী ?
উঃ ইবলিশ

৯. ইবলিশ ছদ্মনামে লেখক কোন্‌ রচনাটি লিখেছিলেন ?
উঃ ‘কাঁচি’ নামে একটি গল্প

১০. ‘কাঁচি’ গল্পটি কোন্‌ পত্রিকায় প্রকাশিত হয় ?
উঃ বহরমপুর থেকে প্রকাশিত ‘সুপ্রভাত’ পত্রিকায়

১১. সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা প্রথম কবিতার নাম কী ?
উঃ শেষ অভিসার

১২. সৈয়দ মুস্তাফা সিরাজের স্বনামে প্রকাশিত প্রথম গল্পের নাম কী ?
উঃ ভালোবাসা ও ডাউন ট্রেন

১৩. ‘ভালোবাসা ও ডাউন ট্রেন’ গল্পটি কোন্‌ পত্রিকায় কবে প্রকাশিত হয় ?
উঃ দেশ, ১৯৬২ খ্রিঃ

১৪. লেখক কোন্‌ বছর ‘ভাণ্ডার’ পত্রিকায় যোগ দেন ?
উঃ ১৯৬৪ খ্রিঃ

১৫. সৈয়দ মুস্তাফা সিরাজের প্রথম উপন্যাসের নাম কী ?
উঃ নীলঘরের নটী

১৬. ‘নীলঘরের নটী’ উপন্যাসের প্রকাশকাল কোন বছর ?
উঃ ১৯৬৬ খ্রিঃ

১৭. মুর্শিদাবাদের লোকজীবন নিয়ে লেখক কোন উপন্যাসটি লেখেন ?
উঃ তৃণভূমি (১৯৭০)

১৮. সৈয়দ মুস্তাফা সিরাজের কয়েকটি উপন্যাসের নাম বলুন।
উঃ হিজলকন্যা (১৯৬৭), নিষিদ্ধ অরণ্য (১৯৭১), মায়ামৃদঙ্গ (১৯৭২), এক বোন পারুল (১৯৭২), নির্বাসনের দিন (১৯৭২), প্রেম ঘৃণা দাহ (১৯৭৫), পেছনের আততায়ী (১৯৮৩), নদীর মতন (১৯৮৪), রাজপুত্র মন্ত্রীপুত্র (১৯৮৪), রানী ঘাটের বৃত্তান্ত (১৯৮৬), অলীক মানুষ (১৯৮৮), কাগজে রক্তের দাগ (১৯৮৯), জানমারি (১৯৮৯), স্বর্ণচাঁপার উপাখ্যান (১৯৯৫)

১৯. ‘মতিবিবির দরগা’ কোন্‌ ধরনের রচনা ?
উঃ লেখকের গল্পগ্রন্থ

২০. লেখকের আরও কয়েকটি গল্পগ্রন্থের নাম বলুন।
উঃ কলকাতায় কেঁদো (১৯৭২), নন্টুমামার গাড়ি (১৯৭৫), বলে গেছেন রাম শন্না (১৯৮৭), ছবির মানুষ (১৯৮৯)

২১. সৈয়দ মুস্তাফা সিরাজ সৃষ্ট বিখ্যাত চরিত্রটি কী ?
উঃ কর্নেল

২২. সৈয়দ মুস্তাফা সিরাজ তাঁর কোন্‌ গ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পান ?
উঃ অলীক মানুষ

২৩. লেখক কোন্‌ বছর আনন্দ পুরস্কার পান ?
উঃ ১৯৭৯ খ্রিঃ

২৪. ২০১০ সালে সৈয়দ মুস্তাফা সিরাজ কোন্‌ পুরস্কার পান ?
উঃ বিদ্যাসাগর পুরস্কার

২৫. লেখক কোন্‌ বছর ইহলোক ত্যাগ করেন ?
উঃ ২০১২ খ্রিঃ, ৪ সেপ্টেম্বর

তথ্যদানে – নীলরতন চট্টোপাধ্যায়

4 thoughts on “সৈয়দ মুস্তাফা সিরাজ – প্রশ্নোত্তর

  • পিন্টু মিদ্যা

    স্যার পিডিফ টা দেবেন।।

    Reply
    • Soumili Das

      Sir atar jdi pdf dan khub valo hy

      Reply
  • Sumanta Santra

    ধন্যবাদ স্যার 🙏

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SUBSCRIBE NOW


SUBSCRIBE NOW
A NEW YOUTUBE CHANNEL CREATED FOR YOU. VISIT THE LINK AND SUBSCRIBE NOW FOR VARIOUS TOPICS.

SUBSCRIBE PRAYAS

This will close in 15 seconds

TO GET LATEST UPDATES AND TUTORIALS FOR FREE..

X