SLST BENGALI PRACTICE SET
আপনি কি SLST বাংলার পরীক্ষার্থী ? আপনি কি আপনার সাফল্যের জন্য একটি নির্ভেজাল ও সঠিক SLST BENGALI PRACTICE SET -এর সন্ধান করছেন ? তাহলে আপনি সঠিক অপ্সনে এসেছেন। বিস্তারিত জানতে লিংকে ক্লিক করে পুরো পোস্টটি পড়ে ফেলুন আর একটি সঠিক SLST বাংলা প্র্যাকটিস সেট সম্পর্কে অবগত হন।
আমরা SLST Bengali পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে নিয়ে এসেছি SLST বাংলা প্র্যাকটিস সেট 2024 যা পরীক্ষার্থীদের প্রস্তুতি যাচাইয়ে অধিক সক্ষম। আমাদের স্টাডি মেটেরিয়াল ইতিপূর্বে বহু সংখ্যক পরীক্ষার্থীর ভরসা হয়ে উঠেছে। তাদেরই অনুরোধক্রমে আমরা নিয়ে এসেছি এই SLST বাংলা প্র্যাকটিস সেট। যারা ইতিমধ্যে এই প্র্যাকটিস সেট সংগ্রহ করেছেন তাদের নতুন করে বলার কিছু নেই। কিন্তু যারা এই সেট সম্পর্কে জানেন না তাদের জন্য এই পোষ্ট। SLST BENGALI PRACTICE SET সম্পর্কে বিস্তারিত জানতে পুরো পোস্টটি পড়ুন।
SLST BENGALI PRACTICE SET FORMAT
আমাদের SLST বাংলা প্র্যাকটিস সেট সম্পূর্ণ MCQ ধাঁচে তৈরি। আপনি প্রত্যেকটি সেটে ৫০টি করে MCQ পাবেন। মোট সেটের সংখ্যা ৪০টি। অর্থাৎ মোট ২০০০ MCQ দিয়ে সাজানো আমাদের সামগ্রিক প্র্যাকটিস সেট। ৪০টি সেটকে পৃথক ১০ টি সেটের গুচ্ছ দিয়ে মোট ৪ ভাগে ভাগ করা হয়েছে। সবশেষে পাবেন উত্তরমালা। আপনার যথাযথ প্রস্তুতি যাচাইয়ের জন্য আমরা এই প্র্যাকটিস সেটের সঙ্গে OMR Sheet দিচ্ছি যাতে আপনি সময় মেনে সঠিক প্রস্তুতি গ্রহণ করতে পারেন।
FACILITIES
আমাদের SLST BENGALI PRACTICE SET কমিশন প্রদত্ত সম্পূর্ণ সিলেবাসকে অনুসরণ করে তৈরি করা হয়েছে। এই প্র্যাকটিস সেটে আপনি যেমন বাংলা সাহিত্যের ইতিহাস কিংবা ব্যাকরণ থেকে প্রশ্ন পাবেন তেমনি পাবেন পাঠ্যপুস্তক থেকেও। সমস্ত টপিক থেকে প্রশ্ন সাফল (Shuffle) করে দেওয়া হয়েছে। একই প্রশ্নের পুনরাবৃত্তি করে প্রশ্ন সংখ্যা বৃদ্ধি করা হয়নি আমাদের এই প্র্যাকটিস সেটে। SLST বা MSC পরীক্ষায় ঠিক যেমন প্রশ্ন আসে সেভাবেই গভীরতা মেপে প্রতিটি প্রশ্নকে স্থান দেওয়া হয়েছে আমাদের প্র্যাকটিস সেটে। শুধু প্রশ্ন বা তার সেট দিয়েই নয়, আমরা সমস্ত সেটের উত্তর নিয়ে যুক্ত করেছি ‘উত্তরমালা’। আপনি যাতে নিজেই নিজের সঠিক মূল্যায়ন করতে পারেন তাই আমরা এই প্র্যাকটিস সেটের সঙ্গে যুক্ত করেছি Self Evaluation Paper বা OMR Sheet যাতে আপনি সেট ও সময় ধরে নিজের প্রস্তুতি যাচাই করতে পারবেন।
FEEDBACK
যারা আমাদের এই প্র্যাকটিস সেট নিয়েছেন তাদের প্রায় সকলের প্রশংসা পেয়েছে আমাদের SLST BANGLA PRACTICE SET যা আমাদের কাছে সৌভাগ্যের। আমাদের স্টাডি মেটেরিয়াল ও প্র্যাকটিস নিয়েছেন এমন পরীক্ষার্থীদের FEEDBACK দেখতে এখানে ক্লিক করুন।
CONTACT
আপনি যদি আমাদের SLST BENGALI PRACTICE SET সংগ্রহ করতে আগ্রহী হোন তবে নিজের নাম এবং আপনার চাহিদা উল্লেখ করে WhatsApp করুন 7432910410 নাম্বারে। আমরা আপনার সাথে যোগাযোগ করে নেব।