SLST BENGALI FREE MOCK TEST – 6
যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজের প্রস্তুতি পরখ করে দেখার জন্য অনলাইন বা অফলাইন মক টেস্ট খুবই কার্যকর। টার্গেট বাংলার পক্ষ থেকে এ ব্যাপারে নানা সময় নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন সম্প্রতি একটি স্বতন্ত্র ওয়েবসাইটই তৈরি করা হয়েছে কেবল মক টেস্ট গ্রহণের জন্য। SLST Bangla হল সেই ওয়েবসাইট। এখানে আপনি প্রতিটি মক টেস্টে উন্নত মানের প্রশ্ন, বিবিধ বৈশিষ্ট্য পাবেন। আপনি যদি এই ওয়েবসাইটে আজ প্রথম ভিজিট করে থাকেন তাহলে আমাদের পূর্ববর্তী মক টেস্টগুলিও দিতে পারেন এবং নিজের প্রস্তুতি যাচাই করতে পারেন।
SLST Bangla ইতিমধ্যে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণির উপযুক্ত বেশ কয়েকটি মক টেস্ট গ্রহণ করেছে। আমরা MOCK TEST – 5 নিয়েছিলাম নবম দশম শ্রেণির জন্য। আমাদের আজকের পরীক্ষাটিও নবম দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য। SLST বা MSC এর বাংলা বিষয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই পরীক্ষাটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের পরীক্ষার প্রশ্নগুলি নির্দিষ্ট সিলেবাসের পাঠ্যপুস্তক, অনুবাদ-অনুষঙ্গ ও ব্যাকরণের উপর রাখা হয়েছে। মোট প্রদত্ত প্রশ্নের সংখ্যা ২০ টি। প্রতিটি প্রশ্নের মান ১। SLST BENGALI FREE MOCK TEST – 6 দেওয়ার পূর্বে নিয়মগুলি দেখে নেওয়ার অনুরোধ রইল।
SLST BENGALI FREE MOCK TEST – 6 নির্দেশিকা
আমাদের মক টেস্ট দেওয়ার পূর্বে সাধারণ কিছু নিয়ম আপনাকে জেনে রাখতে হবে। এ বিষয়ে আপনি আমাদের নির্দেশিকা পড়ে দেখতে পারেন।
১. প্রথমেই ENTER করুন।
২. টেস্ট শুরুর পূর্বে একটি ফর্ম আসবে যাতে আপনার নাম ও মোবাইল নাম্বার জানতে চাওয়া হবে।
৩. ওই ফর্মে আপনার নাম ও মোবাইল নম্বর লিখুন।
৪. সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি সময় পাবেন ৩০ মিনিট।
৫. পরীক্ষা শেষে আপনার স্কোর দেখুন।
আপনার যদি এই মক টেস্ট ভালো লাগে তবে কমেন্টে অবশ্যই জানান এবং স্যোশাল মাধ্যমে শেয়ার করতে পারেন। প্রশ্ন কাঠামো কিংবা অন্যান্য বিষয়ে আপনার যদি কোনো পরামর্শ থাকে তাহলে এই পোস্টের কমেন্টে তা জানাতে পারেন।
MOCK TEST – 6 বিষয়
আজকের পরীক্ষার বিষয় – নবম-দশম শ্রেণির সিলেবাস অনুসারে পাঠ্যপুস্তক, অনুবাদ-অনুষঙ্গ ও ব্যাকরণ।
প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়
ফুল সেটের পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন
Thanks 🙏
খুব ভালো প্রশ্ন। অনেক ধন্যবাদ 💐