SLST BENGALI FREE MOCK TEST – 5
যে কোনো পরীক্ষায় বসার আগে নিজের প্রস্তুতি লেভেল জেনে নেওয়া আবশ্যক। slstbangla.com আপনাদের সকলের জন্য সেই সুযোগ নিয়ে এসেছে বেশ কিছু দিন। এখানে আপনি আপনার প্রস্তুতি কতখানি হয়েছে সে সম্পর্কে জানতে পারবেন। কোথায় আপনার ঘাটতি রয়েছে তাও বুঝতে পারবেন আমাদের মক টেস্টগুলি দেওয়ার পর। নবম দশম শ্রেণির জন্য নেওয়া আমাদের আগের মক টেস্ট MOCK TEST – 4 -এ অনেকেই অংশ নিয়েছেন এবং নিজেদের প্রস্তুতির সঠিক দিশা পেয়েছেন।
SLST Bangla আয়োজিত আজকের অনলাইন মক টেস্ট তাদের জন্য যারা SLST Exam এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা আজকের টেস্টের প্রশ্নগুলি SLST নির্দিষ্ট সিলেবাসের সাহিত্যের ইতিহাসের উপর রেখেছি। পূর্বের মতো এই পরীক্ষাতেও মোট প্রদত্ত প্রশ্নের সংখ্যা ২০ টি। প্রতিটি প্রশ্নের মান ১। SLST BENGALI FREE MOCK TEST – 5 দেওয়ার পূর্বে নিয়মগুলি দেখে নেওয়ার অনুরোধ রইল।
SLST BENGALI FREE MOCK TEST – 5 নির্দেশিকা
যারা এই ওয়েবসাইটে আজ নতুন ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য আপনারা আমাদের মক টেস্ট দেওয়ার নির্দেশিকাটি পড়ে নিন। এছাড়া নীচের পদ্ধতি অনুসরণ করলেই আপনি খুব সহজেই আমাদের মক টেস্ট দিতে সক্ষম হবেন।
১. প্রথমেই নীচে দেখানো ENTER NOW বাটনে ক্লিক করুন।
২. এরপর নির্দিষ্ট ফর্মে আপনার নাম ও মোবাইল নম্বর লিখুন।
৩. পরীক্ষায় আপনি ২০টি প্রশ্ন পাবেন। প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করুন।
৪. সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি সময় পাবেন ৩০ মিনিট।
৫. আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার ফলাফল জানিয়ে দেবে।
MOCK TEST – 5 বিষয়
আজকের পরীক্ষার বিষয় – নবম-দশম শ্রেণির সিলেবাস অনুসারে সাহিত্যের ইতিহাস।