IX-X

SLST BENGALI FREE MOCK TEST – 27

আজ আমাদের এটি একটি স্পেশ্যাল মক টেস্ট। যারা শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা SLST বাংলা বিষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সিলেবাসের প্রতিটি বিষয়য়ের উপর দক্ষতা রাখা প্রয়োজন এ কথা আমরা বারেবারেই বলে এসেছি। পরীক্ষার্থীরাও তা জানেন। SLST BENGALI FREE MOCK TEST – 27 মক টেস্টের উদ্দেশ্য SLST পরীক্ষার জন্য প্রতিটি পরীক্ষার্থীর প্রস্তুতিকে যাচাই করে নেওয়া। আমরা এই মক টেস্টে বাংলা সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, পাঠ্যপুস্তক সহ বিভিন্ন বিষয় থেকে মোট ৫০ নম্বরের ৫০টি MCQ প্রশ্ন রেখেছি।

আমরা এর আগে দুটি ৯০ নম্বরের পরীক্ষা SLST BENGALI FREE MOCK TEST – 25 ও 26 এই ওয়েবসাইটে গ্রহণ করেছি। আজকের এই স্পেশ্যাল মক টেস্টটি দেওয়ার কিছু নিয়ম আছে যা আপনাদের জেনে নেওয়া আবশ্যক। তাই ভালো করে সমস্তটা পড়ুন।

বিবরণ

আমাদের আজকের SLST BENGALI FREE MOCK TEST – 27 SLST নির্ধারিত নবম দশমের সিলেবাস অনুসারে তৈরি করা হয়েছে। এই মক টেস্ট থেকে আপনি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবেন যা আপনার জ্ঞানকে আরও প্রসারিত করতে সক্ষম হবে। আপনার প্রস্তুতিকে নিখুঁত করার জন্য যেমন নিয়মিত পড়তে হবে তেমনি সেই পড়া কতখানি আয়ত্ত্ব হল তা যাচাই করে দেখতেও হবে। আর সেই কারণেই আপনাকে এই ধরনের মক টেস্ট দিতে হবে।

আজকের মক টেস্টের সঠিক উত্তর ও তার ব্যাখ্যা আমাদের ইউটিউব চ্যানেল প্রয়াস লাইভে রাত্রি ৮-৩০ থেকে জানানো হবে। সকলকে ঐ লাইভে উপস্থিত থাকার অনুরোধ জানাই।

নির্দেশিকা

>> আপনি যদি প্রথম এই ওয়েবসাইট ভিজিট করছেন কিংবা আমাদের মক টেস্ট কীভাবে দেবেন বুঝতে না পারেন তাহলে আমাদের নির্দেশিকা পড়ে জেনে নিন।
>> এরপর ENTER NOW বাটনে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে যাতে আপনার নাম ও মোবাইল নাম্বার লিখতে হবে।
>> আপনি ঐ ফর্মে আপনার সম্পূর্ণ নাম ও সঠিক WhatsApp No লিখুন। এই শর্ত না মানলে স্কোর গণ্য করা হবে না।
>> এরপরেই আপনার সামনে প্রশ্ন আসবে।
>> প্রত্যেক পেজে ১০টি করে মোট ৫টি পেজে ৫০টি প্রশ্ন পাবেন।
>> প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও তার ব্যাখ্যা জানতে আজ রাত্রি ৮-৩০ মিনিটে চোখ রাখুন আমাদের ইউটিউব লাইভে। Click To Register
>> একজন একবারই পরীক্ষা দিতে পারবে।
>> স্বনামে পরীক্ষা দিতে হবে।
>> টপারের জন্য থাকছে বিশেষ পুরস্কার।

বিষয়

আমাদের আজকের পরীক্ষার বিষয় – SLST নির্ধারিত নবম দশমের সিলেবাস (৫০ নম্বর)

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায় / NIL SIR

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৪০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by SLST BANGLA
mock test slst bangla

Mock Test - 27

SLST বাংলা বিষয়ে পরীক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের উদ্দেশ্যে SLST বাংলার উদ্যোগ -
SLST Mock Test
Full Marks - 50

পরীক্ষা দেওয়ার পূর্বে সঠিক ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 50

Category: ব্যাকরণ

1. 'সুকেশ মায়াবিনী সন্ন্যাসী জপমালা হাতে।' - বাক্যে ব্যবহৃত স্ত্রীলিঙ্গের সংখ্যা কয়টি ?

2 / 50

Category: ব্যাকরণ

2. 'অষ্টাধ্যায়ী' গ্রন্থের প্রথম অধ্যায়ের কোন সূত্রে কারকের কথা বলা হয়েছে ?

3 / 50

Category: ব্যাকরণ

3. 'মিষ্টি' শব্দটি কোন প্রকার ধ্বনি পরিবর্তনের একটি উদাহরণ ?

4 / 50

Category: পাঠ্যপুস্তক

4. ‘ঘরে এসেছে লক্ষ্মী’ - এখানে 'লক্ষ্মী' কাকে বোঝানো হয়েছে ?

5 / 50

Category: সাহিত্যের ইতিহাস

5. বড়াই ও রাধার পারস্পরিক সম্পর্ক কী ?

6 / 50

Category: পাঠ্যপুস্তক

6. ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধের শেষ কথাটি কী ?

7 / 50

Category: পাঠ্যপুস্তক

7. মার্টিন লাইনের ছোটো স্টেশনে লেখক কখন নেমেছিলেন ?

8 / 50

Category: পাঠ্যপুস্তক

8. গুটিপোকার রোগ সম্বন্ধে কোন দেশে পুস্তক প্রকাশিত হয়েছে ?

9 / 50

Category: সাহিত্যের ইতিহাস

9. কোন চৈতন্যজীবনীকারের রচনায় কবি কৃত্তিবাসের কথা পাওয়া যায় ?

10 / 50

Category: পাঠ্যপুস্তক

10. অজস্র চুলের চুমা ঝরার প্রসঙ্গে কবি কোন গাছের উল্লেখ করেছেন ?

11 / 50

Category: ব্যাকরণ

11. নভঃ + তল = -------- শূন্যস্থান পূরণ কর।

12 / 50

Category: সাহিত্যের ইতিহাস

12. কোনটি রবীন্দ্রনাথের লেখা একটি রূপক সাঙ্কেতিক নাটক নয় -

13 / 50

Category: ব্যাকরণ

13. কোন বিকল্পটি সঠিক ?

14 / 50

Category: ব্যাকরণ

14. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় কতগুলি যৌগিক স্বরধ্বনির উল্লেখ করেছেন ?

15 / 50

Category: সাহিত্যের ইতিহাস

15. কার নির্দেশে বিদ্যাপতির 'দুর্গাভক্তিতরঙ্গিনী' গ্রন্থটি রচিত হয়েছিল ?

16 / 50

Category: পাঠ্যপুস্তক

16. গগনের বিচিত্র পট দেখে লেখক ব্যবহৃত শব্দগুলির সঠিক ক্রম কোনটি ?

17 / 50

Category: পাঠ্যপুস্তক

17. 'আজ যখন -------- দিগন্তে প্রদোষকাল' - শূন্যস্থান পূরণ কর।

18 / 50

Category: ব্যাকরণ

18. এক কথায় প্রকাশ করুন – ধনুকের অগ্রভাগ

19 / 50

Category: অনুবাদ-অনুষঙ্গ

19. পাবলো নেরুদা কোন বছর সাহিত্যে নোবেল পুরষ্কার পান ?

20 / 50

Category: ব্যাকরণ

20. নির্দেশক সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় ?

21 / 50

Category: ব্যাকরণ

21. রংপুর ও শ্রীহট্ট অঞ্চলে নিম্নোক্ত কোন উপভাষাটি প্রচলিত ?

22 / 50

Category: পাঠ্যপুস্তক

22. প্রভাবতীর বয়স কত ছিল ?

23 / 50

Category: পাঠ্যপুস্তক

23. কোথায় মোচার মতো পটল জন্মায় ?

24 / 50

Category: পাঠ্যপুস্তক

24. হাপুর চোখ সম্পর্কে যে বিশেষণ প্রয়োগ করা হয়েছে -

25 / 50

Category: সাহিত্যের ইতিহাস

25. 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের কৃষ্ণকান্তের পদবী ছিল -

26 / 50

Category: সাহিত্যের ইতিহাস

26. সাহিত্য তত্ত্ব নিয়ে রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধের নাম কী?

27 / 50

Category: ব্যাকরণ

27. একটি অল্পপ্রাণ ব্যঞ্জন হল -

28 / 50

Category: ব্যাকরণ

28. 'কবি জীবনানন্দ দাশ বনলতা সেন লিখেছিলেন।' - ক্রিয়ার কাল নির্দেশ করুন।

29 / 50

Category: পাঠ্যপুস্তক

29. দুটি তীরের দুটি গ্রামের মধ্যে কী আছে ?

30 / 50

Category: ব্যাকরণ

30. 'অধিকাংশ লোকে বেদের অর্থ বোঝে না' - সদর্থক বাক্যে রূপান্তরিত করুন।

31 / 50

Category: ব্যাকরণ

31. মাটিতে সকলেই বসবে - বাক্যটিকে ভাববাচ্যে পরিবর্তন করুন।

32 / 50

Category: সাহিত্যের ইতিহাস

32. বিজয়গুপ্তের 'পদ্মাপুরাণ' কার দ্বারা প্রকাশিত হয়েছিল ?

33 / 50

Category: সাহিত্যের ইতিহাস

33. নিম্নোক্ত কোনটি চর্যায় ব্যবহৃত একটি অনুসর্গের উদাহরণ নয় ?

34 / 50

Category: অনুবাদ-অনুষঙ্গ

34. 'মৃচ্ছকটিক' নাটকের কোন অংশে শুদ্রকের আত্মপরিচয় পাওয়া যায় ?

35 / 50

Category: পাঠ্যপুস্তক

35. কোনির দাদা একসময় কোন ক্লাবের সাঁতারু ছিল ?

36 / 50

Category: অনুবাদ-অনুষঙ্গ

36. উর্দুতে লেখা ইকবালের প্রথম কবিতা সঙ্কলনের নাম কী ?

37 / 50

Category: পাঠ্যপুস্তক

37. 'খুলে দাও মুখ, রৌদ্রে জ্বলুক ------' - শূন্যস্থান পূরণ করুন।

38 / 50

Category: পাঠ্যপুস্তক

38. হিটলারের পরেই যার স্থান বলে উল্লেখ করা হয়েছে –

39 / 50

Category: ব্যাকরণ

39. সকল অংশের বা স্থানের কথা বোঝায় কোন প্রকার স্থানাধিকরণে ?

40 / 50

Category: পাঠ্যপুস্তক

40. জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠা পৌত্রীর নাম কী ?

41 / 50

Category: ব্যাকরণ

41. 'নিরেট মূর্খ' অর্থটি প্রকাশ করতে নীচের কোন বাগধারার প্রয়োগ করা হয় ?

42 / 50

Category: সাহিত্যের ইতিহাস

42. আলাওলের নামে প্রচলিত আরো কিছু গ্রন্থের প্রথম উল্লেখ কে করেন ?

43 / 50

Category: সাহিত্যের ইতিহাস

43. ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে মোট কতগুলি পঙক্তি আছে ?

44 / 50

Category: সাহিত্যের ইতিহাস

44. 'অনেক সময়েই তাঁহাকে মূর্তিমান হাস্যরস বলিয়া মনে হইত' বঙ্কিমচন্দ্র যাকে উদ্দেশ্য করে বলেছেন -

45 / 50

Category: ব্যাকরণ

45. 'শৈব' শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন।

46 / 50

Category: সাহিত্যের ইতিহাস

46. কবি যতীন্দ্রনাথ 'ঘুমিওপ্যাথী' আবিষ্কার করেছিলেন যে কাব্যে -

47 / 50

Category: ব্যাকরণ

47. উপমিত কর্মধারয় সমাসের ব্যাসবাক্যের ক্রমটি কীরূপ ?

48 / 50

Category: ব্যাকরণ

48. 'সতীন্দ্র' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী হবে ?

49 / 50

Category: ব্যাকরণ

49. বিশেষ্যের ধর্ম বোঝায় কোন শ্রেণির নামপদ ?

50 / 50

Category: ব্যাকরণ

50. 'খাঁ-সাহেব' শব্দটিতে কোন কোন পদের সমাস হয়েছে ?

Your score is

0%

Exit

One thought on “SLST BENGALI FREE MOCK TEST – 27

  • SARFARAJ SHEK

    Thank you so much sir

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TO GET LATEST UPDATES FOR FREE..

X