SLST BENGALI FREE MOCK TEST – 27
আজ আমাদের এটি একটি স্পেশ্যাল মক টেস্ট। যারা শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা SLST বাংলা বিষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সিলেবাসের প্রতিটি বিষয়য়ের উপর দক্ষতা রাখা প্রয়োজন এ কথা আমরা বারেবারেই বলে এসেছি। পরীক্ষার্থীরাও তা জানেন। SLST BENGALI FREE MOCK TEST – 27 মক টেস্টের উদ্দেশ্য SLST পরীক্ষার জন্য প্রতিটি পরীক্ষার্থীর প্রস্তুতিকে যাচাই করে নেওয়া। আমরা এই মক টেস্টে বাংলা সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, পাঠ্যপুস্তক সহ বিভিন্ন বিষয় থেকে মোট ৫০ নম্বরের ৫০টি MCQ প্রশ্ন রেখেছি।
আমরা এর আগে দুটি ৯০ নম্বরের পরীক্ষা SLST BENGALI FREE MOCK TEST – 25 ও 26 এই ওয়েবসাইটে গ্রহণ করেছি। আজকের এই স্পেশ্যাল মক টেস্টটি দেওয়ার কিছু নিয়ম আছে যা আপনাদের জেনে নেওয়া আবশ্যক। তাই ভালো করে সমস্তটা পড়ুন।
বিবরণ
আমাদের আজকের SLST BENGALI FREE MOCK TEST – 27 SLST নির্ধারিত নবম দশমের সিলেবাস অনুসারে তৈরি করা হয়েছে। এই মক টেস্ট থেকে আপনি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবেন যা আপনার জ্ঞানকে আরও প্রসারিত করতে সক্ষম হবে। আপনার প্রস্তুতিকে নিখুঁত করার জন্য যেমন নিয়মিত পড়তে হবে তেমনি সেই পড়া কতখানি আয়ত্ত্ব হল তা যাচাই করে দেখতেও হবে। আর সেই কারণেই আপনাকে এই ধরনের মক টেস্ট দিতে হবে।
আজকের মক টেস্টের সঠিক উত্তর ও তার ব্যাখ্যা আমাদের ইউটিউব চ্যানেল প্রয়াস লাইভে রাত্রি ৮-৩০ থেকে জানানো হবে। সকলকে ঐ লাইভে উপস্থিত থাকার অনুরোধ জানাই।
নির্দেশিকা
>> আপনি যদি প্রথম এই ওয়েবসাইট ভিজিট করছেন কিংবা আমাদের মক টেস্ট কীভাবে দেবেন বুঝতে না পারেন তাহলে আমাদের নির্দেশিকা পড়ে জেনে নিন।
>> এরপর ENTER NOW বাটনে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে যাতে আপনার নাম ও মোবাইল নাম্বার লিখতে হবে।
>> আপনি ঐ ফর্মে আপনার সম্পূর্ণ নাম ও সঠিক WhatsApp No লিখুন। এই শর্ত না মানলে স্কোর গণ্য করা হবে না।
>> এরপরেই আপনার সামনে প্রশ্ন আসবে।
>> প্রত্যেক পেজে ১০টি করে মোট ৫টি পেজে ৫০টি প্রশ্ন পাবেন।
>> প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও তার ব্যাখ্যা জানতে আজ রাত্রি ৮-৩০ মিনিটে চোখ রাখুন আমাদের ইউটিউব লাইভে। Click To Register
>> একজন একবারই পরীক্ষা দিতে পারবে।
>> স্বনামে পরীক্ষা দিতে হবে।
>> টপারের জন্য থাকছে বিশেষ পুরস্কার।
বিষয়
আমাদের আজকের পরীক্ষার বিষয় – SLST নির্ধারিত নবম দশমের সিলেবাস (৫০ নম্বর)
প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায় / NIL SIR
VIEW YOUR RESULT after 8 PM
Thank you so much sir