FOR ALL

PSC Bengali Mock Test – 23

পিএসসি বাংলা অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস -এর যারা পরীক্ষার্থী তাদের জন্য আমরা নিয়ে এলাম ১০০ নম্বরের স্পেশ্যাল একটি সম্পূর্ণ মক টেস্ট। বলাই বাহুল্য এই মক টেস্ট সকল পরীক্ষার্থীর প্রস্তুতি সম্পর্কে বুঝতে সাহায্য করবে। যারা প্রথম এই পরীক্ষা দেবেন তাদের প্রশ্ন সম্পর্কে একটি ধারণা তৈরি করতে সক্ষম আজকের PSC Bengali Mock Test – 23 যার বিষয় পিএসসি নির্ধারিত সম্পূর্ণ সিলেবাস।

আমাদের রেজিস্টার্ড সদস্যদের জন্য আমরা এর আগে সিলেবাস অনুসারে মধ্যযুগ, ফোর্ট উইলিয়ম কলেজ, বিদ্যাসাগর সহ বিভিন্ন অংশ থেকে মক টেস্ট গ্রহণ করেছি। এছাড়া নেওয়া হয়েছে বিভিন্ন বিষয়ে একাধিক রিভিসন মক টেস্ট। প্রতিটি পরীক্ষার্থীর প্রস্তুতি কেমন চলছে, তারা নিজেদের পাঠ/তথ্য কতখানি স্মরণে রাখতে পারছেন তা যাচাই করে দেখার জন্য আমরা বিভিন্ন মক টেস্টের আয়োজন করে আসছি। আজকের মক টেস্টটি সকলের উদ্দেশ্যে তৈরি সেরকম একটি প্রয়াস

PSC Bengali Mock Test বিবরণ

আজকের মক টেস্ট সর্বসাধারণের জন্য তৈরি করা হয়েছে। পিএসসি বাংলার সিলেবাস ভিত্তিক সমগ্র বিষয়ের উপর এই মক টেস্ট প্রশ্ন দেওয়া হয়েছে। এই PSC Bengali Mock Test – 23 মক টেস্টে যেমন বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন আছে তেমনি আছে পাঠ্যপুস্তক ও ব্যাকরণের প্রশ্নও। সকলেই অবগত, যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য রীতিমতো প্রস্তুতি প্রয়োজন। কিন্তু সঠিকভাবে পড়াশোনার পাশাপাশি সেই পড়া কতখানি আয়ত্ত্ব হল তা যাচাই করে নেওয়াও প্রয়োজন। আমাদের এই অনলাইন মক টেস্টগুলি সেই উদ্দেশ্যেই তৈরি। আমরা রুটিন অনুসারে বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা নিয়ে চলেছি। আমাদের আজকের পরীক্ষার বিষয় সমগ্র সিলেবাস।

পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস -এর পরীক্ষায় সফল হতে আপনাকে প্রতিটি বিষয় খুঁটিয়ে পড়তে হবে। বিষয়ের গভীরে প্রবেশ করে তথ্য চয়ন করতে হবে। ব্যাকরণ ব্যাপকভাবে অনুশীলন করতেই হবে। সেই সঙ্গে অনলাইন বা অফলাইন মক টেস্টে অংশগ্রহণ করে নিজের প্রস্তুতির মান বুঝে নিতে হবে। আমাদের এই ওয়েবসাইটে পিএসসি বাংলার জন্য প্রচুর মক টেস্ট সেট রয়েছে। সেগুলি অনুশীলন করার পরামর্শ থাকল।

নির্দেশিকা

>> লিংকটি ওপেন করুন।
>> ENTER NOW বাটনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে।
>> এরপর আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন। ইমেলে প্রশ্ন পেতে চাইলে আপনার ইমেল ঠিকানা লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> একটি পেজে আপনি 10টি প্রশ্ন পাবেন। মোট 10টি পেজে 100টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> অবগতির জন্য জানাই, 80% পেলে আপনি পাশ করতে পারবেন।
>> আপনার ইমেল চেক করুন। প্রশ্ন ও রেজাল্ট পেয়ে যাবেন।

বিষয়

আমাদের আজকের পরীক্ষার বিষয় – PSC নির্ধারিত সমগ্র সিলেবাস।

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায় / NIL SIR

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ১ ঘণ্টা সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


পিএসসি বাংলা সম্পূর্ণ মক টেস্ট

PSC Bengali - 23

PSC বাংলা পরীক্ষার্থীদের জন্য তৈরি একটি মক টেস্ট
PSC Bengali Mock Test - 23
Full Marks - 100
Pass Mark - 80 (80%)

পরীক্ষা দেওয়ার পূর্বে আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 100

Category: সাহিত্যের ইতিহাস

1. পুনর্বিবাহের পূর্বে কর্ণসেন কোথাকার সামন্ত রাজা ছিলেন?

2 / 100

Category: ব্যাকরণ

2. সন্ধিবিচ্ছেদ কর -- 'স্বচ্ছ'

3 / 100

Category: ব্যাকরণ

3. কোনটি একটি ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ ?

4 / 100

Category: সাহিত্যের ইতিহাস

4. ২৪ পালায় সম্পূর্ণ রূপরামের ধর্মমঙ্গল কাব্যের প্রকাশক কে ?

5 / 100

Category: পাঠ্যপুস্তক

5. গিরিবালা কোন বই হাতে নিয়ে গুরুগৃহে আসত ?

6 / 100

Category: পাঠ্যপুস্তক

6. 'বঙ্কিম-প্রতিভা' প্রবন্ধটি ১৩৩৯ বঙ্গাব্দের কোন মাসে পঠিত হয় ?

7 / 100

Category: ব্যাকরণ

7. ভুল বানানটি নির্বাচন কর।

8 / 100

Category: সাহিত্যের ইতিহাস

8. বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশিত 'চণ্ডীদাস পদাবলী'তে কবির গ্রন্থিত পদের সংখ্যা -

9 / 100

Category: ব্যাকরণ

9. 'তথাপি' শব্দে মিলিত হওয়া শেষ বর্ণটি কী ?

10 / 100

Category: ব্যাকরণ

10. প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন - পাপিষ্ঠ

11 / 100

Category: সাহিত্যের ইতিহাস

11. গিরিশচন্দ্র অভিনীত শেষ নাটক কোন্‌টি ?

12 / 100

Category: সাহিত্যের ইতিহাস

12. বিদ্যাসাগর সম্পর্কে নীচের কয়টি তথ্য সঠিক ?
১. ১৮৫৯ খ্রিষ্টাব্দে তমলুকে ইংরেজি-বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন।
২. ১৮৭০ খ্রিষ্টাব্দে পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে কৃষ্ণনগর নিবাসী বিধবা হরসুন্দরীর বিবাহ দেন।
৩. পদব্রজে প্রথম কলকাতায় আসেন ১৮২৮ খ্রিষ্টাব্দে।

13 / 100

Category: ব্যাকরণ

13. 'সমাস' শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করুন।

14 / 100

Category: পাঠ্যপুস্তক

14. 'টিচার' গল্পটি মূল গল্পগ্রন্থের কততম গল্প ?

15 / 100

Category: সাহিত্যের ইতিহাস

15. প্রকাশকাল অনুসারে সাজাও -
(i) জামাইবারিক
(ii) লীলাবতী
(iii) সধবার একাদশী
(iv) নবীন তপস্বিনী

16 / 100

Category: সাহিত্যের ইতিহাস

16. 'গজ বসু ঋতু চন্দ্র শাকে গ্রন্থ হয়' - শ্লোক অনুসারে কাব্য রচনাকাল নির্ণয় কর।

17 / 100

Category: সাহিত্যের ইতিহাস

17. প্রমথ চৌধুরীর 'পদচারণ' গ্রন্থটির নামকরণ কে করেন ?

18 / 100

Category: ব্যাকরণ

18. এককথায় প্রকাশ করুন - অঙ্গের অঙ্গ

19 / 100

Category: ব্যাকরণ

19. 'অগ্রগণ্য' - শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম বেছে নাও।

20 / 100

Category: ব্যাকরণ

20. পদান্তর করুন - 'মধুর'।

21 / 100

Category: সাহিত্যের ইতিহাস

21. 'বেদান্তচন্দ্রিকা' গ্রন্থটি কাকে প্রতিবাদ করে লেখা হয় ?

22 / 100

Category: ব্যাকরণ

22. প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন - 'ঘাতক'

23 / 100

Category: ব্যাকরণ

23. ব্যাসবাক্য নির্ণয় করুন - 'নজরবন্দী'।

24 / 100

Category: সাহিত্যের ইতিহাস

24. 'বিদ্যাপতি চণ্ডীদাস শ্রীগীতগোবিন্দ।
ভাবানুরূপ শ্লোক পড়ে যায় রামানন্দ।।' - ছত্র দুটি কৃষ্ণদাস কবিরাজ তাঁর গ্রন্থের কোন্‌ অংশে লিখেছেন ?

25 / 100

Category: সাহিত্যের ইতিহাস

25. কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে কতগুলি পদে 'ক্ষেমানন্দ' ভণিতা পাওয়া যায়?

26 / 100

Category: পাঠ্যপুস্তক

26. 'অপর্ণা হাসির রূপান্তরিত সংস্করণ' - একথা বলেছেন -

27 / 100

Category: পাঠ্যপুস্তক

27. ভুবন সরকার হাঁড়ি হাতে করে কোন গাছের পাশে দাঁড়িয়েছিল ?

28 / 100

Category: পাঠ্যপুস্তক

28. 'সচকিতে ------- দেখিলা সম্মুখে' - শূন্যস্থান পূরণ কর।

29 / 100

Category: ব্যাকরণ

29. 'শৈব' শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন।

30 / 100

Category: সাহিত্যের ইতিহাস

30. 'পুছয়ে কানুর কথা ছল ছল আঁখি।
কোথায় দেখিলা শ্যাম কহ দেখি সখি।।" - কোন্‌ পর্যায়ের পদ ?

31 / 100

Category: ব্যাকরণ

31. 'উড্ডীন' শব্দে কোন্ দুটি বর্ণের মিলন হয়েছে ?

32 / 100

Category: ব্যাকরণ

32. 'অষ্টাধ্যায়ী' গ্রন্থের প্রথম অধ্যায়ের কোন সূত্রে কারকের কথা বলা হয়েছে ?

33 / 100

Category: সাহিত্যের ইতিহাস

33. বিদ্যাসাগর কর্তৃক 'সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব' কোথায় পঠিত হয়েছিল ?

34 / 100

Category: সাহিত্যের ইতিহাস

34. সর্বশীর পরিচয় কোন্‌টি ?

35 / 100

Category: পাঠ্যপুস্তক

35. 'বিশ্বব্রহ্মান্ডে সবকিছু জোড়ায় জোড়ায় আছে।' - বক্তা কে ?

36 / 100

Category: পাঠ্যপুস্তক

36. 'কাঠফাটা রোদ ------ চামড়া' - শূন্যস্থান পূরণ কর।

37 / 100

Category: সাহিত্যের ইতিহাস

37. কবি রূপরাম চক্রবর্তী কার টোলে পড়তে যেতেন ?

38 / 100

Category: পাঠ্যপুস্তক

38. 'কই আজ আমাকে জাম দিলে না' - বক্তা কে ?

39 / 100

Category: ব্যাকরণ

39. গেঁয়ো যোগী ভিখ পায়না - প্রবাদটির অর্থ লিখুন।

40 / 100

Category: পাঠ্যপুস্তক

40. কবির কথায় নিঃসঙ্গতার স্বাদ কেমন ?

41 / 100

Category: ব্যাকরণ

41. সিন্ধুপারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল - কারক নির্ণয় কর।

42 / 100

Category: ব্যাকরণ

42. পদ পরিবর্তনে কোন্‌ বিকল্পটি সঠিক নয় ?

43 / 100

Category: ব্যাকরণ

43. ব্যাসবাক্য নির্ণয় কর - ছিন্নশাখা

44 / 100

Category: সাহিত্যের ইতিহাস

44. ময়ূরভট্টের কাব্য কোথা থেকে প্রকাশিত হয় ?

45 / 100

Category: সাহিত্যের ইতিহাস

45. 'প্রবোধচন্দ্রিকা' গ্রন্থের ভূমিকা লেখেন কে ?

46 / 100

Category: পাঠ্যপুস্তক

46. 'আমি প্রকৃতির মতো অকৃত্রিম হব, ভালো হব' - এমন কথা কে বলেছিলেন ?

47 / 100

Category: ব্যাকরণ

47. 'কুড়ুল' শব্দে কোন প্রকার ধ্বনি পরিবর্তন হয়েছে ?

48 / 100

Category: সাহিত্যের ইতিহাস

48. 'মনসার সম্পূর্ণ কাহিনী একমাত্র বিপ্রদাসের কাব্যেই লভ্য।' - এমন মন্তব্য কে করেছেন?

49 / 100

Category: ব্যাকরণ

49. 'আষাঢ়ে গল্প' বাগধারাটির অর্থ কী ?

50 / 100

Category: সাহিত্যের ইতিহাস

50. 'রাঢ়দেশে কান্দরা নামেতে গ্রাম হয়।
যথায় মঙ্গল জ্ঞানদাসের আলয়।।' - এমন কথা কোথায় লেখা হয়েছে ?

51 / 100

Category: সাহিত্যের ইতিহাস

51. চাঁদ সদাগরের পুত্র সংখ্যা হল -

52 / 100

Category: সাহিত্যের ইতিহাস

52. দ্বিজ বংশীদাস তাঁর কাব্যে কোন্‌ ভণিতাটি ব্যবহার করেন নি?

53 / 100

Category: ব্যাকরণ

53. 'নিঃ' যুক্ত হয়ে সন্ধিজাত শব্দ কোন্‌টি ?

54 / 100

Category: পাঠ্যপুস্তক

54. রাজমাতা হাইস্কুলের সেক্রেটারী কে ?

55 / 100

Category: ব্যাকরণ

55. এক কথায় প্রকাশ করুন – ধনুকের অগ্রভাগ

56 / 100

Category: সাহিত্যের ইতিহাস

56. মহারাজ শিবসিংহ কোন্‌ বছর বিদ্যাপতিকে বিসফি গ্রাম দান করেন ?

57 / 100

Category: পাঠ্যপুস্তক

57. 'পদাতিক' কাব্যের কবিতাগুলি কোন সময়কালের মধ্যে লেখা ?

58 / 100

Category: ব্যাকরণ

58. প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন - উপকরণ

59 / 100

Category: সাহিত্যের ইতিহাস

59. বর্ধমানরাজ তেজচন্দ্রের সময়কালে কে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন?

60 / 100

Category: সাহিত্যের ইতিহাস

60. কোন্‌ বছর 'জগজ্জীবন ঘোষালের মনসামঙ্গল' প্রকাশিত হয়?

61 / 100

Category: ব্যাকরণ

61. কোন প্রকার বহুব্রীহি সমাসে বিশেষ্যের দ্বিত্ব ঘটে ?

62 / 100

Category: ব্যাকরণ

62. সীমন্‌ + অন্ত = ?

63 / 100

Category: পাঠ্যপুস্তক

63. 'মোসলেম ভারত' পত্রিকায় 'বিদ্রোহী' কবিতার সঙ্গে কবির আর কোন কবিতা প্রকাশ পায় ?

64 / 100

Category: পাঠ্যপুস্তক

64. 'এত রক্ত কেন, কে বলিয়া দিবে মোরে' - কার এই জিজ্ঞাসা ?

65 / 100

Category: ব্যাকরণ

65. লিঙ্গ পরিবর্তন করুন - 'সাপ্তাহিক'।

66 / 100

Category: সাহিত্যের ইতিহাস

66. '--------- জল করে ঝলমল / তাহে কি পরাণ রয়' - শূন্যস্থান পূরণ কর।

67 / 100

Category: সাহিত্যের ইতিহাস

67. 'নীলদর্পণ' নাটকটির ইংরেজি অনুবাদের নাম কী ?

68 / 100

Category: পাঠ্যপুস্তক

68. 'আমি তবু গাই' - কবি কী গান ?

69 / 100

Category: ব্যাকরণ

69. সন্ধিবিচ্ছেদ করুন - প্রচ্ছন্ন

70 / 100

Category: ব্যাকরণ

70. বাগধারা প্রকাশ করে -

71 / 100

Category: পাঠ্যপুস্তক

71. 'নরক গুলজার' নাটকের অভিনয়ে ফুল্লরা চরিত্রে অভিনয় করেছিলেন কে ?

72 / 100

Category: পাঠ্যপুস্তক

72. 'রোম্যান্টিক' কবিতাটিতে মোট কতগুলি স্তবক আছে ?

73 / 100

Category: পাঠ্যপুস্তক

73. ছক্করবাজি নাচের ওস্তাদ কে -

74 / 100

Category: পাঠ্যপুস্তক

74. সত্যচরণকে ধাতুরিয়া কোন শহর নিয়ে যাবার প্রার্থনা করেছিল -

75 / 100

Category: সাহিত্যের ইতিহাস

75. 'সজনি, জানলুঁ বিহি মোহে বাম' - কার লেখা পদের অংশ ছত্র ?

76 / 100

Category: ব্যাকরণ

76. কারক নির্ণয় করুন -- অন্যরা প্রায় সবাই লিখছেন কলমে

77 / 100

Category: ব্যাকরণ

77. রাজহংসের ডাককে এককথায় বলে -

78 / 100

Category: পাঠ্যপুস্তক

78. 'নরক গুলজার' নাটকের কোন অঙ্কের কোন দৃশ্যে দেবতাদের 'ফুড পয়জনিং' -এর ঘটনা ঘটেছে ?

79 / 100

Category: পাঠ্যপুস্তক

79. রাবণকে 'দুষ্ট লঙ্কাপতি' কে বলেছেন ?

80 / 100

Category: সাহিত্যের ইতিহাস

80. ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠার দিনটি হল -

81 / 100

Category: পাঠ্যপুস্তক

81. কবিতার সঠিক চরণটি বেছে নাও -

82 / 100

Category: সাহিত্যের ইতিহাস

82. কার কাব্যরচনাকাল-জ্ঞাপক শ্লোক - 'অম্বুজের পৃষ্ঠে রস ঋতু রিপু দান' ?

83 / 100

Category: সাহিত্যের ইতিহাস

83. 'বিদ্যাপতি চাতূর্যের কবি।' - মন্তব্যটি কার ?

84 / 100

Category: সাহিত্যের ইতিহাস

84. নামহি অক্রুর ক্রুর নাহি যা সম - পদটিতে পদকর্তা কোন্‌ ভণিতা ব্যবহার করেছেন?

85 / 100

Category: সাহিত্যের ইতিহাস

85. কার লেখা - 'জ্ঞানোদয়' ?

86 / 100

Category: সাহিত্যের ইতিহাস

86. 'বিজয়গুপ্তের পদ্মাপুরাণ বঙ্গদেশের সামাজিক, রাজনৈতিক এবং ধর্ম্ম-তথ্যের খনি।' - কথাটি কে বলেছেন?

87 / 100

Category: পাঠ্যপুস্তক

87. রাজু পাঁড়ের দেখা একমাত্র শহর কোনটি -

88 / 100

Category: সাহিত্যের ইতিহাস

88. 'প্রভাবতী সম্ভাষণ' কোন্‌ বছর পত্রিকায় প্রকাশ পায় ?

89 / 100

Category: পাঠ্যপুস্তক

89. 'মেঘনাদবধ কাব্যে'র প্রথম সংস্করণে প্রথম খন্ডের প্রকাশ হয় কোন দিনটিতে ?

90 / 100

Category: পাঠ্যপুস্তক

90. 'তুরীয়ানন্দে' ছুটে চলার বিষয়ে কবি 'উন্মাদ' শব্দের প্রয়োগ করেছেন -

91 / 100

Category: সাহিত্যের ইতিহাস

91. 'প্রেমক লাগি উপেখবি  --------- ' - শূন্যস্থানে সঠিক বিকল্প বেছে নাও।

92 / 100

Category: সাহিত্যের ইতিহাস

92. 'জামাই বারিক' প্রহসনে মূল কয়টি নারী চরিত্র পাওয়া যায় ?

93 / 100

Category: ব্যাকরণ

93. নীচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ ?

94 / 100

Category: পাঠ্যপুস্তক

94. নেংটি কোন ক্লাবের সদস্য ?

95 / 100

Category: ব্যাকরণ

95. ব্যাসবাক্য নির্ণয় করুন - খড়কুটো

96 / 100

Category: ব্যাকরণ

96. শুদ্ধ বানান কোনটি ?

97 / 100

Category: সাহিত্যের ইতিহাস

97. 'পক্ষ পক্ষ রস মহী শক সম্বৎসর' = কত শকাব্দ ?

98 / 100

Category: ব্যাকরণ

98. সন্ধিবিচ্ছেদ করুন - ভূয়োদর্শী

99 / 100

Category: পাঠ্যপুস্তক

99. 'আরণ্যক' উপন্যাসে কাকে 'খাঁটি ভবঘুরে' বলা হয়েছে -

100 / 100

Category: সাহিত্যের ইতিহাস

100. কার কাব্য ‘অষ্টমঙ্গলার চতুষ্প্রহরী পাঞ্চালী’ নামে পরিচিত ?

Your score is

0%

There are no results yet.