SLST BENGALI FREE MOCK TEST – 13
মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রস্তুতিকে মাথায় রেখে SLSTBANGLA.COM থেকে নিয়ে আসা হল আরও একটি মক টেস্ট SLST BENGALI FREE MOCK TEST – 13 । এই মক টেস্ট দেওয়ার জন্য একটি PASSCODE আপনার প্রয়োজন হবে। ঐ কোডটি পেতে পুরো পোস্টটি পড়ুন।
বিবরণ
যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের শিক্ষক/শিক্ষিকা পদের জন্য পরীক্ষা দেবেন তাদের প্রস্তুতি যাচাইয়ে আজকের এই SLST BENGALI FREE MOCK TEST – 13 উপযুক্ত হবে। উক্ত পরীক্ষার দিন হয়তো খুব তাড়াতাড়িই ঘোষিত হবে। তাই যুদ্ধের জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখাই শ্রেয়। প্রস্তুতি নিলেই হবে না, প্রয়োজন সেই প্রস্তুতির পরখ করে দেখা। বিভিন্ন উপায়ে আপনি নিজের প্রস্তুতি যাচাই করতে পারেন – অফলাইন অথবা অনলাইন।
অনলাইনে প্রস্তুতি যাচাইয়ে আমাদের তিনটি প্রয়াস চালু আছে। এই ওয়েবসাইট ছাড়া, MY EXAM CARE ওয়েবসাইট এবং MGUIDE APP রয়েছে যেখানে আমরা SLST, MSC পরীক্ষার্থীদের প্রস্তুতি পরখ করার সুযোগ দিয়ে থাকি। SLSTBANGLA.COM আপনাদের প্রস্তুতিকে অত্যাধুনিক পদ্ধতিতে যাচাই করতে সক্ষম।
আমরা এর আগে MOCK TEST – 12 গ্রহণ করেছি এবং তাতে প্রায় এক হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। নিজেদের স্বার্থেই আপনারা পূর্বের মতো এই মক টেস্টেও অংশ নেবেন এমনটাই আশা করি। নবম দশম শ্রেণির জন্য প্রস্তুত এই মক টেস্টের প্রশ্নগুলি নির্বাচন করেছি সমগ্র সিলেবাসের ভিত্তিতে। ৫০টি প্রশ্ন দিয়ে সাজানো আমাদের আজকের টেস্ট। আজকের মক টেস্ট দেওয়ার জন্য MT13 পাসকোডটি ব্যবহার করুন। যারা পরীক্ষা দেবেন তারা এই পোস্টের কমেন্টে মতামত জানাবেন। আপনার স্কোর কত হল তাও জানান কমেন্ট বক্সে।
নির্দেশিকা
আপনি কি এই ওয়েবসাইটে নতুন ? আমাদের মক টেস্ট কীভাবে দেবেন জানা নেই ? তাহলে আমাদের নির্দেশিকা পড়ে জেনে নিন। এরপর ENTER NOW বাটনে ক্লিক করুন। একটি পেজ ওপেন হবে যাতে আপনার নাম ও মোবাইল নাম্বার লিখতে হবে। এরপরেই আপনার সামনে প্রশ্ন আসবে। একটি পেজে ১০টি করে প্রশ্ন পাবেন। এভাবে মোট ৫টি পেজে ৫০টি প্রশ্ন পাওয়া যাবে। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার রেজাল্ট জানিয়ে দেবে।
আপনি যদি আমাদের পরীক্ষাটি পছন্দ করেন তাহলে তা ফেসবুক, হোয়াটস্অ্যাপ অথবা টেলিগ্রামে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
বিষয়
আমাদের আজকের পরীক্ষার বিষয় – নবম দশম শ্রেণির সমগ্র সিলেবাস অনুসারে
প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়
ফুল সেটের পরীক্ষা দিতে এখানে ক্লিক করুন
Good
ভালো।
৪২ নং প্রশ্নটা একটু দেখবেন স্যার।
আমি জানি ত্রিযামা ১৯৪৮ সাল। সেই হিসাবে ত্রিযামা option এ শেষে থাকার কথা। কিন্তু কোনো option এ ত্রিযামা শেষে নেই…..