বঙ্কিমচন্দ্রের উপন্যাস – নাট্যরূপ ও অভিনয়
বিভিন্ন সময় বঙ্কিমচন্দ্রের উপন্যাস -এর নানা নাট্যরূপ দেওয়া হয়েছে এবং তার অভিনয় হয়েছে। তাঁর প্রায় সমস্ত উপন্যাসের নাট্যরূপ অভিনীত হয়েছে বিভিন্ন রঙ্গমঞ্চে। কবে, কোন্ তারিখে কোন্ রঙ্গমঞ্চে কোন্ উপন্যাসের নাট্যরূপ অভিনয় হয়েছে তা যদি আপনি জানতে চান তাহলে নীচের তালিকাটি ভালো করে দেখুন। আমরা বিভিন্ন অথেন্টিক বই থেকে তথ্যগুলি পাঠক-পাঠিকার আগ্রহ মেটাতে সংগ্রহ করেছি এবং এখানে তুলে ধরেছি।
বঙ্কিমচন্দ্রের উপন্যাস – নাট্যরূপের তালিকা
বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী তথা পরীক্ষার্থী এবং আগ্রহী পাঠক-পাঠিকার রসাস্বাদনে আজকের এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে আকর্ষণীয়। প্রাসঙ্গিকভাবে জানাই, নীলদর্পণ নাটকের নানা অজানা বিষয় জানতে এখানে ক্লিক করুন।
ক্রম | রচনার নাম | থিয়েটার | অভিনয়ের তারিখ |
১ | দুর্গেশনন্দিনী | বেঙ্গল থিয়েটার | ১৮৭৩ খ্রিস্টাব্দের ২০ ডিসেম্বর |
১৮৭৩ খ্রিস্টাব্দের ২৭ ডিসেম্বর | |||
১৮৭৪ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি | |||
১৮৭৪ খ্রিস্টাব্দের ২১ ফেব্রুয়ারি | |||
১৮৭৫ খ্রিস্টাব্দের ২৫ মার্চ | |||
ন্যাশনাল থিয়েটার | ১৮৭৮ খ্রিস্টাব্দ, নাট্যরূপ গিরিশচন্দ্র ঘোষ | ||
২ | কপালকুণ্ডলা | ন্যাশনাল থিয়েটার | ১৮৭৩ খ্রিস্টাব্দের ১০ মে, নাট্যরূপ গিরিশচন্দ্র ঘোষ |
গ্রেট ন্যাশনাল থিয়েটার | ১৮৭৪ খ্রিস্টাব্দের ৩ জানুয়ারি, ২৮ ফেব্রুয়ারি | ||
বেঙ্গল থিয়েটার | ১৮৭৪ খ্রিস্টাব্দের ১৩ ফেব্রুয়ারি | ||
এমারেল্ড থিয়েটার | ১৮৯২ খ্রিস্টাব্দ, নাট্যরূপ অতুলকৃষ্ণ মিত্র | ||
৩ | মৃণালিনী | ন্যাশনাল থিয়েটার | ১৮৭৪ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি |
গ্রেট ন্যাশনাল থিয়েটার | ১৮৭৪ খ্রিস্টাব্দের ২১ ও ২৮ ফেব্রুয়ারি | ||
এমারেল্ড থিয়েটার | ১৮৯২ খ্রিস্টাব্দ, নাট্যরূপ অতুলকৃষ্ণ মিত্র | ||
৪ | বিষবৃক্ষ | গ্রেট ন্যাশনাল থিয়েটার | ১৮৭৫ খ্রিস্টাব্দের ১ মে |
৫ | রজনী | বেঙ্গল থিয়েটার | ১৮৯৫ খ্রিস্টাব্দ |
৬ | কৃষ্ণকান্তের উইল | এমারেল্ড থিয়েটার | ১৮৯২ খ্রিস্টাব্দ, নাট্যরূপ অতুলকৃষ্ণ মিত্র |
বেঙ্গল থিয়েটার | ১৮৯৭ খ্রিস্টাব্দ | ||
ক্লাসিক থিয়েটার | ১৮৯৯ খ্রিস্টাব্দ (‘ভ্রমর’ নামে অভিনীত হয়) | ||
৭ | রাজসিংহ | স্টার থিয়েটার | ১৮৯৬ খ্রিস্টাব্দ |
৮ | আনন্দমঠ | ন্যাশনাল থিয়েটার | ১৮৮৩ খ্রিস্টাব্দ, নাট্যরূপ কেদারনাথ চৌধুরী |
৯ | সীতারাম | বেঙ্গল থিয়েটার | ১৮৯৫ খ্রিস্টাব্দ |
ক্লাসিক থিয়েটার | ১৯০০ খ্রিস্টাব্দ | ||
১০ | দেবী চৌধুরাণী | বেঙ্গল থিয়েটার | ১৮৯৭ খ্রিস্টাব্দ, নাট্যরূপ অতুলকৃষ্ণ মিত্র |