Tutorialsআধুনিক বাংলা সাহিত্য

বঙ্কিমচন্দ্রের উপন্যাস – নাট্যরূপ ও অভিনয়

বিভিন্ন সময় বঙ্কিমচন্দ্রের উপন্যাস -এর নানা নাট্যরূপ দেওয়া হয়েছে এবং তার অভিনয় হয়েছে। তাঁর প্রায় সমস্ত উপন্যাসের নাট্যরূপ অভিনীত হয়েছে বিভিন্ন রঙ্গমঞ্চে। কবে, কোন্‌ তারিখে কোন্‌ রঙ্গমঞ্চে কোন্‌ উপন্যাসের নাট্যরূপ অভিনয় হয়েছে তা যদি আপনি জানতে চান তাহলে নীচের তালিকাটি ভালো করে দেখুন। আমরা বিভিন্ন অথেন্টিক বই থেকে তথ্যগুলি পাঠক-পাঠিকার আগ্রহ মেটাতে সংগ্রহ করেছি এবং এখানে তুলে ধরেছি।

বঙ্কিমচন্দ্রের উপন্যাস – নাট্যরূপের তালিকা

বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী তথা পরীক্ষার্থী এবং আগ্রহী পাঠক-পাঠিকার রসাস্বাদনে আজকের এই পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে আকর্ষণীয়। প্রাসঙ্গিকভাবে জানাই, নীলদর্পণ নাটকের নানা অজানা বিষয় জানতে এখানে ক্লিক করুন।

তথ্যদান – নীলরতন চট্টোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TO GET LATEST UPDATES AND TUTORIALS FOR FREE..

X