You are currently viewing PSC Bengali Mock Test – 34

PSC Bengali Mock Test – 34

পিএসসি বাংলা ২০২৫ পরীক্ষার জন্য নিয়ে আসা হল আমাদের পরবর্তী মক টেস্ট। আমাদের WhatsApp গ্রুপে দেওয়া রুটিন অনুসারে আজকের এই টেস্ট সকল পরীক্ষার্থীর প্রস্তুতি নির্ণায়ক হতে চলেছে। আজকের PSC Bengali Mock Test – 34 -এর বিষয় PSC নির্ধারিত সিলেবাসের বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গলকাব্য থেকে বিদ্যাসাগর। পরীক্ষাটি দিয়ে সকলে নিজের প্রস্তুতির অবস্থান সম্পর্কে বুঝতে পারবে।

আমরা পশ্চিমবঙ্গ PSC প্রদত্ত নির্দিষ্ট সিলেবাস অনুসারে এ পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ থেকে মোট ৩৩ টি মক টেস্ট আয়োজন করেছি। বিভিন্ন বিষয়ে একাধিক রিভিসন মক টেস্টও নেওয়া হয়েছে। আপনার প্রস্তুতি কেমন চলছে তা যাচাই করে দেখার জন্য আমরা বিভিন্ন মক টেস্টের আয়োজন করে আসছি। এটিও তার ব্যতিক্রম নয়। আমাদের এই মক টেস্টটিও সকলের উদ্দেশ্যে তৈরি সেরকম একটি প্রয়াস।

মক টেস্ট – ৩৪ দেওয়ার জন্য ক্লাসরুমে প্রদত্ত পাসওয়ার্ডটি ব্যবহার করুন।

PSC Bengali Mock Test বিবরণ

বিশেষভাবে জানাই, আজকের মক টেস্টটি আমাদের রেজিস্টার্ড সদস্যদের জন্য তৈরি করা হয়েছে। পিএসসি বাংলার সিলেবাস ভিত্তিক নির্দিষ্ট বিষয়ের উপর এই মক টেস্ট প্রশ্ন দেওয়া হয়েছে। এই PSC Bengali Mock Test – 34 বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গলকাব্য থেকে বিদ্যাসাগর থেকে প্রশ্ন নির্বাচিত হয়েছে।

SLST বা PSC, এই শ্রেণির পরীক্ষার জন্য ব্যাপক প্রস্তুতি প্রয়োজন। সঠিকভাবে পড়াশোনার পাশাপাশি সেই পড়া কতখানি আয়ত্ত্ব হল তা যাচাই করে দেখে নেওয়া প্রয়োজন। আমাদের ওয়েবসাইটে এই অনলাইন মক টেস্টগুলি সেই উদ্দেশ্যেই তৈরি। আমরা একটি নির্দিষ্ট রুটিন অনুসারে বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা তথা প্রস্তুতি নিয়ে চলেছি। আমাদের অনেক মক টেস্ট আছে যা সকলের জন্য উন্মুক্ত। আপনি সেই মক টেস্ট দিতে চাইলে এখানে ক্লিক করুন।

নির্দেশিকা

>> লিংকটি ওপেন করুন।
>> প্রদত্ত পাসওয়ার্ড দিন।
>> ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> এরপর আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন।
>> ইমেলে প্রশ্ন পেতে চাইলে আপনার ইমেল ঠিকানা লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে। ১টি পেজে ১০টি প্রশ্ন পাবেন। মোট ৫টি পেজে ৫০টি প্রশ্ন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> 90% পেলে আপনি পাশ করতে পারবেন।
>> আপনার ইমেল চেক করুন। প্রশ্ন ও রেজাল্ট পেয়ে যাবেন।

বিষয়

আমাদের আজকের পরীক্ষার বিষয় – PSC নির্ধারিত সমগ্র সিলেবাসের বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গলকাব্য থেকে বিদ্যাসাগর।

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৪০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by SLST BANGLA

PSC

পিএসসি বাংলা মক টেস্ট ৩৪

PSC Bengali - 34

PSC Class 2025 সদস্যদের জন্য তৈরি একটি মক টেস্ট
PSC Bengali Mock Test - 34
Full Marks - 50
Pass Mark - 45 (90%)

Please Enter the provided Password

পরীক্ষা দেওয়ার পূর্বে আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 50

Category: সাহিত্যের ইতিহাস

1. কোন্‌ পর্যায়ের পদ - 'তাতল সৈকত বারিবিন্দু সম'

2 / 50

Category: সাহিত্যের ইতিহাস

2. 'ঋজুপাঠ' গ্রন্থের তিনটি খণ্ডের প্রকাশকাল নির্বাচন কর।

3 / 50

Category: সাহিত্যের ইতিহাস

3. 'একে কুলবতী চিতের আরতি / বিধি বিড়ম্বিত কাজে' - পদকর্তার নাম কী ?

4 / 50

Category: সাহিত্যের ইতিহাস

4. 'দুখিনীর দিন দুখেতে গেল / মথুরা নগরে ছিলে ত ভাল।' - কোন্‌ পদের অংশ ?

5 / 50

Category: সাহিত্যের ইতিহাস

5. কোন্‌ পদের অংশ - 'শ্রাবণ মাহ ঘন বিন্দু ন বরিখব / সুরতরু বাঁঝ কি ছন্দে' ?

6 / 50

Category: সাহিত্যের ইতিহাস

6. দ্বিজ বংশীদাসের কাব্যের তথ্য সংগ্রাহক কে ছিলেন ?

7 / 50

Category: সাহিত্যের ইতিহাস

7. '------- ফুলের মালাটি গলে / হিয়ার মাঝারে দোলে' - শূন্যস্থান পূরণ কর।

8 / 50

Category: সাহিত্যের ইতিহাস

8. 'রাঢ়দেশে কান্দরা নামেতে গ্রাম হয়।
যথায় মঙ্গল জ্ঞানদাসের আলয়।।' - এমন কথা কোথায় লেখা হয়েছে ?

9 / 50

Category: সাহিত্যের ইতিহাস

9. বেহুলার মায়ের নাম কী ?

10 / 50

Category: সাহিত্যের ইতিহাস

10. জগজ্জীবন ঘোষালের কাব্য অনুসারে চাঁদ সদাগর পূর্বজন্মে কার পুত্র ছিলেন ?

11 / 50

Category: সাহিত্যের ইতিহাস

11. 'মনের মরম কথা তোমারে কহিয়ে এথা' - এই পদে 'তোমারে' বলতে কাকে বোঝানো হয়েছে ?

12 / 50

Category: সাহিত্যের ইতিহাস

12. নারায়ণদেবের পদ্মাপুরাণ সর্বপ্রথম কে প্রকাশ করেন?

13 / 50

Category: সাহিত্যের ইতিহাস

13. কবির আত্মপরিচয় অনুসারে সীতারাম দাসের কাব্য রচিত হয়েছে কার নির্দেশে ?

14 / 50

Category: সাহিত্যের ইতিহাস

14. ময়ূরভট্টের কাব্য কোথা থেকে প্রকাশিত হয় ?

15 / 50

Category: সাহিত্যের ইতিহাস

15. 'তুমি কি জান সই কাহ্নুর পিরিতি' - পদে পদকর্তার ভনিতাটি হল -

16 / 50

Category: সাহিত্যের ইতিহাস

16. 'কুলবতী সতী হৈয়া দু-কুলে দিলুঁ দুখ' - কার রচনা ?

17 / 50

Category: সাহিত্যের ইতিহাস

17. কালকেতু ও ফুল্লরার বিয়ে হয় যখন কালকেতুর বয়স ছিল -

18 / 50

Category: সাহিত্যের ইতিহাস

18. ১৮৫১ খ্রিস্টাব্দে মুকুন্দ চক্রবর্তীর কাব্য কার সম্পাদনায় প্রকাশিত হয় ?

19 / 50

Category: সাহিত্যের ইতিহাস

19. উইলিয়ম কেরী রচিত ব্যাকরণ গ্রন্থের তৃতীয় সংস্করণ কোন্‌ বছর হয়েছিল ?

20 / 50

Category: সাহিত্যের ইতিহাস

20. কামরূপের রাজকন্যার নাম কী ?

21 / 50

Category: সাহিত্যের ইতিহাস

21. কোন্‌ কবির ধর্মমঙ্গল কাব্যকে লাউসেনের চরিতকথার আদি প্রবর্তক বলা হয় ?

22 / 50

Category: সাহিত্যের ইতিহাস

22. 'ব্যাড়ীভক্তিতরঙ্গিনী' কোন্‌ রাজার নির্দেশে রচিত হয়?

23 / 50

Category: সাহিত্যের ইতিহাস

23. গোবিন্দদাসকে কে 'কবীন্দ্র' উপাধি প্রদান করেন ?

24 / 50

Category: সাহিত্যের ইতিহাস

24. বিদ্যাসাগরের লেখা গ্রন্থটি বেছে নাও -

25 / 50

Category: সাহিত্যের ইতিহাস

25. 'আদরে আগুসরী রাই হৃদয়ে ধরি' - পদটির রচয়িতার নাম কী ?

26 / 50

Category: সাহিত্যের ইতিহাস

26. নিম্নোক্ত কোন্‌ পদে প্রতিপদ-চাঁদ উদয়ের কথা বলা হয়েছে?

27 / 50

Category: সাহিত্যের ইতিহাস

27. 'শুক্লা দশমী তিথি বৈশাখ মাসে
শিয়রে বসিয়া পদ্মা কৈলা উপদেশে।।
পাঁচালী রচিতে পদ্মা করিলা আদেশ।
সেই সে ভরসা আর না জানি বিশেষ।।' - কোন্‌ কবির লেখা ?

28 / 50

Category: সাহিত্যের ইতিহাস

28. শ্রীরামপুর মিশন প্রেস থেকে কেরির 'কথোপকথন' প্রকাশিত হয় -

29 / 50

Category: সাহিত্যের ইতিহাস

29. কোন্‌ বছর মাণিকরাম গাঙ্গুলির ধর্মমঙ্গল কাব্য প্রকাশিত হয় ?

30 / 50

Category: সাহিত্যের ইতিহাস

30. কার লেখা - 'কোটি কুসুম শর বরিখয়ে যছুপর / তাহে কি জলদজল লাগি।' ?

31 / 50

Category: সাহিত্যের ইতিহাস

31. 'এমন পীড়িতি কভূ নাহি দেখি শুনি' পদটির শেষ চরণটি কী ?

32 / 50

Category: সাহিত্যের ইতিহাস

32. 'জনম অবধি -------- ক্ষীর নীর ধরি' - শূন্যস্থানে সঠিক বিকল্প নির্বাচন কর।

33 / 50

Category: সাহিত্যের ইতিহাস

33. 'কত চতুরানন, মরি মরি যাওত / ন তুয়া আদি অবসানা' - কোন্‌ পদের অংশ ?

34 / 50

Category: সাহিত্যের ইতিহাস

34. কে লিখেছেন - 'মলয় পবন বহুক মন্দ / গগনে উদয় হউক চন্দ।' ?

35 / 50

Category: সাহিত্যের ইতিহাস

35. কোন্‌ পর্যায়ের পদ - 'কুল মরিয়াদ কপাট উদ্ঘাটলু' ?

36 / 50

Category: সাহিত্যের ইতিহাস

36. কে বিদ্যাসাগরকে 'বাংলা গদ্য সাহিত্যে প্রথম কৃতী শিল্পী' বলেছেন ?

37 / 50

Category: সাহিত্যের ইতিহাস

37. 'গোকুলে উছলল করুণাক রোল' - কোন্‌ পর্যায়ের পদ ?

38 / 50

Category: সাহিত্যের ইতিহাস

38. রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত মহারাজা কৃষ্ণচন্দ্রের জীবনীমূলক গ্রন্থটির সঠিক নাম কী ?

39 / 50

Category: সাহিত্যের ইতিহাস

39. 'গোবিন্দদাসের পদাবলী ও তাঁহার যুগ' কার সম্পাদিত গ্রন্থ ?

40 / 50

Category: সাহিত্যের ইতিহাস

40. দ্বিজমাধবের চণ্ডীমঙ্গল কাব্যের রচনাকাল নির্দেশ কর -

41 / 50

Category: সাহিত্যের ইতিহাস

41. কে লিখেছেন -

'সংক্ষেপে পদ্মার ব্রত         কহিল মঙ্গলগীত
বিস্তারে কহিব সপ্তনিশি।'

42 / 50

Category: সাহিত্যের ইতিহাস

42. আধক-আধ আধ দিঠি অঞ্চলে - পদটির পর্যায় কী ?

43 / 50

Category: সাহিত্যের ইতিহাস

43. 'প্রভাবতী সম্ভাষণ' কোন্‌ বছর পত্রিকায় প্রকাশ পায় ?

44 / 50

Category: সাহিত্যের ইতিহাস

44. 'লিপিমালা' গ্রন্থটি কোন্‌ বিষয়ে লেখা ?

45 / 50

Category: সাহিত্যের ইতিহাস

45. বিদ্যাপতি তাঁর কোন্‌ গ্রন্থে মহারাজ শিবসিংহের কীর্তিকথা বর্ণনা করেছেন ?

46 / 50

Category: সাহিত্যের ইতিহাস

46. কলেজে কে বাংলা হাতের লেখা শেখাতেন ?

47 / 50

Category: সাহিত্যের ইতিহাস

47. 'রত্নপরীক্ষা' গ্রন্থ রচনায় কয়জন 'রত্নে'র বিরোধিতা করা হয়েছিল ?

48 / 50

Category: সাহিত্যের ইতিহাস

48. চণ্ডীমঙ্গল কাব্যের আদর্শে মনসামঙ্গল কাব্য লিখেছেন কে ?

49 / 50

Category: সাহিত্যের ইতিহাস

49. বিষ্ণুপালের কাব্যকে ব্যালাডধর্মী বলেছেন কে ?

50 / 50

Category: সাহিত্যের ইতিহাস

50. ধর্মমঙ্গল কাব্য অনুসারে গৌড়েশ্বরের পত্নীর নাম কী ?

Your score is

0%

There are no results yet.