FOR MEMBERS

PSC Bengali Mock Test – 28

পিএসসি পরীক্ষার্থীদের জন্য আরও একটি পরীক্ষা নিয়ে আসা হল। প্রদত্ত রুটিন অনুসারে গৃহীত এই টেস্ট পরীক্ষার্থীদের প্রস্তুতি সম্পর্কে বুঝতে সাহায্য করবে। আর যারা প্রথমবার এই পরীক্ষা দেবেন তাদেরও প্রশ্ন সম্পর্কে একটি ধারণা তৈরি করতে সক্ষম আজকের PSC Bengali Mock Test – 28 -এর বিষয় পিএসসি নির্ধারিত সিলেবাসের বৈষ্ণব পদ, দীনবন্ধু মিত্র ও গিরিশচন্দ্র ঘোষ

আমাদের সদস্যদের জন্য আমরা এর আগে পিএসসি প্রদত্ত সিলেবাস অনুসারে মধ্যযুগ থেকে আধুনিক যুগের বাংলা সাহিত্য, ব্যাকরণের সন্ধি ও সমাস সহ বিভিন্ন অংশ থেকে মক টেস্ট গ্রহণ করেছি। এছাড়া বিভিন্ন বিষয়ে একাধিক রিভিসন মক টেস্টও নেওয়া হয়েছে। প্রত্যেকের প্রস্তুতি কেমন চলছে, পরীক্ষার্থীরা তাদের পাঠ কতখানি স্মরণে রাখতে পারছেন তা যাচাই করে দেখার জন্য আমরা বিভিন্ন মক টেস্টের আয়োজন করে আসছি। আমাদের মক টেস্টটি সকলের উদ্দেশ্যে তৈরি সেরকম একটি প্রয়াস।

মক টেস্ট দেওয়ার জন্য PSC ক্লাসরুমে জানানো পাসওয়ার্ড ব্যবহার করুন।

PSC Bengali Mock Test বিবরণ

আজকের মক টেস্ট বিশেষ করে আমাদের রেজিস্টার্ড সদস্যদের জন্য তৈরি করা হয়েছে। পিএসসি বাংলার সিলেবাস ভিত্তিক নির্দিষ্ট বিষয়ের উপর এই মক টেস্ট প্রশ্ন দেওয়া হয়েছে। এই PSC Bengali Mock Test – 28 বৈষ্ণব পদ, দীনবন্ধু মিত্র ও গিরিশচন্দ্র ঘোষ থেকে প্রশ্ন নির্বাচিত হয়েছে। সকলেই জানেন যে, যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য রীতিমতো প্রস্তুতি প্রয়োজন। কিন্তু সঠিকভাবে পড়াশোনার পাশাপাশি সেই পড়া কতখানি আয়ত্ত্ব হল তা যাচাই করে দেখে নেওয়াও প্রয়োজন। আমাদের এই অনলাইন মক টেস্টগুলি সেই উদ্দেশ্যেই তৈরি। আমরা রুটিন অনুসারে বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা নিয়ে চলেছি।

নির্দেশিকা

>> লিংকটি ওপেন করুন।
>> ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> এরপর আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন।
>> ইমেলে প্রশ্ন পেতে চাইলে আপনার ইমেল ঠিকানা লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> একটি পেজে আপনি 10টি প্রশ্ন পাবেন। মোট 5টি পেজে 50টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> অবগতির জন্য জানাই, 90% পেলে আপনি পাশ করতে পারবেন।
>> আপনার ইমেল চেক করুন। প্রশ্ন ও রেজাল্ট পেয়ে যাবেন।

বিষয়

আমাদের আজকের পরীক্ষার বিষয় – PSC নির্ধারিত সমগ্র সিলেবাসের বৈষ্ণব পদ, দীনবন্ধু মিত্র ও গিরিশচন্দ্র ঘোষ

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায় / NIL SIR

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৩০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


পিএসসি বাংলা মক টেস্ট ২৮

PSC Bengali - 28

PSC বাংলা পরীক্ষার্থীদের জন্য তৈরি একটি রিভিসন মক টেস্ট
PSC Bengali Mock Test - 28
Full Marks - 50
Pass Marks - 45 (90%)

Please Enter the provided Password

পরীক্ষা দেওয়ার পূর্বে আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 50

Category: সাহিত্যের ইতিহাস

1. কোন্‌ নাটকটির প্রথম অভিনয় স্টার থিয়েটারে হয়নি ?

2 / 50

Category: সাহিত্যের ইতিহাস

2. 'নবীন তপস্বিনী' নাটকের সদাগর চরিত্রটির নাম কী ?

3 / 50

Category: সাহিত্যের ইতিহাস

3. দীনবন্ধু মিত্রের 'পোড়া মহেশ্বর' একটি –

4 / 50

Category: সাহিত্যের ইতিহাস

4. 'বিয়েপাগলা বুড়ো' প্রহসনটির অঙ্ক সংখ্যা কয়টি ?

5 / 50

Category: সাহিত্যের ইতিহাস

5. 'কমলে কামিনী নাটকে'র মূল বিষয় কী ?

6 / 50

Category: সাহিত্যের ইতিহাস

6. 'শূন ভেল দশ দিশ শূন ভেল সগরি' - 'সগরি' শব্দের অর্থ কী ?

7 / 50

Category: সাহিত্যের ইতিহাস

7. গিরিশচন্দ্রের লেখা 'স্ত্রী-শিক্ষা' কোন্‌ পত্রিকায় প্রকাশিত হয় ?

8 / 50

Category: সাহিত্যের ইতিহাস

8. 'বাবু গিরিশচন্দ্র ঘোষ বাঙ্গলার নব্যধরনের নাটকের সৃষ্টিকর্তা' – বক্তব্যটি কার ?

9 / 50

Category: সাহিত্যের ইতিহাস

9. 'জ্ঞান কহে লাজ ঘরে ভেজাই আগুনি' - এমন ভনিতা কবি তাঁর কোন্‌ পদে লিখেছেন ?

10 / 50

Category: সাহিত্যের ইতিহাস

10. গিরিশচন্দ্র ঘোষের কোন্‌ নাটকের পূর্ববর্তী নাম 'আদর্শ গৃহিণী' ?

11 / 50

Category: সাহিত্যের ইতিহাস

11. গিরিশচন্দ্র তাঁর কোন্‌ নাটকটি ভগিনী নিবেদিতাকে উৎসর্গ করেছেন ?

12 / 50

Category: সাহিত্যের ইতিহাস

12. 'নীলদর্পণ' নাটকে দেওয়ানের নাম কী ?

13 / 50

Category: সাহিত্যের ইতিহাস

13. কার লেখা পদ - 'অম্বরে ডম্বরু ভরু নব মেহ / বাহিরে তিমির না হেরি নিজ দেহ' ?

14 / 50

Category: সাহিত্যের ইতিহাস

14. '--------- যব নিজগুণ ছোড়ব / কি মোর করম অভাগি' - শূন্যস্থান পূরণ কর।

15 / 50

Category: সাহিত্যের ইতিহাস

15. 'একে কুলবতী চিতের আরতি / বিধি বিড়ম্বিত কাজে' - পদকর্তার নাম কী ?

16 / 50

Category: সাহিত্যের ইতিহাস

16. 'লীলাবতী' নাটকে দুই জমিদারের নাম কী ?

17 / 50

Category: সাহিত্যের ইতিহাস

17. 'লীলাবতী' নাটকের প্রথম অভিনয় স্থান কোথায় ?

18 / 50

Category: সাহিত্যের ইতিহাস

18. গিরিশচন্দ্র ঘোষ সম্পাদিত পত্রিকাটির নাম কী ?

19 / 50

Category: সাহিত্যের ইতিহাস

19. 'জামাই বারিক' প্রহসনে মূল কয়টি নারী চরিত্র পাওয়া যায় ?

20 / 50

Category: সাহিত্যের ইতিহাস

20. 'অন্যের আছয়ে অনেক জনা / আমার কেবল তুমি' - পদকর্তা ও পর্যায় বেছে নাও।

21 / 50

Category: সাহিত্যের ইতিহাস

21. 'জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী' – গানটি কোন্‌ নাটকের ?

22 / 50

Category: সাহিত্যের ইতিহাস

22. 'মাধব কি কহব দৈব বিপাক' - পদে কবির ভনিতাটি হল

23 / 50

Category: সাহিত্যের ইতিহাস

23. অটলের পিতার নাম কী ?

24 / 50

Category: সাহিত্যের ইতিহাস

24. দীনবন্ধু মিত্র তাঁর 'যমালয়ে জীবন্ত মানুষ' রচনাটিকে কোন্‌ শ্রেণির রচনা বলে উল্লেখ করেছেন ?

25 / 50

Category: সাহিত্যের ইতিহাস

25. গিরিশচন্দ্রের প্রথম পৌরাণিক নাটকের নাম কী ?

26 / 50

Category: সাহিত্যের ইতিহাস

26. গিরিশচন্দ্র এমারেল্ড থিয়েটারের জন্য কোন্‌ নাটকটি লেখেন ?

27 / 50

Category: সাহিত্যের ইতিহাস

27. 'নাটক বুঝিবার সাধারণ দর্শক এখনও বাংলায় তৈরি হয় নাই।' – কোন্‌ নাটক অভিনয়ের পর গিরিশচন্দ্র এই কথা বলেছিলেন ?

28 / 50

Category: সাহিত্যের ইতিহাস

28. ফুটল কুসুম নব কুঞ্জ কুটীর বন / কোকিল পঞ্চম গাব রে - পদটি কার লেখা ?

29 / 50

Category: সাহিত্যের ইতিহাস

29. কোন্‌ পদের অংশ - 'শ্রাবণ মাহ ঘন বিন্দু ন বরিখব / সুরতরু বাঁঝ কি ছন্দে' ?

30 / 50

Category: সাহিত্যের ইতিহাস

30. 'গোকুলে উছলল করুণাক রোল' - কোন্‌ পর্যায়ের পদ ?

31 / 50

Category: সাহিত্যের ইতিহাস

31. 'নীলদর্পণ বাঙলার Uncle Tom's Cabin' - কার উক্তি ?

32 / 50

Category: সাহিত্যের ইতিহাস

32. কে লিখেছেন - 'অন্তরে মরম-ব্যথা  কাহারে কহিব কথা / গুপতে সে গুমরিয়া মরি' ?

33 / 50

Category: সাহিত্যের ইতিহাস

33. কোন্‌ বছর দীনবন্ধু মিত্র রায়বাহাদুর উপাধি পান ?

34 / 50

Category: সাহিত্যের ইতিহাস

34. 'সীতাহরণ' নাটকের প্রস্তাবনায় গিরিশচন্দ্র কোন্‌ বিখ্যাত লেখকের উদ্ধৃতি দিয়েছেন ?

35 / 50

Category: সাহিত্যের ইতিহাস

35. '--------- জল করে ঝলমল / তাহে কি পরাণ রয়' - শূন্যস্থান পূরণ কর।

36 / 50

Category: সাহিত্যের ইতিহাস

36. 'পাণ্ডব-গৌরব' নাটকটি সর্বপ্রথম কোন্‌ থিয়েটারে অভিনীত হয় ?

37 / 50

Category: সাহিত্যের ইতিহাস

37. গিরিশচন্দ্রের লেখা প্রথম মঞ্চসফল নাটক কোন্‌টি ?

38 / 50

Category: সাহিত্যের ইতিহাস

38. 'নীলদর্পণ' নাটকটির ইংরেজি অনুবাদের নাম কী ?

39 / 50

Category: সাহিত্যের ইতিহাস

39. প্রকাশকাল অনুসারে সাজাও -
(i) জামাইবারিক
(ii) লীলাবতী
(iii) সধবার একাদশী
(iv) নবীন তপস্বিনী

40 / 50

Category: সাহিত্যের ইতিহাস

40. পদের সঠিক ছত্রটি বেছে নাও -

41 / 50

Category: সাহিত্যের ইতিহাস

41. পদে ছত্রের অবস্থান অনুযায়ী সঠিক বিকল্প বেছে নাও -
i) পাখীক পাখ মীনক পানি
ii) হৃদয়ক মৃগমদ গীমক হার
iii) নয়নক অঞ্জন মুখক তাম্বুল
iv) জীবক জীবন হাম ঐছে জানি

42 / 50

Category: সাহিত্যের ইতিহাস

42. প্রথম অভিনয়কাল অনুসারে সাজাও - (i) বেল্লিকবাজার (ii) সিরাজদ্দৌলা (iii) রাবণবধ (iv) প্রফুল্ল

43 / 50

Category: সাহিত্যের ইতিহাস

43. গিরিশচন্দ্র ১৮৬৮ খ্রিস্টাব্দ – ১৮৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত কোন্‌ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন ?

44 / 50

Category: সাহিত্যের ইতিহাস

44. গোলোক বসুরা কোথায় বসবাস করে ?

45 / 50

Category: সাহিত্যের ইতিহাস

45. কোন্‌ সঙ্কলনে গোবিন্দদাসের পদ প্রথম সঙ্কলিত হয় ?

46 / 50

Category: সাহিত্যের ইতিহাস

46. কোন থিয়েটারে অভিনয়ের জন্য 'আলিবাবা' গীতিনাট্যের জন্য গিরিশচন্দ্র কয়েকটি গান রচনা করেছিলেন ?

47 / 50

Category: সাহিত্যের ইতিহাস

47. পেঁচোর মা – দীনবন্ধু মিত্রের কোন্‌ নাটকের চরিত্র ?

48 / 50

Category: সাহিত্যের ইতিহাস

48. ফরাসি নাট্যকার মঁলিয়ারের 'L Amour meaecin' অবলম্বনে রচিত গিরিশচন্দ্রের নাটকটির নাম কী ?

49 / 50

Category: সাহিত্যের ইতিহাস

49. 'হেরইতে উচকই লোচন-তার' - 'উচকই' শব্দের অর্থ কী ?

50 / 50

Category: সাহিত্যের ইতিহাস

50. 'চন্দ্র সূর্য্য যতদিন উদিবে জগতে,
রহিবে অখ্যাতি মম।' – 'রাবণবধ' নাটকে এই উক্তি কার ?

Your score is

0%

There are no results yet.