FOR ALL

PSC Bengali Mock Test – 16

এই নিয়ে আমাদের পিএসসি বাংলা বিষয়ক মক টেস্টের সংখ্যা হল ১৬। যারা এবছরের পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেসের পরীক্ষার্থী এবং আমাদের পিএসসি ক্লাস ২০২৫ এর সদস্য বা সদস্যা এই মক টেস্ট অবশ্যই তাদের জন্য। পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তা করতে বিভিন্ন অথেন্টিক তথ্য পরিবেশনের পাশাপাশি তাদের প্রস্তুতি যাচাইয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি মক টেস্ট গ্রহণ করা হয়েছে। আজকের PSC Bengali Mock Test – 16 আরও একটি প্রস্তুতি পরিমাপক মক টেস্ট হতে চলেছে।

পড়াশোনার পাশাপাশি সেই পড়া কতখানি আয়ত্ত্ব হল তা দেখে নেওয়া আবশ্যক। আমাদের এই অনলাইন মক টেস্টগুলি খুবই সহায়ক এক্ষেত্রে। আমরা রুটিন অনুসারে বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা নিয়ে চলেছি। আমাদের আজকের পরীক্ষার বিষয় মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলী ও ফোর্ট উইলিয়ম কলেজ।

PSC Bengali Mock Test বিবরণ

আজকের স্পেশ্যাল এই পরীক্ষাটি PSC নির্ধারিত সিলেবাসের মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলী ও ফোর্ট উইলিয়ম কলেজ অংশ থেকে তৈরি করা হয়েছে। বলা বাহুল্য, এই পরীক্ষাটি একটি রিভিসন টেস্ট এবং এই মক টেস্ট থেকে পরীক্ষার্থীর প্রস্তুতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আমরা ক্লাসের সকল সদস্য সদস্যার উত্তরগুলি বিশ্লেষণ করে তাদের প্রস্তুতির উন্নতি বা অবনতি পর্যবেক্ষণ করব। তাই আজকের এই PSC Bengali Mock Test – 16 আপনার প্রস্তুতিকে নিখুঁত করার জন্য অনেকখানি সহায়ক হবে। মক টেস্ট দেওয়ার আগে আমাদের নির্দেশিকা অংশটি পড়ে নেওয়ার অনুরোধ করি।

নির্দেশিকা

>> আপনি যদি আমাদের মক টেস্ট কীভাবে দেবেন বুঝতে না পারেন তাহলে আমাদের নির্দেশিকা অংশটি পড়ুন।
>> ক্লাসরুমে জানানো পাসওয়ার্ডটি দিন এবং ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ENTER NOW বাটনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে।
>> এরপর আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> একটি পেজে আপনি 10টি প্রশ্ন পাবেন। মোট 5টি পেজে 50টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> অবগতির জন্য জানাই, 80% পেলে আপনি পাশ করতে পারবেন।

বিষয়

আমাদের আজকের পরীক্ষার বিষয় – PSC নির্ধারিত সিলেবাসের মঙ্গলকাব্য, বৈষ্ণব পদাবলী ও ফোর্ট উইলিয়ম কলেজ।

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায় / NIL SIR

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৪০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


মঙ্গলকাব্য, ফোর্ট উইলিয়ম কলেজ, বৈষ্ণব পদাবলী

PSC Bengali - 16

PSC Class 2025 সদস্যদের জন্য তৈরি একটি মক টেস্ট
PSC Bengali Mock Test - 16
Full Marks - 50
Pass Mark - 40 (80%)

পরীক্ষা দেওয়ার পূর্বে আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন।

1 / 50

Category: সাহিত্যের ইতিহাস

1. কোন্‌ কবির কাব্যে টেঁটন বা জুয়ারির ঘাটের কথা পাওয়া যায় ?

2 / 50

Category: সাহিত্যের ইতিহাস

2. বিদ্যাপতির লেখা প্রার্থনা পর্যায়ের পদটি নির্বাচন কর -

3 / 50

Category: সাহিত্যের ইতিহাস

3. মনসামঙ্গলের কোন্‌ কবি নিজেকে 'ভিক্ষুক' বলেছেন ?

4 / 50

Category: সাহিত্যের ইতিহাস

4. চণ্ডীমঙ্গল কাব্যের আদর্শে মনসামঙ্গল কাব্য লিখেছেন কে ?

5 / 50

Category: সাহিত্যের ইতিহাস

5. 'মাধব কি কহব দৈব বিপাক' - পদে কবির ভনিতাটি হল

6 / 50

Category: সাহিত্যের ইতিহাস

6. চণ্ডীদাস সম্পর্কে কে প্রথম বিস্তারিত আলোচনা করেন ?

7 / 50

Category: সাহিত্যের ইতিহাস

7. 'হিতোপদেশ' গ্রন্থে অনূদিত মোট উপদেশের সংখ্যা কয়টি ?

8 / 50

Category: সাহিত্যের ইতিহাস

8. এদের মধ্যে কে সিংহলের রাজকন্যা ?

9 / 50

Category: সাহিত্যের ইতিহাস

9. গোবিন্দদাসকে কে 'কবীন্দ্র' উপাধি প্রদান করেন ?

10 / 50

Category: সাহিত্যের ইতিহাস

10. দ্বিজ বংশীদাসের কাব্যের তথ্য সংগ্রাহক কে ছিলেন ?

11 / 50

Category: সাহিত্যের ইতিহাস

11. 'মনের দুখের কথা মনেতে রহিল' - পরের চরণটি নির্বাচন কর।

12 / 50

Category: সাহিত্যের ইতিহাস

12. 'এ সখি হামারি দুখের নাহি ওর' পদে কয়টি পাখির উল্লেখ আছে ?

13 / 50

Category: সাহিত্যের ইতিহাস

13. 'গোকুলে উছলল করুণাক রোল' - কোন্‌ পর্যায়ের পদ ?

14 / 50

Category: সাহিত্যের ইতিহাস

14. নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার নাম কী ?

15 / 50

Category: সাহিত্যের ইতিহাস

15. পণ্ডিত গোলোকনাথ শর্মার প্রকৃত পদবি ছিল -

16 / 50

Category: সাহিত্যের ইতিহাস

16. চব্বিশ পালায় সম্পূর্ণ রূপরামের ধর্মমঙ্গল কাব্যটি কোন্‌ বছর প্রকাশিত হয় ?

17 / 50

Category: সাহিত্যের ইতিহাস

17. এদের মধ্যে কে মঙ্গলকোটের রাজকন্যা ছিলেন ?

18 / 50

Category: সাহিত্যের ইতিহাস

18. 'ব্যাড়ীভক্তিতরঙ্গিনী' কোন্‌ রাজার নির্দেশে রচিত হয়?

19 / 50

Category: সাহিত্যের ইতিহাস

19. কার কাব্যের অপর নাম 'আদ্যঢেকুর পালা' ?

20 / 50

Category: সাহিত্যের ইতিহাস

20. '--------- আদেশে কহে চণ্ডীদাসে।' - শূন্যস্থান পূরণ কর।

21 / 50

Category: সাহিত্যের ইতিহাস

21. মনসামঙ্গলের কোন্‌ কবি মহাভারতের অশ্বমেধ পর্ব অনুবাদ করেছিলেন ?

22 / 50

Category: সাহিত্যের ইতিহাস

22. রাজীবলোচন মুখোপাধ্যায় রচিত মহারাজা কৃষ্ণচন্দ্রের জীবনীমূলক গ্রন্থটির সঠিক নাম কী ?

23 / 50

Category: সাহিত্যের ইতিহাস

23. কবি রূপরাম চক্রবর্তী কার টোলে পড়তে যেতেন ?

24 / 50

Category: সাহিত্যের ইতিহাস

24. কেরি রচিত 'কথোপকথন' গ্রন্থের অনুচ্ছেদ সংখ্যা কয়টি ?

25 / 50

Category: সাহিত্যের ইতিহাস

25. 'লিপিমালা' গ্রন্থটি কোন্‌ বিষয়ে লেখা ?

26 / 50

Category: সাহিত্যের ইতিহাস

26. 'পক্ষ পক্ষ রস মহী শক সম্বৎসর' = কত শকাব্দ ?

27 / 50

Category: সাহিত্যের ইতিহাস

27. কার কাব্য ‘অষ্টমঙ্গলার চতুষ্প্রহরী পাঞ্চালী’ নামে পরিচিত ?

28 / 50

Category: সাহিত্যের ইতিহাস

28. বেহুলার মায়ের নাম কী ?

29 / 50

Category: সাহিত্যের ইতিহাস

29. কোন্‌ বিকল্পটি সঠিক নয় ?

30 / 50

Category: সাহিত্যের ইতিহাস

30. এঁদের মধ্যে কে চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি নন?

31 / 50

Category: সাহিত্যের ইতিহাস

31. দ্বিজমাধবের চণ্ডীমঙ্গল কাব্যের রচনাকাল নির্দেশ কর -

32 / 50

Category: সাহিত্যের ইতিহাস

32. লহনা কোন্‌ নগরের কন্যা ছিল ?

33 / 50

Category: সাহিত্যের ইতিহাস

33. কলেজে কে বাংলা হাতের লেখা শেখাতেন ?

34 / 50

Category: সাহিত্যের ইতিহাস

34. বিদ্যাপতি তাঁর কোন্‌ গ্রন্থে মহারাজ শিবসিংহের কীর্তিকথা বর্ণনা করেছেন ?

35 / 50

Category: সাহিত্যের ইতিহাস

35. 'বঙ্গদর্শন' পত্রিকায় রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের লেখা প্রবন্ধটির নাম কী ?

36 / 50

Category: সাহিত্যের ইতিহাস

36. ঘনরাম চক্রবর্তীর কাব্য অনুসারে রঞ্জাবতী স্বর্গের কোন্‌ চরিত্র ?

37 / 50

Category: সাহিত্যের ইতিহাস

37. বিপ্রদাস পিপলাইয়ের গোত্র নির্বাচন কর -

38 / 50

Category: সাহিত্যের ইতিহাস

38. আধক-আধ আধ দিঠি অঞ্চলে - পদটির পর্যায় কী ?

39 / 50

Category: সাহিত্যের ইতিহাস

39. 'কর-কঙ্কণ-পণ                    ফণিমুখ-বন্ধন
শিখই ভুজগ-গুরু-পাশে'  - রচয়িতার নাম কী ?

40 / 50

Category: সাহিত্যের ইতিহাস

40. চণ্ডীচরণ মুন্সি কার নির্দেশে 'তোতা ইতিহাস' রচনা করেন ?

41 / 50

Category: সাহিত্যের ইতিহাস

41. ২৪ পালায় সম্পূর্ণ রূপরামের ধর্মমঙ্গল কাব্যের প্রকাশক কে ?

42 / 50

Category: সাহিত্যের ইতিহাস

42. পদে ছত্রের অবস্থান অনুযায়ী সঠিক বিকল্প বেছে নাও -
i) পাখীক পাখ মীনক পানি
ii) হৃদয়ক মৃগমদ গীমক হার
iii) নয়নক অঞ্জন মুখক তাম্বুল
iv) জীবক জীবন হাম ঐছে জানি

43 / 50

Category: সাহিত্যের ইতিহাস

43. মহারাজা ভৈরবসিংহের রাজত্বকালে বিদ্যাপতি কোন্‌ গ্রন্থটি রচনা করেন ?

44 / 50

Category: সাহিত্যের ইতিহাস

44. সপ্তাহের কোন্‌ দুটি দিনে কলেজে ছাত্রদের ফারসি ভাষার শিক্ষা দেওয়া হত ?

45 / 50

Category: সাহিত্যের ইতিহাস

45. 'বিদ্যাপতি চাতূর্যের কবি।' - মন্তব্যটি কার ?

46 / 50

Category: সাহিত্যের ইতিহাস

46. বিদ্যাপতির নিজের পদ অনুসারে শিবসিংহ কোন্‌ সময়ে রাজা হয়েছিলেন ?

47 / 50

Category: সাহিত্যের ইতিহাস

47. 'রাঢ়দেশে কান্দরা নামেতে গ্রাম হয়।
যথায় মঙ্গল জ্ঞানদাসের আলয়।।' - এমন কথা কোথায় লেখা হয়েছে ?

48 / 50

Category: সাহিত্যের ইতিহাস

48. জগজ্জীবন ঘোষালের কাব্য অনুসারে চাঁদ সদাগর পূর্বজন্মে কার পুত্র ছিলেন ?

49 / 50

Category: সাহিত্যের ইতিহাস

49. নিম্নোক্ত কোন্‌ গ্রন্থে গোবিন্দদাসের জীবনকথা বর্ণিত হয়েছে ?

50 / 50

Category: সাহিত্যের ইতিহাস

50. কোন্‌টি ধর্মমঙ্গল কাব্যের দূত চরিত্র ?

Your score is

0%

Exit

User NameScore
Mehebub Alam30%
Pankaj sarkar28%
dipankar bag28%
Ambika Dey maity34%
Kanika34%
Nilkanta Roy40%
Angura42%
Rajni36%
Anu30%
Anu38%
Jasua44%
Arpita mahato26%
Sabita40%
RATAN BAURI26%
Vhjj42%
সুমি বসাক88%
Debasish roy40%
Guest0%
Sumi basak78%
Guest0%
Sumi basak4%
Guest0%
Guest0%
Guest0%
Guest0%
Guest0%
Guest0%
Guest0%
Palash debnath44%
Ankhi Laha34%
pratyusha bhattacharjee100%
Srabani Debnath32%
CHANDAN DAS60%
Srabani Debnath28%
Jojo56%
Debika90%
Debika88%
Palash debnath42%
Riya Panja66%
subhadip datta60%
Nani gopal sarkar80%
A52%
Sohagg Sharma48%
শম্পা52%
সাকিব30%
Nivedita Dalai26%
PRATIMA kundu96%
Riyanka Debnath88%
Anuradha Sarkar88%
Nani Gopal Sarkar74%
Sima chand36%
Suparna Ball36%
Mandira Sarkar18%
Tanusri Halder26%
Kalyani choudhuri42%
Manik42%
Bharat mahato42%
Riya32%
Sima Duary90%
44%
Soumitra Chattopadhyay100%
Susamanja Bhattacharjee100%
Beauty Banerjee100%
Debsankar70%
Monika52%
Subhankar ghosh30%
Nur38%
Rs38%
Monika54%
Jhumpa Gayen90%
Sumona Deasi Ghosh32%
Tonaya Azmi36%
Pratyusha Bhattacharjee100%
Enjamul Haque40%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TO GET LATEST UPDATES FOR FREE..

X