FOR ALL

PSC Bengali Mock Test – 14

পিএসসি বাংলা অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস পরীক্ষা যারা দেবেন এবং যারা আমাদের PSC Class 2025 এর সদস্য সদস্যা, তাদের জন্য নিয়ে আসা হল বিশেষ এই মক টেস্ট – PSC Bengali Mock Test – 14 । এটি একটি রিভিসন মক টেস্ট। আমরা রুটিন অনুসারে যে আলোচনা করে চলেছি তার একটি অংশ এই মক টেস্ট। শুধু পড়লেই হবে না, পরীক্ষার্থীকে তার প্রস্তুতির পরিমাপ করাটাও জরুরি। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই উদ্যোগ।

আমাদের আজকের মক টেস্টের বিষয় সমগ্র মঙ্গলকাব্য – মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল। মনে রাখুন, এই অংশ থেকে বিষয়ের গভীরে গিয়ে আমরা চয়ন করেছি নানা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলির নিয়মিত অভ্যাস পরীক্ষার্থীর প্রস্তুতিকে আরও জোরালো করবে সে বিষয়ে কিন্তু সন্দেহ নেই।

পরীক্ষাটি দেওয়ার জন্য আপনার একটি Password প্রয়োজন হবে যা আমাদের PSC Class 2025 এর সদস্য সদস্যাদের সঙ্গে Share করা হয়েছে।

PSC Bengali Mock Test বিবরণ

আমাদের আজকের স্পেশ্যাল এই পরীক্ষাটি PSC নির্ধারিত সিলেবাসের মঙ্গলকাব্য অংশ থেকে তৈরি করা হয়েছে। বলা বাহুল্য, এই মক টেস্ট থেকে পরীক্ষার্থীর প্রস্তুতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আমরা ক্লাসের সকল সদস্য সদস্যার উত্তরগুলি বিশ্লেষণ করে তাদের প্রস্তুতির উন্নতি বা অবনতি পর্যবেক্ষণ করব। তাই আজকের এই PSC Bengali Mock Test – 14 আপনার প্রস্তুতিকে নিখুঁত করার জন্য অনেকখানি সহায়ক হবে। মক টেস্ট দেওয়ার আগে আমাদের নির্দেশিকা অংশটি পড়ে নেওয়ার অনুরোধ করি।

নির্দেশিকা

>> আপনি যদি আমাদের মক টেস্ট কীভাবে দেবেন বুঝতে না পারেন তাহলে আমাদের নির্দেশিকা অংশটি পড়ুন।
>> ক্লাসরুমে জানানো পাসওয়ার্ডটি দিন এবং ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ENTER NOW বাটনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে।
>> এরপর আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> একটি পেজে আপনি 10টি প্রশ্ন পাবেন। মোট 5টি পেজে 50টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> অবগতির জন্য জানাই, 90% পেলে আপনি পাশ করতে পারবেন।

বিষয়

আমাদের আজকের পরীক্ষার বিষয় – PSC নির্ধারিত সিলেবাসের মঙ্গলকাব্য

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায় / NIL SIR

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৪০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল

PSC Bengali - 14

PSC Class 2025 সদস্যদের/পরীক্ষার্থীদের জন্য তৈরি একটি মক টেস্ট
PSC Bengali Mock Test - 14
Full Marks - 50
Pass Mark - 45 (90%)

পরীক্ষা দেওয়ার পূর্বে আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন।

1 / 50

Category: সাহিত্যের ইতিহাস

1. বর্ধমানরাজ তেজচন্দ্রের সময়কালে কে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন?

2 / 50

Category: সাহিত্যের ইতিহাস

2. ২৪ পালায় সম্পূর্ণ রূপরামের ধর্মমঙ্গল কাব্যের প্রকাশক কে ?

3 / 50

Category: সাহিত্যের ইতিহাস

3. পক্ষ পক্ষ রস মহী শক সম্বৎসর - এই শ্লোক অনুসারে কাব্যের রচনাকাল নির্ণয় কর।

4 / 50

Category: সাহিত্যের ইতিহাস

4. চণ্ডীমঙ্গলের কোন্‌ কবির দু'জন দোহারের নাম রঘু ও রাঘব ?

5 / 50

Category: সাহিত্যের ইতিহাস

5. দ্বিজ বংশীদাসের কাব্যের তথ্য সংগ্রাহক কে ছিলেন ?

6 / 50

Category: সাহিত্যের ইতিহাস

6. কার কাব্য ‘অষ্টমঙ্গলার চতুষ্প্রহরী পাঞ্চালী’ নামে পরিচিত ?

7 / 50

Category: সাহিত্যের ইতিহাস

7. দেবী চণ্ডীর স্বপ্নাদেশ পেয়ে কলিঙ্গাধিপতি কোন্‌ গাছের নীচে দেবীর মূর্তি নির্মাণ করেন ?

8 / 50

Category: সাহিত্যের ইতিহাস

8. মাণিক দত্তের কাব্যে মোট কতগুলি পদ আছে ?

9 / 50

Category: সাহিত্যের ইতিহাস

9. বিষ্ণুপালের কাব্যকে ব্যালাডধর্মী বলেছেন কে ?

10 / 50

Category: সাহিত্যের ইতিহাস

10. 'কবিত্ব মাগিয়া বর           মন্ত্র জপি দশাক্ষর

মীন মাংস ছাড়ি বহুকাল।।' - কোন্‌ কবির লেখা ছত্র ?

11 / 50

Category: সাহিত্যের ইতিহাস

11. ‘শর কর ঋতু বিধু শক নিয়োজিত / মনসা-মঙ্গল ---------- রচিত।’ - শূন্যস্থানে কবির সঠিক নাম অথবা উপাধিটি বসাও।

12 / 50

Category: সাহিত্যের ইতিহাস

12. বিজয়গুপ্তের কাব্য অনুসারে সনকা কার কাছ থেকে মনসার মাহাত্ম্যকথা শোনেন ?

13 / 50

Category: সাহিত্যের ইতিহাস

13. লহনা কোন্‌ নগরের কন্যা ছিল ?

14 / 50

Category: সাহিত্যের ইতিহাস

14. স্বর্গে নৃত্য প্রদর্শনের পর বেহুলা কার কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চেয়েছিল ?

15 / 50

Category: সাহিত্যের ইতিহাস

15. ময়ূরভট্টের কাব্য কোথা থেকে প্রকাশিত হয় ?

16 / 50

Category: সাহিত্যের ইতিহাস

16. দ্বিজমাধবের চণ্ডীমঙ্গল কাব্যের রচনাকাল নির্দেশ কর -

17 / 50

Category: সাহিত্যের ইতিহাস

17. 'গ্রহ ঋতু কাল শশী' = কত খ্রিস্টাব্দ ?

18 / 50

Category: সাহিত্যের ইতিহাস

18. মনসামঙ্গলের কোন দুই কবির কাব্যে গৃধিনী শকুনির ঘাটের কথা পাওয়া যায় ?

19 / 50

Category: সাহিত্যের ইতিহাস

19. চব্বিশ পালায় সম্পূর্ণ রূপরামের ধর্মমঙ্গল কাব্যটি কোন্‌ বছর প্রকাশিত হয় ?

20 / 50

Category: সাহিত্যের ইতিহাস

20. 'মঘ ফিরিঙ্গি যত           বন্দুক পলিতা হাত
একেবারে দশ গুলি ছোটে' - কোন্‌ কবির লেখা ছত্র ?

21 / 50

Category: সাহিত্যের ইতিহাস

21. ভক্তির কারণে দেবী মনসার মূর্তি সহ মন্দির প্রতিষ্ঠা করেন -

22 / 50

Category: সাহিত্যের ইতিহাস

22. কোন্‌ কবির ধর্মমঙ্গল কাব্যকে লাউসেনের চরিতকথার আদি প্রবর্তক বলা হয় ?

23 / 50

Category: সাহিত্যের ইতিহাস

23. এদের মধ্যে কে মঙ্গলকোটের রাজকন্যা ছিলেন ?

24 / 50

Category: সাহিত্যের ইতিহাস

24. কবির আত্মপরিচয় অনুসারে সীতারাম দাসের কাব্য রচিত হয়েছে কার নির্দেশে ?

25 / 50

Category: সাহিত্যের ইতিহাস

25. বেহুলার ভেলা মর্ত্য থেকে স্বর্গে পাড়ি দেওয়ার সময় যে সকল ঘাট পার হয় তা ক্রমাণ্বয়ে সাজাও।

26 / 50

Category: সাহিত্যের ইতিহাস

26. মনসামঙ্গলের কোন্‌ কবি মহাভারতের অশ্বমেধ পর্ব অনুবাদ করেছিলেন ?

27 / 50

Category: সাহিত্যের ইতিহাস

27. সুকুমার সেন সম্পাদিত রূপরামের ধর্মমঙ্গল কাব্যের প্রথম প্রকাশে কয়টি পালা ছিল ?

28 / 50

Category: সাহিত্যের ইতিহাস

28. 'শুক্লা দশমী তিথি বৈশাখ মাসে
শিয়রে বসিয়া পদ্মা কৈলা উপদেশে।।
পাঁচালী রচিতে পদ্মা করিলা আদেশ।
সেই সে ভরসা আর না জানি বিশেষ।।' - কোন্‌ কবির লেখা ?

29 / 50

Category: সাহিত্যের ইতিহাস

29. পুনর্বিবাহের পূর্বে কর্ণসেন কোথাকার সামন্ত রাজা ছিলেন?

30 / 50

Category: সাহিত্যের ইতিহাস

30. নারায়ণদেবের পদ্মাপুরাণ সর্বপ্রথম কে প্রকাশ করেন?

31 / 50

Category: সাহিত্যের ইতিহাস

31. চণ্ডীমঙ্গল কাব্যের আদর্শে মনসামঙ্গল কাব্য লিখেছেন কে ?

32 / 50

Category: সাহিত্যের ইতিহাস

32. কোন্‌টি ধর্মমঙ্গল কাব্যের দূত চরিত্র ?

33 / 50

Category: সাহিত্যের ইতিহাস

33. কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে কতগুলি পদে 'ক্ষেমানন্দ' ভণিতা পাওয়া যায়?

34 / 50

Category: সাহিত্যের ইতিহাস

34. কোন্‌ বছর মাণিকরাম গাঙ্গুলির ধর্মমঙ্গল কাব্য প্রকাশিত হয় ?

35 / 50

Category: সাহিত্যের ইতিহাস

35. কবি ঘনরাম চক্রবর্তীর কাব্য মোট কতগুলি শ্লোকে সম্পূর্ণ ?

36 / 50

Category: সাহিত্যের ইতিহাস

36. ঘনরাম চক্রবর্তীকে কে 'কবিরত্ন' উপাধি প্রদান করেন ?

37 / 50

Category: সাহিত্যের ইতিহাস

37. 'গজ বসু ঋতু চন্দ্র শাকে গ্রন্থ হয়' - শ্লোক অনুসারে কাব্য রচনাকাল নির্ণয় কর।

38 / 50

Category: সাহিত্যের ইতিহাস

38. এঁদের মধ্যে কে চৈতন্যোত্তর কবি ?

39 / 50

Category: সাহিত্যের ইতিহাস

39. কে রূপরাম চক্রবর্তীকে ধর্মমঙ্গল কাব্যের আদি কবি বলেছেন ?

40 / 50

Category: সাহিত্যের ইতিহাস

40. 'করুণ রসের স্বাভাবিক বর্ণণায় নারায়ণদেবের সমকক্ষ বড় কেহ নাই।' - মন্তব্যটি কার ?

41 / 50

Category: সাহিত্যের ইতিহাস

41. বঙ্গবাসী কার্যালয় থেকে প্রকাশিত ঘনরাম চক্রবর্তীর কাব্যের দ্বিতীয় সংস্করণ কোন্‌ বছর হয়েছিল ?

42 / 50

Category: সাহিত্যের ইতিহাস

42. এঁদের মধ্যে কে চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি নন?

43 / 50

Category: সাহিত্যের ইতিহাস

43. ১৩৫১ বঙ্গাব্দে কার সম্পাদনায় রূপরামের ধর্মমঙ্গল কাব্য প্রকাশিত হয় ?

44 / 50

Category: সাহিত্যের ইতিহাস

44. জগজ্জীবন ঘোষালের কাব্য অনুসারে চাঁদ সদাগর পূর্বজন্মে কার পুত্র ছিলেন ?

45 / 50

Category: সাহিত্যের ইতিহাস

45. ১৮৫১ খ্রিস্টাব্দে মুকুন্দ চক্রবর্তীর কাব্য কার সম্পাদনায় প্রকাশিত হয় ?

46 / 50

Category: সাহিত্যের ইতিহাস

46. কার কাব্য অনুসারে রঞ্জাবতী আসলে স্বর্গের চরিত্র বিমলা ?

47 / 50

Category: সাহিত্যের ইতিহাস

47. শিলচর থেকে ঘনরামের কাব্য কে প্রকাশ করেন ?

48 / 50

Category: সাহিত্যের ইতিহাস

48. 'এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন, তাহাতে সংশয় মাত্র নাই।' - কে, কার সম্পর্কে এই মন্তব্য করেছেন?

49 / 50

Category: সাহিত্যের ইতিহাস

49. ঘনরাম চক্রবর্তীর কাব্য অনুসারে রঞ্জাবতী স্বর্গের কোন্‌ চরিত্র ?

50 / 50

Category: সাহিত্যের ইতিহাস

50. কবি রূপরাম চক্রবর্তী কার টোলে পড়তে যেতেন ?

Your score is

0%

User NameScore
Penchat kinb36%
St14%