FOR ALL

PSC Bengali Mock Test – 12

WB PSC আয়োজিত বাংলা অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস পরীক্ষা 2025 -এর যারা পরীক্ষার্থী তাদের জন্য নিয়ে আসা হল বিশেষ এই মক টেস্ট – PSC Bengali Mock Test – 12 । এই মক টেস্টের মাধ্যমে প্রত্যেকের প্রস্তুতির পর্যায় পরিমাপ করা সম্ভব। নিজের প্রস্তুতি কেমন হচ্ছে তা জানতে এই মক টেস্ট দিন। সম্পূর্ণ বিনামূল্যের এই মক টেস্ট প্রতিটি পরীক্ষার্থীর Preparation সম্পর্কে অবশ্য সহায়ক হবে এই আমাদের আশা।

PSC Bengali Mock Test বিবরণ

আজকের স্পেশ্যাল এই পরীক্ষাটি PSC নির্ধারিত সিলেবাস অনুসারে নির্ধারিত সিলেবাসের মঙ্গলকাব্য ও বৈষ্ণব পদাবলি অংশ থেকে তৈরি করা হয়েছে। এই মক টেস্ট থেকে পরীক্ষার্থীর প্রস্তুতি সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে। আমরা ক্লাসের সকল সদস্য সদস্যার উত্তরগুলি বিশ্লেষণ করে তাদের প্রস্তুতির উন্নতি বা অবনতি পর্যবেক্ষণ করব। বলাই বাহুল্য, আজকের এই PSC Bengali Mock Test – 12 মক টেস্ট আপনার প্রস্তুতিকে নিখুঁত করার জন্য অনেকখানি সহায়ক হবে।

নির্দেশিকা

>> আপনি যদি আমাদের মক টেস্ট কীভাবে দেবেন বুঝতে না পারেন তাহলে আমাদের নির্দেশিকা অংশটি পড়ুন।
>> ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ENTER NOW বাটনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে।
>> এরপর আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> একটি পেজে আপনি 10টি প্রশ্ন পাবেন। মোট 5টি পেজে 50টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> অবগতির জন্য জানাই, 80% পেলে আপনি পাশ করতে পারবেন।
>> সঠিক উত্তর জানতে ও প্রশ্নোত্তরের পিডিএফ পেতে সক্রিয় থাকুন আমাদের আমাদের PSC ক্লাসরুমে।

বিষয়

আমাদের আজকের পরীক্ষার বিষয় – PSC নির্ধারিত সিলেবাসের মঙ্গলকাব্য ও বৈষ্ণব পদাবলি

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায় / NIL SIR

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৪০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


psc bengali mock test

PSC Bengali - 12

পিএসসি পরীক্ষার্থীদের জন্য তৈরি একটি মক টেস্ট
PSC Bengali Mock Test - 12
Full Marks - 50
Pass Mark - 40 (80%)

পরীক্ষা দেওয়ার পূর্বে আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন।

1 / 50

Category: সাহিত্যের ইতিহাস

1. 'মনের দুখের কথা মনেতে রহিল' - পরের চরণটি নির্বাচন কর।

2 / 50

Category: সাহিত্যের ইতিহাস

2. কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে কতগুলি পদে 'ক্ষেমানন্দ' ভণিতা পাওয়া যায়?

3 / 50

Category: সাহিত্যের ইতিহাস

3. 'গজ বসু ঋতু চন্দ্র শাকে গ্রন্থ হয়' - শ্লোক অনুসারে কাব্য রচনাকাল নির্ণয় কর।

4 / 50

Category: সাহিত্যের ইতিহাস

4. 'বিদ্যাপতি চাতূর্যের কবি।' - মন্তব্যটি কার ?

5 / 50

Category: সাহিত্যের ইতিহাস

5. বর্ধমানরাজ তেজচন্দ্রের সময়কালে কে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন?

6 / 50

Category: সাহিত্যের ইতিহাস

6. 'প্রেমক লাগি উপেখবি  --------- ' - শূন্যস্থানে সঠিক বিকল্প বেছে নাও।

7 / 50

Category: সাহিত্যের ইতিহাস

7. 'উর মা কবির কামে       কৃপা কর শিবরামে

চিত্রলেখা যশোদা মহেশে।' - শিবরামের পরিচয় কী ?

8 / 50

Category: সাহিত্যের ইতিহাস

8. চণ্ডীমঙ্গলের কোন্‌ কবির দু'জন দোহারের নাম রঘু ও রাঘব ?

9 / 50

Category: সাহিত্যের ইতিহাস

9. 'বঙ্গদর্শন' পত্রিকায় রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের লেখা প্রবন্ধটির নাম কী ?

10 / 50

Category: সাহিত্যের ইতিহাস

10. 'রাঢ়দেশে কান্দরা নামেতে গ্রাম হয়।
যথায় মঙ্গল জ্ঞানদাসের আলয়।।' - এমন কথা কোথায় লেখা হয়েছে ?

11 / 50

Category: সাহিত্যের ইতিহাস

11. 'বিদ্যাপতি চণ্ডীদাস শ্রীগীতগোবিন্দ।
ভাবানুরূপ শ্লোক পড়ে যায় রামানন্দ।।' - ছত্র দুটি কৃষ্ণদাস কবিরাজ তাঁর গ্রন্থের কোন্‌ অংশে লিখেছেন ?

12 / 50

Category: সাহিত্যের ইতিহাস

12. কার কাব্য ‘অষ্টমঙ্গলার চতুষ্প্রহরী পাঞ্চালী’ নামে পরিচিত ?

13 / 50

Category: সাহিত্যের ইতিহাস

13. দ্বিজমাধবের চণ্ডীমঙ্গল কাব্যের রচনাকাল নির্দেশ কর -

14 / 50

Category: সাহিত্যের ইতিহাস

14. বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশিত 'চণ্ডীদাস পদাবলী'তে কবির গ্রন্থিত পদের সংখ্যা -

15 / 50

Category: সাহিত্যের ইতিহাস

15. 'বিজয়গুপ্তের পদ্মাপুরাণ বঙ্গদেশের সামাজিক, রাজনৈতিক এবং ধর্ম্ম-তথ্যের খনি।' - মন্তব্যটি কার?

16 / 50

Category: সাহিত্যের ইতিহাস

16. '--------- আদেশে কহে চণ্ডীদাসে।' - শূন্যস্থান পূরণ কর।

17 / 50

Category: সাহিত্যের ইতিহাস

17. 'শুক্লা দশমী তিথি বৈশাখ মাসে
শিয়রে বসিয়া পদ্মা কৈলা উপদেশে।।
পাঁচালী রচিতে পদ্মা করিলা আদেশ।
সেই সে ভরসা আর না জানি বিশেষ।।' - কোন্‌ কবির লেখা ?

18 / 50

Category: সাহিত্যের ইতিহাস

18. বিদ্যাপতির নির্দেশে রচিত হয়েছে এমন একটি গ্রন্থের নাম -

19 / 50

Category: সাহিত্যের ইতিহাস

19. আধক-আধ আধ দিঠি অঞ্চলে - পদটির পর্যায় কী ?

20 / 50

Category: সাহিত্যের ইতিহাস

20. 'ব্যাড়ীভক্তিতরঙ্গিনী' কোন্‌ রাজার নির্দেশে রচিত হয়?

21 / 50

Category: সাহিত্যের ইতিহাস

21. শীতল বলিয়া                 ও চাঁদ সেবিনু
---------- কিরণ দেখি।' - শূন্যস্থান পূরণ কর।

22 / 50

Category: সাহিত্যের ইতিহাস

22. বিদ্যাপতি তাঁর কোন্‌ গ্রন্থে মহারাজ শিবসিংহের কীর্তিকথা বর্ণনা করেছেন ?

23 / 50

Category: সাহিত্যের ইতিহাস

23. চাঁদ সদাগরের পুত্র সংখ্যা হল -

24 / 50

Category: সাহিত্যের ইতিহাস

24. মালদহের সিমলা দুর্গাপুর গ্রাম থেকে কোন্‌ কবির পুঁথি আবিষ্কৃত হয়েছে?

25 / 50

Category: সাহিত্যের ইতিহাস

25. বিদ্যাপতির লেখা প্রার্থনা পর্যায়ের পদটি নির্বাচন কর -

26 / 50

Category: সাহিত্যের ইতিহাস

26. ঘনরাম চক্রবর্তীকে কে 'কবিরত্ন' উপাধি প্রদান করেন ?

27 / 50

Category: সাহিত্যের ইতিহাস

27. কবি ঘনরাম চক্রবর্তীর কাব্য মোট কতগুলি শ্লোকে সম্পূর্ণ ?

28 / 50

Category: সাহিত্যের ইতিহাস

28. কে লিখেছেন - 'আছিল ময়ূর ভট্ট সুকবি পণ্ডিত' ?

29 / 50

Category: সাহিত্যের ইতিহাস

29. বিদ্যাপতির লেখা 'মাধব করিঅ সুমুখি সমধানে' শীর্ষক পদটি কোন্‌ পর্যায়ের ?

30 / 50

Category: সাহিত্যের ইতিহাস

30. এদের মধ্যে কে মঙ্গলকোটের রাজকন্যা ছিলেন ?

31 / 50

Category: সাহিত্যের ইতিহাস

31. কোথায় 'নারায়ণের ভিটা' অবস্থিত ?

32 / 50

Category: সাহিত্যের ইতিহাস

32. ময়ূরভট্টের কাব্য কোথা থেকে প্রকাশিত হয় ?

33 / 50

Category: সাহিত্যের ইতিহাস

33. 'চণ্ডীমঙ্গল বোধিনী' গ্রন্থটির রচয়িতা কে ?

34 / 50

Category: সাহিত্যের ইতিহাস

34. নিম্নোক্ত কোন্‌ গ্রন্থে গোবিন্দদাসের জীবনকথা বর্ণিত হয়েছে ?

35 / 50

Category: সাহিত্যের ইতিহাস

35. বিদ্যাপতির লেখা 'বিভাগসার' গ্রন্থের শ্লোক সংখ্যা কতগুলি ?

36 / 50

Category: সাহিত্যের ইতিহাস

36. 'করুণ রসের স্বাভাবিক বর্ণণায় নারায়ণদেবের সমকক্ষ বড় কেহ নাই।' - মন্তব্যটি কার ?

37 / 50

Category: সাহিত্যের ইতিহাস

37. কোন্‌ সঙ্কলনে গোবিন্দদাসের পদ প্রথম সঙ্কলিত হয় ?

38 / 50

Category: সাহিত্যের ইতিহাস

38. 'পাঁচবাণ অব লাখ বাণ হোউ / মলয় পবন বহু মন্দা' - পদকর্তার নাম কী ?

39 / 50

Category: সাহিত্যের ইতিহাস

39. 'চণ্ডীদাসের কবিতা আমার আশৈশব সুখদুঃখ ও বহু অশ্রুর উৎসস্বরূপ' - মন্তব্যটি কার ?

40 / 50

Category: সাহিত্যের ইতিহাস

40. লোহাটা বজ্জর কে ?

41 / 50

Category: সাহিত্যের ইতিহাস

41. কবির আত্মপরিচয় অনুসারে সীতারাম দাসের কাব্য রচিত হয়েছে কার নির্দেশে ?

42 / 50

Category: সাহিত্যের ইতিহাস

42. পক্ষ পক্ষ রস মহী শক সম্বৎসর - এই শ্লোক অনুসারে কাব্যের রচনাকাল নির্ণয় কর।

43 / 50

Category: সাহিত্যের ইতিহাস

43. স্বর্গে নৃত্য প্রদর্শনের পর বেহুলা কার কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চেয়েছিল ?

44 / 50

Category: সাহিত্যের ইতিহাস

44. এঁদের মধ্যে কে চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি নন?

45 / 50

Category: সাহিত্যের ইতিহাস

45. কবি রূপরাম চক্রবর্তী কার টোলে পড়তে যেতেন ?

46 / 50

Category: সাহিত্যের ইতিহাস

46. 'বঁধু তোমার গরবে গরবিনী আমি' - পদটির পর্যায় কী ?

47 / 50

Category: সাহিত্যের ইতিহাস

47. 'মঘ ফিরিঙ্গি যত           বন্দুক পলিতা হাত
একেবারে দশ গুলি ছোটে' - কোন্‌ কবির লেখা ছত্র ?

48 / 50

Category: সাহিত্যের ইতিহাস

48. ১৩৫১ বঙ্গাব্দে কার সম্পাদনায় রূপরামের ধর্মমঙ্গল কাব্য প্রকাশিত হয় ?

49 / 50

Category: সাহিত্যের ইতিহাস

49. কোন্‌ কবির চণ্ডীমঙ্গল কাব্য 'মঙ্গলচণ্ডীর গীত' নামে প্রকাশিত হয় ?

50 / 50

Category: সাহিত্যের ইতিহাস

50. 'ঝলকত যামিনী দশ দিশ আপি' - 'আপি' শব্দের অর্থ কী ?

Your score is

0%

There are no results yet.