Tutorials

শিশু মনস্তত্ত্ব – কিছু প্রশ্নোত্তর

টেট বা প্রিলি পরীক্ষা তথা SLST ইন্টারভিউয়ের কথা মাথায় রেখে এই পোস্ট। বিদ্যালয়ে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে নিজের বিষয়ের প্রতি দক্ষতার পাশাপাশি শিক্ষার্থীর মন বোঝা খুবই প্রয়োজন। শিশুর মনের ভিতর কী চলছে তা জানতে না পারলে সঠিকভাবে শিক্ষাদানও করা সম্ভব নয়, শিক্ষার্থীর শিক্ষাও সম্পূর্ণ হয় না। শিশু মনস্তত্ত্ব – কিছু প্রশ্নোত্তর শীর্ষক আমাদের এই পোস্টে তেমনই কিছু প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে।

আমরা এই ওয়েবসাইটে ব্যাকরণ, বাংলা সাহিত্যের ইতিহাস ইত্যাদি বিষয়ে নানা তথ্য টিউটোরিয়াল আকারে দিয়েছি। আগ্রহীরা এই লিঙ্কে ক্লিক করে তা দেখতে পারেন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও আমাদের ভিডিও টিউটোরিয়াল পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের দেওয়া পিডিএফ সংগ্রহ করুন।

শিশু মনস্তত্ত্ব – কিছু প্রশ্নোত্তর

১. অপচয় ও অনুন্নয় কী ?

উঃ শিক্ষার্থীরা তার পড়াশুনো শেষ না মাঝখানে পড়াশুনো ছেড়ে দেয় এটা অপচয়। আর একজন শিক্ষার্থী একই ক্লাসে বার বার ফেল করে কিছু শিখতে পারে না এটা অনুন্নয়ন।

২. স্কিমা কী ?

উঃ স্কিমা হল কোনো মুহূর্তে অর্জিত তত্ত্বসমূহের একক সংগঠন।

৩. psychology শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত ?

উঃ psycho & logos

৪. CCE পুরো কথাটি কী ?

উঃ Continuous comprehensive evaluation

৫. বাছাই উপাদান তত্ত্ব –এর প্রবর্তক কে ?

উঃ Thompson

৬. দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা কে ?

উঃ স্পিয়ারম্যান

৭. বহু উপাদান তত্ত্বের প্রবক্তা কে ?

উঃ থর্নডাইক

৮. ব্যাকরণ শিক্ষাদানে কোন পদ্ধতি শ্রেষ্ঠ ?

উঃ আরোহী পদ্ধতি

৯. বুদ্ধির উপাদান তত্ত্বের জনক কে  ?

উঃ স্পিয়ারম্যান

১০. আধুনিক মনোবিজ্ঞানের জনক কে ?

উঃ ফ্র‍য়েড

১১. মূল্যায়নে স্কোরিং না গ্রেডিং কোনটি শ্রেষ্ঠ ?

উঃ গ্রেডিং

১২. Scaffolding (ভারবন্ধন) কী ?

উঃ scaffolding বা ভারবন্ধন হল ছাত্রদের শিখনে সহায়তা করা এবং সমস্যা সমাধানে সাহায্য করা। যেমন সংকেত দান, প্রশ্ন করা, সমস্যাকে ছোটো ছোটো অংশে ভাগ করে উপস্থাপন করা ইত্যাদি।

১৩. সক্রিয় অনুবর্তন বাদের জনক কে ?

উঃ স্কিনার

১৪. বাবলিং বলতে কী বোঝায় ?

উঃ ছয় মাস বয়সের পর শিশুরা মুখে যে আওয়াজ করে

১৫. ডিসলেক্সিয়া কী ?

উঃ পঠন অক্ষমতা

১৬. শিশু কেন্দ্রিক শিক্ষার প্রবর্তক কে ?

উঃ রুশো

১৭. TLM -এর পুরো কথাটি কী ?

উঃ Teaching Learning Materials

১৮. অ্যাবাকাস কী ?

উঃ অ্যাবাকাস গাণিতিক যন্ত্র।

১৯.  স্কুলছুট শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব কি শিক্ষকের – আপনার মতামত দিন।

উঃ শিক্ষকের উচিত শিক্ষার্থীদের শিক্ষার আলোয় নিয়ে আসা। এই ব্যাপারে শিক্ষার্থী এবং তাদের পিতা – মাতাদের অনুপ্রাণিত করা শিক্ষকেরই কর্তব্য |

২০. ব্রেইল পদ্ধতিতে কটি বিন্দু দিয়ে লেখা হয়? 

উঃ ৬ টি

এরকম আর কোনো প্রয়োজনীয় তথ্য পেতে চাইলে এই পোস্টের কমেন্টে তা জানান।