Tutorials

মীর মোশারফ হোসেন

মীর মোশারফ হোসেন ছিলেন একজন ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও নাট্যকার তথা বাংলা ভাষার অন্যতম গদ্যশিল্পী। তাঁকে বাঙালি মুসলিম সাহিত্যিকদের অন্যতম পথিকৃৎ বলা যায়। আমাদের এই আলোচনায় উক্ত সাহিত্যিক সম্পর্কে নানা তথ্য পরিবেশিত হয়েছে যা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের প্রয়োজন মেটাবে।

একনজরে মীর মোশারফ হোসেন

জন্ম – ১৮৪৭ সালের ১৩ নভেম্বর (ভিন্নমতে ১৮৪৭ সালের ২৬ অক্টোবর)
জন্মস্থান – বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায়
পৈতৃক নিবাস – রাজবাড়ি জেলার পদমদি গ্রাম
পিতা – মীর মোয়াজ্জেম হোসেন
মাতা – দৌলতুন্নেছা
পুরো নাম – সৈয়দ মীর মোশারফ হোসেন
প্রাথমিক শিক্ষা – নিজগৃহে মুনশির নিকট আরবি ও ফারসি শিক্ষা
প্রাতিষ্ঠানিক শিক্ষা – কুষ্ঠিয়ার বিদ্যালয়ে
পঞ্চম শ্রেণি পাঠ – কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে
পরবর্তী শিক্ষা – পরবর্তীকালে মীর মোশারফ হোসেন কালীঘাট স্কুলে ভর্তি হন কিন্তু পড়াশোনা খুব বেশিদূর এগোয়নি।
কর্মজীবন – প্রথম দিকে মীর মোশারফ হোসেন তাঁর পিতার জমিদারি দেখাশুনা করেন। পরে তিনি ফরিদপুর নবাব এস্টেটে চাকরি নেন। ১৮৮৫ খ্রিষ্টাব্দে তিনি দেলদুয়ার এস্টেটের ম্যানেজার হন। কিন্তু পরে আবার এই চাকরি ছেড়ে তিনি লাহিনীপাড়ায় ফিরে আসেন এবং পরে কলকাতায় গিয়ে ১৯০৩-০৯ পর্যন্ত অবস্থান করেন। শুধু তাই নয়, তিনি সংবাদ প্রভাকর ও গ্রামবার্ত্তা প্রকাশিকার সংবাদদাতার দায়িত্বও পালন করেছেন।
সাহিত্যগুরু – কাঙাল হরিনাথ
পত্রিকা সম্পাদনা – আজিজননেহার (১৮৭৪) ও হিতকরী (১৮৯০)

SLST BENGALI STUDY MATERIALS

রচনাবলি

ক্রম রচনার নামধরনরচনাকাল / প্রকাশকালমন্তব্য
রত্নবতীউপন্যাস১৮৬৯প্রথম উপন্যাস
বসন্তকুমারী নাটকনাটক১৮৭৩বাংলা সাহিত্যে মুসলিম সাহিত্যিক রচিত প্রথম নাটক। নাটকটি নওয়াব আবদুল লতিফকে উৎসর্গ করা হয়েছে
জমিদার দর্পণনাটক১৮৭৩
এর উপায় কী ?প্রহসন১৮৭৫
বিষাদসিন্ধুউপন্যাস১৮৮৫, ‘৮৭, ‘৯১উপন্যাসের তিনটি পর্ব – মহরম পর্ব, উদ্ধার পর্ব ও এজিদ বধ পর্ব।
উদাসীন পথিকের মনের কথাউপন্যাস১৮৯০আত্মজীবনীমূলক
তহমিনাউপন্যাস১৮৯৭
টালা অভিনয়প্রহসন১৮৯৭
নিয়তি কি অবনতিনাটক১৮৯৮ ‘কোহিনুর’ পত্রিকায় প্রকাশিত
১০ভাই ভাই এইতো চাইপ্রহসন১৮৯৯
১১ফাস কাগজপ্রহসন১৮৯৯
১২গো-জীবনপ্রবন্ধ১৮৮৯এই গ্রন্থ রচনার জন্য তাঁর বিরুদ্ধে মামলা হয়
১৩বিবি খোদেজার বিবাহকাব্য১৯০৫
১৪মদিনার গৌরবকাব্য১৯০৬
১৫আমার জীবনীআত্মজীবনী১৯০৮-‘১০

তথ্যদানে – নীলরতন চট্টোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TO GET LATEST UPDATES AND TUTORIALS FOR FREE..

X