PSC Bengali Mock Test – 27
আমাদের পিএসসি ক্লাসের সদস্য সদস্যাদের জন্য আমরা নিয়ে এলাম একটি নতুন মক টেস্ট। প্রদত্ত রুটিন অনুসারে গৃহীত এই টেস্ট সকল পরীক্ষার্থীর প্রস্তুতি সম্পর্কে বুঝতে সাহায্য করবে। আর যারা প্রথমবার এই পরীক্ষা দেবেন তাদেরও প্রশ্ন সম্পর্কে একটি ধারণা তৈরি করতে সক্ষম আজকের PSC Bengali Mock Test – 27 -এর বিষয় পিএসসি নির্ধারিত সিলেবাসের ব্যাকরণ অংশ থেকে এক কথায় প্রকাশ ও মঙ্গলকাব্য। পূর্বের মক টেস্ট দিতে এখানে ক্লিক কর।
আমাদের সদস্যদের জন্য আমরা এর আগে পিএসসি প্রদত্ত সিলেবাস অনুসারে মধ্যযুগ থেকে আধুনিক যুগের বাংলা সাহিত্য, ব্যাকরণের সন্ধি ও সমাস সহ বিভিন্ন অংশ থেকে মক টেস্ট গ্রহণ করেছি। এছাড়া বিভিন্ন বিষয়ে একাধিক রিভিসন মক টেস্টও নেওয়া হয়েছে। প্রত্যেকের প্রস্তুতি কেমন চলছে, পরীক্ষার্থীরা নিজেদের পাঠ/তথ্য কতখানি স্মরণে রাখতে পারছেন তা যাচাই করে দেখার জন্য আমরা বিভিন্ন মক টেস্টের আয়োজন করে আসছি। আমাদের বর্তমান মক টেস্টটি সকলের উদ্দেশ্যে তৈরি সেরকম একটি প্রয়াস।
আজকের মক টেস্ট দেওয়ার জন্য আমাদের ক্লাসরুমে জানানো পাসওয়ার্ড ব্যবহার করুন।
PSC Bengali Mock Test বিবরণ
আজকের মক টেস্ট বিশেষ করে আমাদের রেজিস্টার্ড সদস্যদের জন্য তৈরি করা হয়েছে। পিএসসি বাংলার সিলেবাস ভিত্তিক নির্দিষ্ট বিষয়ের উপর এই মক টেস্ট প্রশ্ন দেওয়া হয়েছে। এই PSC Bengali Mock Test – 27 ব্যাকরণের এককথায় প্রকাশ ও মধ্যযুগের মঙ্গলকাব্য থেকে প্রশ্ন নির্বাচিত হয়েছে। সকলেই জানেন যে, যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য রীতিমতো প্রস্তুতি প্রয়োজন। কিন্তু সঠিকভাবে পড়াশোনার পাশাপাশি সেই পড়া কতখানি আয়ত্ত্ব হল তা যাচাই করে দেখে নেওয়াও প্রয়োজন। আমাদের এই অনলাইন মক টেস্টগুলি সেই উদ্দেশ্যেই তৈরি। আমরা রুটিন অনুসারে বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা নিয়ে চলেছি।
আপনি যদি আমাদের ভিডিও টিউটোরিয়াল, লাইভ আলোচনা পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল প্রয়াস সাবস্ক্রাইব করার অনুরোধ জানাই। পাশাপাশি এই ওয়েবসাইটে সমস্ত ফ্রী মক টেস্ট দেওয়ার জন্য আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ SLST Bangla গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন।
নির্দেশিকা
>> লিংকটি ওপেন করুন।
>> ENTER NOW বাটনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে।
>> এরপর আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন। ইমেলে প্রশ্ন পেতে চাইলে আপনার ইমেল ঠিকানা লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> একটি পেজে আপনি 5টি প্রশ্ন পাবেন। মোট 4টি পেজে 20টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> অবগতির জন্য জানাই, 90% পেলে আপনি পাশ করতে পারবেন।
>> আপনার ইমেল চেক করুন। প্রশ্ন ও রেজাল্ট পেয়ে যাবেন।
বিষয়
আমাদের আজকের পরীক্ষার বিষয় – PSC নির্ধারিত সমগ্র সিলেবাসের এককথায় প্রকাশ ও মঙ্গলকাব্য
প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায় / NIL SIR
VIEW YOUR RESULT BELOW
There are no results yet.