Tutorials

ভাষা ও উপভাষা – কিছু প্রশ্নোত্তর

ব্যাকরণের আলোচনায় আমাদের সর্বাগ্রে জানতে হয় ভাষা সম্পর্কে। ভাষা আমাদের মনের ভাব প্রকাশের বাহন – এ কথা সুপ্রচলিত ও সদা সত্য। আমাদের ভাষা বাংলা। এই বাংলা ভাষার কিছু আঞ্চলিক রূপ আছে যাদের উপভাষা বলে। বাংলা ভাষাতত্ত্বের আলোচনায় বাংলা ভাষা ও তার উপভাষা যথেষ্ট গুরুত্বপূর্ণ। SLST, MSC সহ নানা পরীক্ষায় ভাষা ও উপভাষা থেকে প্রশ্ন আসে। ঐ সকল পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের আজকের এই পোষ্ট।

SLST পরীক্ষায় বাংলা ব্যাকরণের বিভিন্ন ক্ষেত্র থেকে প্রশ্ন হয়। সন্ধি, সমাস, প্রত্যয়, কারক সহ যেকোনো বিষয় থেকেই প্রশ্ন আসে। ঐ সমস্ত বিষয়গুলি যেমন গুরুত্বপূর্ণ তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভাষা ও উপভাষা। ভাষা ও উপভাষা – কিছু প্রশ্নোত্তর শীর্ষক এই পোস্টে ভাষা ও উপভাষা থেকে নানা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। তা হয়তো SLST বাংলা পরীক্ষার্থীদের সাহায্য করতে পারে।

ভাষা ও উপভাষা – কিছু প্রশ্নোত্তর

১) চলিত ভাষাকে কে ‘মেছুনীর ভাষা’ বলেছেন ?

উঃ মধুসূদন দত্ত

২) মালদা জেলায় কোন উপভাষা দেখা যায় ?

উঃ বরেন্দ্রী

৩) কোন পত্রিকায় প্রথম চলিত ভাষায় “ঘরে বাইরে” উপন্যাস প্রকাশ পায় ?

উঃ সবুজপত্র

৪) বরেন্দ্রী উপভাষার সাথে কোন উপভাষার সাদৃশ্য লক্ষ্য করা যায় ?

উঃ কামরূপী উপভাষার

৫) বিভাষা কী ?

উঃ এক একটি উপভাষার অভ্যন্তরেও নানা আঞ্চলিক পার্থক্য গড়ে উঠতে পারে| উপভাষার মধ্যে গড়ে ওঠা পৃথক আঞ্চলিক রূপকে বিভাষা বলে।

৬) উপভাষা সম্পর্কে ড. সুকুমার সেনের মত কী  ?

উঃ কোনো ভাষা সম্প্রদায়ের অন্তর্গত ছোটো ছোটো দলে বা অঞ্চলে বিশেষ প্রচলিত ভাষা ছাঁদকে উপভাষা বলে।

৭) পরিভাষা কাকে বলে ?

উঃ বিশেষ অর্থে নির্দিষ্ট কোনো শব্দকে পরিভাষা বলে, যেমন Mobile = ভ্রাম্যমান

৮) পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যে বাংলা ভাষা প্রচলিত ?

উঃ আসাম ও ত্রিপুরা

৯) ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য কী ?

উঃ ভাষা হল কন্ঠ নি:সৃত ও অর্থবহ ধ্বনিসমষ্টির সাহায্যে মনের ভাব আদান প্রদানের স্বাভাবিক মাধ্যম। আর উপভাষা হল সেই ভাষার কোনো একটি অঞ্চলের লোকমুখের ভাষা

১০) সবর্জনমান্য উপভাষাকে কী বলা হয় ?

উঃ মান্য চলিত ভাষা

১১) তামিল ভাষা কোন্ ভাষা বংশের অন্তগর্ত ?

উঃ দ্রাবিড়

১২) অলচিকি লিপির উদ্ভাবক কে ?

উঃ রঘুনাথ মুর্মু

১৩) মাগধি প্রাকৃতের পরবর্তী স্তরের নাম কী ?

উঃ মগধী অপভ্রংশ

১৪) বাংলা ভাষা কোন দুটি অনার্য ভাষা দ্বারা বিশেষভাবে প্রভাবিত ?

উঃ দ্রাবিড়  ও কোল

১৫) অভিশ্রুতির ব্যবহার হয় কোন উপভাষায় ?

উঃ রাঢ়ী উপভাষায়

১৬) আছ স্থলে বট ধাতুর ব্যবহার কোন উপভাষার বৈশিষ্ট্য ?

উঃ ঝাড়খণ্ডী উপভাষার

১৭) কে প্রথম সাধু ভাষার সাধু শব্দটির প্রয়োগ করেন ?

উঃ রামমোহন রায় তাঁর ‘গৌড়ীয় ব্যাকরণ’ গ্রন্থে

১৮) কোন উপভাষায় অধিকরণ কারকে বিভক্তি ‘ত’ ?

উঃ কামরূপী উপভাষা

১৯) কোন উপভাষায় নামধাতুর ব্যবহার বেশি ?

উঃ ঝাড়খণ্ডী উপভাষা

২০) কোন উপভাষায় ‘না’ বাচক শব্দটি আগে ব্যবহৃত হয় ?

উঃ কামরূপী উপভাষা

২১) গুরুচণ্ডালী দোষ কী ?

উঃ সাধুভাষা ও চলিত ভাষার মিশ্রনকে গুরুচণ্ডালী দোষ বলে।

২২) ‘প্লুতস্বরের’ ব্যবহার লক্ষ্য করা যায় কোন উপভাষায় ?

উঃ বঙ্গালি উপভাষায়

২৩) ভুয়া শব্দ কী ?

উঃ যে শব্দের মূল নেই অথচ তাকেই মূল শব্দ বলে ধরে নেওয়া হয়, এই রকম শব্দকে ভুয়া শব্দ বলে।

২৪) কোন উপভাষায় সবচেয়ে বেশি অপনিহিতির ব্যবহার লক্ষ্য করা যায় ?

উঃ বঙ্গালী উপভাষায়

২৫) ছাইক্যপাইলা পোলারে কি আর কমু, কোন হাত হকালে কইছি গরডারে পানাইয়া বাজারে যা, এমুন পোলা তানি কতা হোনে, কয় হিতে ধরছে। – এটি কোন উপভাষার দৃষ্টান্ত ?

উঃ বঙ্গালী উপভাষা

এরকম আর কোনো প্রয়োজনীয় তথ্য পেতে চাইলে এই পোস্টের কমেন্টে তা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SUBSCRIBE NOW


SUBSCRIBE NOW
A NEW YOUTUBE CHANNEL CREATED FOR YOU. VISIT THE LINK AND SUBSCRIBE NOW FOR VARIOUS TOPICS.

SUBSCRIBE PRAYAS

This will close in 15 seconds

TO GET LATEST UPDATES AND TUTORIALS FOR FREE..

X