Tutorialsব্যাকরণ

সমাস – বাছাই করা প্রশ্নোত্তর

সমাস হল সংক্ষেপ। তা একাধিক পদের সংক্ষেপ। সমাসের কারণে সৃষ্ট পদ বাক্যে ব্যবহার করে বাক্যকে আরও সুন্দর করে তোলা যায়। বাক্য যাতে অহেতুক দীর্ঘ না হয় সে জন্যও সমাসের ব্যবহার অপরিহার্য। সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা পাবেন আমাদের টার্গেট বাংলা ওয়েবসাইটে। যারা আমাদের স্টাডি মেটেরিয়াল নিয়েছেন তারা জেনেছেন কীভাবে সমাসের তথ্য আমরা অতি সহজে মনে রাখতে পারি। তবে আমরা এখানে কেবল সমাস থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরগুলি আলোচনা করব।

SLST পরীক্ষায় বাংলা ব্যাকরণের বিভিন্ন ক্ষেত্র থেকে প্রশ্ন হয়। সন্ধি, সমাস, প্রত্যয়, কারক সহ যেকোনো বিষয় থেকেই প্রশ্ন আসে। ঐ সমস্ত বিষয়গুলি যেমন গুরুত্বপূর্ণ তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সমাস। সমাস – বাছাই করা প্রশ্নোত্তর শীর্ষক এই পোস্টে সমাস থেকে নানা প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। তা হয়তো SLST বাংলা পরীক্ষার্থীদের সাহায্য করতে পারে।

সমাস – বাছাই করা প্রশ্নোত্তর

১. ‘সমাস’ শব্দের অর্থ কী ?

উঃ সংক্ষেপ                            

২. ব্যাকরণে সমাস কোন পদ্ধতিতে সাধিত হয় ?

উঃ একপদীকরণ                        

৩. ‘সমাস’ শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করুন। 

উঃ সম – অস্‌ + অ

৪. বিকল্পে প্রদত্ত কোন অংশটি সমাসে আলোচিত হয় না ?

উঃ বাক্যের গঠন  

৫. ব্যাসবাক্যের অপর নাম কী ?

উঃ বিগ্রহবাক্য

৬. সমাসের আলোচনায় ‘ব্যাস’ শব্দটির অর্থ কী ?

উঃ বিস্তার

৭. কোন প্রকার সমাসে সমাসবদ্ধ পদে পূর্বপদের অর্থের প্রাধান্য ঘটে ?

উঃ অব্যয়ীভাব সমাস

৮. সমাসবদ্ধ পদে উভয় পদের অর্থের প্রাধান্য ঘটে কোন প্রকার সমাসে ?

উঃ দ্বন্দ্ব

৯. পূর্বপদ বা পরপদ নয় সম্পূর্ণ অন্য পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে ?

উঃ বহুব্রীহি

১০. ‘দ্বন্দ্ব’ শব্দটির আভিধানিক অর্থ কী ?

উঃ সংঘর্ষ  বা বিবাদ বা কলহ     

১১. সমাসের আলোচনায় ‘দ্বন্দ্ব’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় ?

উঃ যুক্ত

১২. দ্বন্দ্ব সাধারণত কোন পদের সমাস ?

উঃ বিশেষ্য পদ

১৩. দ্বন্দ্ব সমাসে সমাসবদ্ধ পদে অর্থপ্রাধান্য ঘটে –

উঃ পূর্বপদ ও উত্তরপদের  

১৪. দ্বন্দ্ব সমাসে ব্যাসবাক্যে সমস্যমান পদগুলিকে কী দ্বারা যুক্ত করা হয় ?  

উঃ সংযোজক অব্যয়

১৫. সংস্কৃত ব্যাকরণে কর্মধারয় কোন সমাসের অন্তর্ভূক্ত ?

উঃ তৎপুরুষ

আরও দেখুন

১৬. কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের কোন পদটির অর্থ সমাসবদ্ধ পদে প্রধান হয় ?

উঃ উত্তরপদের

১৭. ব্যাসবাক্য নির্ণয় করুন – ‘কালবৈশাখী’।

উঃ কাল রূপ বৈশাখী

১৮. অলঙ্কার শাস্ত্রে উপমেয় বলতে কী বোঝায় ?

উঃ তুল্য বস্তু

১৯. কী উপমান ও উপমেয়ের মধ্যে সমতা বোঝায় ?

উঃ সাদৃশ্যবাচক শব্দ

২০. উপমান কর্মধারয় সমাসে উপমানটির অবস্থান হয় –

উঃ পূর্বপদে

২১. উপমিত কর্মধারয় সমাসে পূর্বপদটি হয় –

উঃ উপমেয়

২২. কোন প্রকার কর্মধারয় সমাসে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় ?

উঃ রূপক কর্মধারয় সমাসে

২৩. সমষ্টি অর্থ প্রকাশক সমাসটির নাম কী ?

উঃ দ্বিগু

২৪. দ্বিগু সমাসে পূর্বপদটি কী ধরনের পদ হয় ?

উঃ সংখ্যাবাচক বিশেষণ

২৫. দ্বিগু সমাসের উত্তরপদটি কী ধরনের পদ হয় ?

উঃ বিশেষ্য

২৬. দ্বিগু সমাসে অর্থপ্রাধান্য ঘটে কোন পদের ?

উঃ উত্তরপদের

২৭. পূর্বপদের বিভিন্ন কারকের বিভক্তি সমাসবদ্ধ পদে লোপ পায় কোন প্রকার সমাসে ?

উঃ তৎপুরুষ সমাসে

২৮. ‘রাজপথ’ শব্দটির ব্যাসবাক্য নির্ণয় করুন।

উঃ পথের রাজা

২৯. উপপদ বলতে কী বোঝায় ?

উঃ কৃদন্ত পদের পূর্বপদকে উপপদ বলে।

৩০. ‘বহুব্রীহি’ শব্দটিতে ‘ব্রীহি’ কথাটির অর্থ কী ?

উঃ ধান্য

এরকম আর কোনো প্রয়োজনীয় তথ্য পেতে চাইলে এই পোস্টের কমেন্টে তা জানান।

2 thoughts on “সমাস – বাছাই করা প্রশ্নোত্তর

  • জয়ন্ত রায়

    খুব ভালো প্র‌শ্ন ।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TO GET LATEST UPDATES AND TUTORIALS FOR FREE..

X