SLST BENGALI FREE MOCK TEST -2
SLST BENGALI FREE MOCK TEST -2 আরও একটি নতুন মক টেস্ট। স্কুল সার্ভিস কমিশন হোক কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষা কিংবা হতে পারে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা, নিজের প্রস্তুতিকে যথাযথ করতে না পারলে সাফল্য আসে না। আর নিজের প্রস্তুতি কেমন হচ্ছে তাও পরখ করে নেওয়া আবশ্যক।
পরীক্ষার্থীরা এ ক্ষেত্রে বাজার থেকে নানা প্র্যাকটিস পেপার নেন এবং তাতে নিজের প্রস্তুতি যাচাই করেন। বর্তমানে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অনলাইন মক টেস্টের ব্যবস্থা হয়েছে। SLST বাংলা পরীক্ষার্থীদের জন্য এ বিষয়ে টার্গেট বাংলা প্রথম পদক্ষেপ গ্রহণ করে। বর্তমানে SLST বাংলা বিষয়ের জন্য SLST Bangla ওয়েবসাইটে আমরা স্বতন্ত্রভাবে মক টেস্টের আয়োজন করেছি। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও আপনি পাবেন লাইভ মক টেস্ট।
আমরা ইতিপূর্বে MOCK TEST – 1 নিয়েছি। আজকের এই টেস্টও তাদের জন্য যারা SLST বাংলা বিষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা পরীক্ষার্থীদের প্রস্তুতি যাচাইয়ের উদ্দেশ্যে এই Mock Test এর আয়োজন করেছি। আজকের টেস্টের প্রশ্নগুলি SLST নির্দিষ্ট সিলেবাসের ব্যাকরণের উপর রাখা হয়েছে। আগের মতো আজকের পরীক্ষাতেও প্রদত্ত মোট প্রশ্নের সংখ্যা ২০ টি। প্রতিটি প্রশ্নের মান ১। SLST BENGALI FREE MOCK TEST -2 দেওয়ার পূর্বে নিয়মগুলি দেখে নেওয়ার অনুরোধ রইল।
SLST BENGALI FREE MOCK TEST -2 নির্দেশিকা
মক টেস্ট কীভাবে দেবেন ? আমরা এর আগের টেস্টের নির্দেশিকায় এ বিষয়ে পূর্বাপর বুঝিয়ে দিয়েছি। যারা জানেন না তারা ঐ নির্দেশিকা দেখে নিতে পারেন।
১. প্রথমেই ENTER NOW করুন।
২. টেস্ট শুরুর পূর্বে নির্দিষ্ট ফর্মে আপনার নাম ও মোবাইল নাম্বার লিখুন।
৩. মোট প্রশ্নের সংখ্যা ২০টি। প্রতিটি পেজে আপনি একটি করে প্রশ্ন পাবেন। বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করে পরের প্রশ্নে চলে যান।
৪. আপনাকে ৩০ মিনিট সময় দেওয়া হবে পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য।
৫. সবশেষে নিজের স্কোর দেখুন।
৬. পরীক্ষার প্রশ্নপত্র পছন্দ হলে ফেসবুক, হোয়াটস্অ্যাপ বা টেলিগ্রামে SHARE করতে পারেন
MOCK TEST – 2 বিষয়
আজকের পরীক্ষার বিষয় – নবম-দশম শ্রেণির সিলেবাস অনুসারে ব্যাকরণ।
Valo questions.Thanks
Bhalo prasno
KHUB VALO Q.
slst ix ar jonno roo question amader den sir.help hobe.