আধুনিক বাংলা সাহিত্যইন্টারভিউ

নাটক স্পেশ্যাল – SLST বাংলা ইন্টারভিউ

যারা SLST বাংলা ইন্টারভিউ -এর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের প্রদত্ত রুটিন অনুসারে আজকের প্রয়াস – নাটক স্পেশ্যাল মক টেস্ট। যারা আমাদের ইন্টারভিউ গ্রুপে এনরোল করেছেন তাদের জন্য আমরা যেমন বিষয় ভিত্তিক প্রস্তুতির ব্যবস্থা করেছি তেমনি থাকছে ডেমো ক্লাস বিষয়েও আলোচনা। আজকের মক টেস্টে বাংলা নাটক থেকে নির্বাচিত প্রশ্ন থাকছে।

নাটক স্পেশ্যাল

আমরা এর আগে একটি মক টেস্ট নিয়ে এসেছি যাতে পূর্ববর্তী পাঠের পুনরাবৃত্তি করা হয়েছে এবং SLST বাংলা ইন্টারভিউ -এর প্রশ্ন সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হয়। আজকের মক টেস্ট সম্পূর্ণভাবে নিজ নিজ স্পেশ্যাল পেপার ভিত্তিক, যাতে নাটক বিষয়ের ধারণা যাচাই করা সম্ভব হয়।

আমরা একে একে ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি ডেমো ক্লাস নিয়েও আলোচনা করব যাতে সকলের উপকার হয়। ইন্টারভিউয়ের প্রস্তুতিতে যেমন নিজ বিষয়ে দক্ষতা বাড়াতে হবে তেমনি আনুষঙ্গিক অন্যান্য বিষয়েও যত্নবান হতে হবে।

ট্র্যাজেডি ও অন্যান্য বিষয়ে জানতে এখানে ক্লিক করুন

ইন্টারভিউ টেস্ট কী ?

আমরা এই পোস্টে আসলে একটি মক টেস্টের আয়োজন করেছি যাতে আপনার বিষয় থেকে এবং স্পষ্টভাবে বললে আপনার স্পেশ্যাল পেপার থেকে ৩০টি প্রশ্ন পাবেন। এই প্রশ্নগুলি ইন্টারভিউয়ের দিকে লক্ষ্য রেখেই নির্বাচন করা হয়েছে। প্রশ্নগুলি আপনাদের কেমন লাগল তা কমেন্টে জানাবেন।

আমাদের উদ্দেশ্য

আমাদের মূল উদ্দেশ্য, আপনাকে ইন্টারভিউয়ের জন্য সামগ্রিকভাবে প্রস্তুত করে রাখা। তাই এই ধরনের মক টেস্টের আয়োজন করা। এছাড়া আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও ইন্টারভিউ ও ডেমো ক্লাস বিষয়ে নিয়মিত আলোচনা করব। সেই সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।

টেস্টের পদ্ধতি

> প্রথমেই লিংকটি ওপেন করে পাসওয়ার্ড দিন।
> এরপর ENTER NOW বাটনে ক্লিক করুন। আপনার সামনে একটি পেজ খুলে যাবে।
> ঐ পেজে আপনার সম্পূর্ণ নাম লিখুন।
> এরপর আপনার সামনে একটি পেজে ১০টি প্রশ্ন পাবেন।
> মোট ৩টি পেজে আপনি ৩০টি প্রশ্ন পাবেন।
> আপনার ধারণা অনুসারে বিকল্প থেকে সঠিক উত্তর বেছে নিন।
> সম্পূর্ণ টেস্ট দিতে সময় পাবেন ৩০ মিনিট
> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর রেজাল্ট দেখুন। পাস মার্কস – ২৭ (৯০%)
> রেজাল্ট পেজে পাবেন সমস্ত প্রশ্নের সঠিক উত্তর।

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়
0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৩০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by SLST BANGLA

Interview

নাটক স্পেশ্যাল

SLST Interview 5

A Mock Test On Special Paper
Subject - নাট্যসাহিত্য
Full Marks - 30
Pass Marks - 27

Please Enter the provided Password

ফর্মে আপনার সম্পূর্ণ নাম লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 30

1. নাটকের পঞ্চাঙ্ক বিভাগের গঠন একটি পিরামিডের দ্বারা বুঝিয়েছেন কে ?

2 / 30

2. 'বোধেন্দু বিকাশ' - কার নাটক ?

3 / 30

3. চাঁদ বণিকের পালা - কার নাটক ?

4 / 30

4. 'একাঙ্কিকা' নামটি কার দেওয়া ?

5 / 30

5. জোড়াসাঁকো থিয়েটারের সঙ্গে কোন্‌ ব্যক্তিত্বের নাম যুক্ত ?

6 / 30

6. 'চণ্ডীনাটক' কার লেখা ?

7 / 30

7. নতুন ইহুদী (১৯৫৩) - কার বিখ্যাত নাটক ?

8 / 30

8. কে নাটককে 'পঞ্চম বেদ' বলেছেন -

9 / 30

9. স্টার থিয়েটারে অভিনীত প্রথম নাটক কোন্‌টি ?

10 / 30

10. মাইকেল মধুসূদনের অসম্পূর্ণ নাটকটি হল -

11 / 30

11. 'নীলদর্পণ' নাটকটির ইংরেজি অনুবাদের নাম কী ?

12 / 30

12. 'বিভাব' নাটকের নেপথ্যে কোন্‌ গানটি শোনা গিয়েছিল ?

13 / 30

13. স্টার থিয়েটার কলকাতার কোন অঞ্চলে তৈরি হয় ?

14 / 30

14. ১৯১৪ খ্রিঃ 'ডাকঘর' নাটকটির ইংরেজি অনুবাদ করেন -

15 / 30

15. 'ছেঁড়া তার' নাটকের পটভূমি হল -

16 / 30

16. একাঙ্ক নাটককে 'An one act play' বলেছেন কে ?

17 / 30

17. কাকে 'রসরাজ' বলা হয় ?

18 / 30

18. কার লেখা নাটক - 'জীবনটাই নাটক' ?

19 / 30

19. গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রথম সামাজিক নাটকের নাম কী ?

20 / 30

20. ফরাসি নাট্যকার মঁলিয়ারের 'L Amour meaecin' অবলম্বনে রচিত গিরিশচন্দ্রের নাটকটির নাম কী ?

21 / 30

21. কোন্‌ বছর প্রথম বাংলা নাট্যশালা গঠিত হয় ?

22 / 30

22. 'ঝাঁসির রানি' কার অসমাপ্ত একটি নাটক ?

23 / 30

23. গিরিশচন্দ্র ঘোষের শেষ নাটক কোন্‌টি ?

24 / 30

24. 'নাট্যতত্ত্ব ও মীমাংসা' গ্রন্থের রচয়িতা কে ?

25 / 30

25. কোন্‌ নাটকের পূর্বনাম - 'ভগ্ন শিবমন্দির' ?

26 / 30

26. কার লেখা - 'ফিলেবাস' ?

27 / 30

27. কোন্‌ নাটকে মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষরের ব্যবহার করেন ?

28 / 30

28. কোন্‌ রঙ্গমঞ্চে 'জনা' নাটকের প্রথম অভিনয় হয় ?

29 / 30

29. গিরিশচন্দ্র ঘোষের প্রথম ঐতিহাসিক নাটকের নাম কী ?

30 / 30

30. 'গুরু' নাটকের প্রথম গানটি কার গাওয়া ?

Your score is

0%