SLST BENGALI FREE MOCK TEST – 4
আমরা আজ নিয়ে এলাম SLST BENGALI FREE MOCK TEST – 4 যা slst bangla পরীক্ষার্থীদের জন্য। আমরা নবম দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য ইতিমধ্যে দুটি পরীক্ষা গ্রহণ করেছি – MOCK TEST – 1 এবং MOCK TEST – 2 এবং দুটি পরীক্ষাতেই অংশগ্রহণ করেছেন বহু সংখ্যক পরীক্ষার্থী। পাশাপাশি আমরা পৃথক মক টেস্ট সেট দিয়েছি একাদশ দ্বাদশ শ্রেণির জন্য। কেবল মক টেস্ট দেওয়া নয়, আমরা SLST বাংলা পরীক্ষার্থীদের সাহায্যের জন্য বিভিন্ন টিউটোরিয়ালও এখানে আপলোড করে চলেছি। আশা করি এই সমস্ত বিষয়গুলি সকলের কাজে লাগছে। এ বিষয়ে আপনাদের মতামত জানতে আগ্রহী।
সকলেই জানেন, আমাদের সরল ও আধুনিক মক টেস্ট পদ্ধতির কথা। আমাদের এই টেস্ট কেবল সহজ-সরলই তা নয়, পাশাপাশি বিবিধ বৈশিষ্ট্য যুক্ত। যারাই আমাদের মক টেস্টগুলি দেন তারা এ বিষয়ে জ্ঞাত আছেন। এছাড়া আমরা LIVE MOCK TEST নিয়ে চলেছি আমাদের ইউটিউব চ্যানেল প্রয়াসে। আমাদের চ্যানেলের সদস্য হওয়ার জন্য এখানে ক্লিক করুন।
SLST BENGALI FREE MOCK TEST – 4
SLST Bangla আয়োজিত আমাদের আজকের এই টেস্ট তাদের জন্য যারা SLST বা MSC Exam এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। পরীক্ষার্থীদের প্রস্তুতি যাচাইয়ের উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ। আজকের টেস্টের প্রশ্নগুলি SLST নির্দিষ্ট সিলেবাসের সাহিত্যের ইতিহাসের উপর রাখা হয়েছে। মোট প্রদত্ত প্রশ্নের সংখ্যা ২০ টি। প্রতিটি প্রশ্নের মান ১। SLST BENGALI FREE MOCK TEST – 4 দেওয়ার পূর্বে নিয়মগুলি দেখে নেওয়ার অনুরোধ রইল।
FREE MOCK TEST – 4 নির্দেশিকা
আমাদের মক টেস্ট দেওয়ার বিশেষ কোনো শর্ত নেই। নেই কোনো পাসওয়ার্ড। লগ ইনের কোনো ঝামেলা নেই। এ বিষয়ে আমাদের নির্দেশিকা পড়ে দেখতে পারেন। নীচে দেখানো ENTER NOW বাটনে ক্লিক করে নিজের নাম ও মোবাইল নাম্বার লিখুন। এরপর আপনার সামনে প্রশ্ন চলে আসবে। আপনি সঠিক উত্তর বেছে নিন। সব শেষে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনাকে আজকের পরীক্ষায় আপনার ফলাফল জানিয়ে দেবে। কেউ চাইলে পরীক্ষাটি ফেসবুকে, হোয়াটস্অ্যাপ বা টেলিগ্রামে SHARE করে রাখতে পারেন। আর পরীক্ষা শেষে অবশ্যই আপনার মতামত জানাবেন।
MOCK TEST – 4 বিষয়
আজকের পরীক্ষার বিষয় – নবম-দশম শ্রেণির সিলেবাস অনুসারে সাহিত্যের ইতিহাস।