Tutorialsব্যাকরণ

শুদ্ধ বানান ও অশুদ্ধ বানান

বাংলা সঠিকভাবে লিখতে হলে শুদ্ধ বানান জানা আবশ্যিক। আমাদের বাংলা লেখার সময় অনেকক্ষেত্রে কোনো শব্দের বানান নিয়ে সংশয় জাগে। শুদ্ধ বানান ও অশুদ্ধ বানান শীর্ষক এই আলোচনায় আমরা সঠিক ও বেঠিক বানানের তালিকা এখানে তুলে ধরেছি। আশা করা যায় এই পোস্ট থেকে অনেকের উপকার হবে। কোন্‌ বানান সঠিক আর কোন্‌ বানান ভুল তা নীচের তালিকা থেকে দেখে নিন।

শুদ্ধ বানান ও অশুদ্ধ বানান

শুদ্ধ বানানঅশুদ্ধ বানানশুদ্ধ বানানঅশুদ্ধ বানান
অঘ্রানঅঘ্রাণঐকতানঐক্যতান
অত্যন্তঅত্যান্তকাণ্ডকান্ড
অদ্যাবধিঅদ্যবধিকিরীটীকিরিটী
অন্ত্যোষ্টিঅন্ত্যেষ্টিকৌতূহলকৌতুহল
অনটনঅনাটনকুজ্ঝটিকাকুজ্ঝটীকা
অনিন্দ্যঅনিন্দকটূক্তিকটুক্তি
অনূদিতঅনদিতকনীনিকাকণীনিকা
অনুমত্যনুসারেঅনুমত্যানুসারেকৃষিজীবীকৃষিজীবি
অরুন্ধতীঅরুন্ধুতীগোষ্পদগোস্পদ
অশুদ্ধিঅশুদ্দিগরীয়সীগরিয়সী
অহোরাত্রঅহরাত্রঘণ্টাঘন্টা
আনুষঙ্গিকআনুষাঙ্গিকজীবিকাজিবীকা
আবিষ্কারআবিস্কারযদ্যপিযদ্যাপি
আসক্তিআশক্তিতিরস্কারতিরষ্কার
ইতস্ততইতস্ততঃতপস্বিনীতপস্বীনি
উচ্ছ্বাসউচ্ছাসদ্বন্দ্বদন্দ্ব
উজ্জ্বলউজ্বলদুর্গাদূর্গা
উদ্ভূতউদ্ভুতনভস্তলনভতল
উপযোগিতাউপযোগীতানমস্কারনমষ্কার
ঋণঋনপ্রতিযোগিতাপ্রতিযোগীতা
গোসাগোঁসাপুরস্কারপুরষ্কার
গোঁসাইগোসাইপরিষ্কারপরিস্কার

তালিকায় উদ্ধৃত শব্দের বাইরেও বহু শব্দ আছে যার সঠিক বানান নিয়ে আমাদের মনে দ্বন্দ্ব তৈরি হয়। আমরা পরবর্তী পোস্টে বাকি শব্দগুলিও তুলে ধরব যদি আপনি চান। আপনি কোন্‌ শব্দের সঠিক বানান জানতে ইচ্ছুক তা কমেন্টে লিখুন। প্রয়োজনে আমাদের ব্যাকরণ অভিধান অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। অ্যাপটি বাংলা ব্যাকরণের সর্ববৃহৎ অভিধান অ্যাপ যা কোনোরকম বিজ্ঞাপণ বিহীন।

আলোচক – নীলরতন চট্টোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TO GET LATEST UPDATES AND TUTORIALS FOR FREE..

X