শুদ্ধ বানান ও অশুদ্ধ বানান
বাংলা সঠিকভাবে লিখতে হলে শুদ্ধ বানান জানা আবশ্যিক। আমাদের বাংলা লেখার সময় অনেকক্ষেত্রে কোনো শব্দের বানান নিয়ে সংশয় জাগে। শুদ্ধ বানান ও অশুদ্ধ বানান শীর্ষক এই আলোচনায় আমরা সঠিক ও বেঠিক বানানের তালিকা এখানে তুলে ধরেছি। আশা করা যায় এই পোস্ট থেকে অনেকের উপকার হবে। কোন্ বানান সঠিক আর কোন্ বানান ভুল তা নীচের তালিকা থেকে দেখে নিন।
শুদ্ধ বানান ও অশুদ্ধ বানান
শুদ্ধ বানান | অশুদ্ধ বানান | শুদ্ধ বানান | অশুদ্ধ বানান |
---|---|---|---|
অঘ্রান | অঘ্রাণ | ঐকতান | ঐক্যতান |
অত্যন্ত | অত্যান্ত | কাণ্ড | কান্ড |
অদ্যাবধি | অদ্যবধি | কিরীটী | কিরিটী |
অন্ত্যোষ্টি | অন্ত্যেষ্টি | কৌতূহল | কৌতুহল |
অনটন | অনাটন | কুজ্ঝটিকা | কুজ্ঝটীকা |
অনিন্দ্য | অনিন্দ | কটূক্তি | কটুক্তি |
অনূদিত | অনদিত | কনীনিকা | কণীনিকা |
অনুমত্যনুসারে | অনুমত্যানুসারে | কৃষিজীবী | কৃষিজীবি |
অরুন্ধতী | অরুন্ধুতী | গোষ্পদ | গোস্পদ |
অশুদ্ধি | অশুদ্দি | গরীয়সী | গরিয়সী |
অহোরাত্র | অহরাত্র | ঘণ্টা | ঘন্টা |
আনুষঙ্গিক | আনুষাঙ্গিক | জীবিকা | জিবীকা |
আবিষ্কার | আবিস্কার | যদ্যপি | যদ্যাপি |
আসক্তি | আশক্তি | তিরস্কার | তিরষ্কার |
ইতস্তত | ইতস্ততঃ | তপস্বিনী | তপস্বীনি |
উচ্ছ্বাস | উচ্ছাস | দ্বন্দ্ব | দন্দ্ব |
উজ্জ্বল | উজ্বল | দুর্গা | দূর্গা |
উদ্ভূত | উদ্ভুত | নভস্তল | নভতল |
উপযোগিতা | উপযোগীতা | নমস্কার | নমষ্কার |
ঋণ | ঋন | প্রতিযোগিতা | প্রতিযোগীতা |
গোসা | গোঁসা | পুরস্কার | পুরষ্কার |
গোঁসাই | গোসাই | পরিষ্কার | পরিস্কার |
তালিকায় উদ্ধৃত শব্দের বাইরেও বহু শব্দ আছে যার সঠিক বানান নিয়ে আমাদের মনে দ্বন্দ্ব তৈরি হয়। আমরা পরবর্তী পোস্টে বাকি শব্দগুলিও তুলে ধরব যদি আপনি চান। আপনি কোন্ শব্দের সঠিক বানান জানতে ইচ্ছুক তা কমেন্টে লিখুন। প্রয়োজনে আমাদের ব্যাকরণ অভিধান অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। অ্যাপটি বাংলা ব্যাকরণের সর্ববৃহৎ অভিধান অ্যাপ যা কোনোরকম বিজ্ঞাপণ বিহীন।