FOR MEMBERS

PSC Bengali Mock Test – 25

পিএসসি বাংলা পরীক্ষার্থী তথা আমাদের PSC CLASS 2025 -এর সদস্য সদস্যাদের জন্য আমরা নিয়ে এলাম আরও একটি মক টেস্ট। প্রদত্ত রুটিন অনুসারে গৃহীত এই টেস্ট সকল পরীক্ষার্থীর প্রস্তুতি সম্পর্কে বুঝতে সাহায্য করবে। আর যারা প্রথমবার এই পরীক্ষা দেবেন তাদেরও প্রশ্ন সম্পর্কে একটি ধারণা তৈরি করতে সক্ষম আজকের PSC Bengali Mock Test – 25 যার বিষয় পিএসসি নির্ধারিত সিলেবাসের গিরিশচন্দ্র ঘোষ

আমাদের ক্লাসরুমের সদস্যদের জন্য আমরা এর আগে সিলেবাস অনুসারে মধ্যযুগ থেকে আধুনিক যুগের বাংলা সাহিত্য, ব্যাকরণের সন্ধি ও সমাস সহ বিভিন্ন অংশ থেকে মক টেস্ট গ্রহণ করেছি। এছাড়া নেওয়া হয়েছে বিভিন্ন বিষয়ে একাধিক রিভিসন মক টেস্ট। প্রতিটি পরীক্ষার্থীর প্রস্তুতি কেমন চলছে, তারা নিজেদের পাঠ/তথ্য কতখানি স্মরণে রাখতে পারছেন তা যাচাই করে দেখার জন্য আমরা বিভিন্ন মক টেস্টের আয়োজন করে আসছি। আমাদের বর্তমান মক টেস্টটি সকলের উদ্দেশ্যে তৈরি সেরকম একটি প্রয়াস

PSC Bengali Mock Test বিবরণ

আজকের মক টেস্ট বিশেষ করে আমাদের রেজিস্টার্ড সদস্যদের জন্য তৈরি করা হয়েছে। পিএসসি বাংলার সিলেবাস ভিত্তিক নির্দিষ্ট বিষয়ের উপর এই মক টেস্ট প্রশ্ন দেওয়া হয়েছে। এই PSC Bengali Mock Test – 25 বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত গিরিশচন্দ্র ঘোষ থেকে প্রশ্ন নির্বাচিত। আমরা জানি যে, যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য রীতিমতো প্রস্তুতি প্রয়োজন। কিন্তু সঠিকভাবে পড়াশোনার পাশাপাশি সেই পড়া কতখানি আয়ত্ত্ব হল তা যাচাই করে দেখে নেওয়াও প্রয়োজন। আমাদের এই অনলাইন মক টেস্টগুলি সেই উদ্দেশ্যেই তৈরি। আমরা রুটিন অনুসারে বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা নিয়ে চলেছি।

বলা যায়, এই পরীক্ষায় সফল হতে আপনাকে প্রতিটি বিষয় খুঁটিয়ে পড়তে হবে। প্রতিটি বিষয়ের গভীরে প্রবেশ করে আপনাকে তথ্য চয়ন করতে হবে। সেই সঙ্গে ব্যাকরণ ব্যাপকভাবে অনুশীলন করতেই হবে। আর অনলাইন বা অফলাইন মক টেস্টে অংশগ্রহণ করে নিজের প্রস্তুতির মান বুঝে নিতে হবে। আমাদের এই ওয়েবসাইটে পিএসসি বাংলার জন্য প্রচুর মক টেস্ট সেট রয়েছে। সেগুলি অনুশীলন করার পরামর্শ থাকল।

নির্দেশিকা

>> লিংকটি ওপেন করুন।
>> ENTER NOW বাটনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে।
>> এরপর আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন। ইমেলে প্রশ্ন পেতে চাইলে আপনার ইমেল ঠিকানা লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> একটি পেজে আপনি 5টি প্রশ্ন পাবেন। মোট 4টি পেজে 20টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> অবগতির জন্য জানাই, 80% পেলে আপনি পাশ করতে পারবেন।
>> আপনার ইমেল চেক করুন। প্রশ্ন ও রেজাল্ট পেয়ে যাবেন।

বিষয়

আমাদের আজকের পরীক্ষার বিষয় – PSC নির্ধারিত সমগ্র সিলেবাসের গিরিশচন্দ্র ঘোষ

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায় / NIL SIR

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৩০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


গিরিশচন্দ্র ঘোষ

PSC Bengali - 25

PSC বাংলা পরীক্ষার্থীদের জন্য তৈরি একটি মক টেস্ট
PSC Bengali Mock Test - 25
Full Marks - 20
Pass Mark - 16 (80%)

Please Enter the provided Password

পরীক্ষা দেওয়ার পূর্বে আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 20

Category: সাহিত্যের ইতিহাস

1. গিরিশচন্দ্র ঘোষের কোন্‌ নাটকের পূর্ববর্তী নাম 'আদর্শ গৃহিণী' ?

2 / 20

Category: সাহিত্যের ইতিহাস

2. গিরিশচন্দ্র এমারেল্ড থিয়েটারের জন্য কোন্‌ নাটকটি লেখেন ?

3 / 20

Category: সাহিত্যের ইতিহাস

3. 'ধরা তো দেয় না হাওয়া, ফুলে-ফুলে চলে যায়' – গানটি কোন্‌ নাটকের ?

4 / 20

Category: সাহিত্যের ইতিহাস

4. গিরিশচন্দ্র তাঁর কোন্‌ নাটকটি ভগিনী নিবেদিতাকে উৎসর্গ করেছেন ?

5 / 20

Category: সাহিত্যের ইতিহাস

5. ঐতিহাসিক নাটক 'মীর কাসিম' কে প্রথম প্রকাশ করেন ?

6 / 20

Category: সাহিত্যের ইতিহাস

6. গিরিশচন্দ্রের লেখা প্রথম মঞ্চসফল নাটক কোন্‌টি ?

7 / 20

Category: সাহিত্যের ইতিহাস

7. 'বাবু গিরিশচন্দ্র ঘোষ বাঙ্গলার নব্যধরনের নাটকের সৃষ্টিকর্তা' – বক্তব্যটি কার ?

8 / 20

Category: সাহিত্যের ইতিহাস

8. কোন্‌ নাটকটির প্রথম অভিনয় স্টার থিয়েটারে হয়নি ?

9 / 20

Category: সাহিত্যের ইতিহাস

9. গিরিশচন্দ্র ঘোষ সম্পাদিত পত্রিকাটির নাম কী ?

10 / 20

Category: সাহিত্যের ইতিহাস

10. গিরিশচন্দ্রের লেখা 'পারস্য-প্রসূন বা পারিসানা' কোন্‌ শ্রেণির নাটক ?

11 / 20

Category: সাহিত্যের ইতিহাস

11. নাট্যকারের মত অনুসারে তাঁর কোন্‌ নাটক মঞ্চসফল হওয়ায় 'মীর কাসিম' নাটকটি লিখতে প্রবৃত্ত হয়েছেন ?

12 / 20

Category: সাহিত্যের ইতিহাস

12. গিরিশচন্দ্র ১৮৬৮ খ্রিস্টাব্দ – ১৮৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত কোন্‌ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন ?

13 / 20

Category: সাহিত্যের ইতিহাস

13. 'পাণ্ডব-গৌরব' নাটকটি সর্বপ্রথম কোন্‌ থিয়েটারে অভিনীত হয় ?

14 / 20

Category: সাহিত্যের ইতিহাস

14. গিরিশচন্দ্রের প্রথম সামাজিক নাটকটি কোন থিয়েটারে অভিনয় হয় ?

15 / 20

Category: সাহিত্যের ইতিহাস

15. 'নাটক বুঝিবার সাধারণ দর্শক এখনও বাংলায় তৈরি হয় নাই।' – কোন্‌ নাটক অভিনয়ের পর গিরিশচন্দ্র এই কথা বলেছিলেন ?

16 / 20

Category: সাহিত্যের ইতিহাস

16. 'সীতাহরণ' নাটকের প্রস্তাবনায় গিরিশচন্দ্র কোন্‌ বিখ্যাত লেখকের উদ্ধৃতি দিয়েছেন ?

17 / 20

Category: সাহিত্যের ইতিহাস

17. গিরিশচন্দ্রের লেখা 'স্ত্রী-শিক্ষা' কোন্‌ পত্রিকায় প্রকাশিত হয় ?

18 / 20

Category: সাহিত্যের ইতিহাস

18. 'চন্দ্র সূর্য্য যতদিন উদিবে জগতে,
রহিবে অখ্যাতি মম।' – 'রাবণবধ' নাটকে এই উক্তি কার ?

19 / 20

Category: সাহিত্যের ইতিহাস

19. গিরিশচন্দ্রের প্রথম পৌরাণিক নাটকের নাম কী ?

20 / 20

Category: সাহিত্যের ইতিহাস

20. 'জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী' – গানটি কোন্‌ নাটকের ?

Your score is

0%

There are no results yet.