FOR ALL

PSC Bengali Mock Test – 1

নিয়ে আসা হল বিশেষ একটি মক টেস্ট – PSC Bengali Mock Test – 1 । PSC -এর শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রস্তুতি যাচাই ও উৎসাহ দানের জন্য এই মক টেস্ট আয়োজন। একথা অনস্বীকার্য যে, পরীক্ষার্থীদের প্রস্তুতিতে PSC প্রদত্ত সিলেবাসের প্রতিটি বিষয়য়ের উপর যথেষ্ট দক্ষতা রাখা থাকতে হবে। আজকের এই মক টেস্টের উদ্দেশ্য PSCপরীক্ষার জন্য প্রতিটি পরীক্ষার্থীর প্রস্তুতিকে যাচাই করে নেওয়া।

PSC Bengali Mock Test বিবরণ

পরীক্ষাটি PSC নির্ধারিত সিলেবাস অনুসারে তৈরি করা হয়েছে। এই মক টেস্ট থেকে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবেন যা হয়তো আগে পাননি। আমাদের মক টেস্টে প্রত্যহ নতুন নতুন প্রশ্নের সম্ভার থাকে। আমাদের আজকের এই PSC Bengali Mock Test – 1 মক টেস্ট আপনার প্রস্তুতিকে নিখুঁত করার জন্য অনেকখানি সহায়ক হবে তা বলার অপেক্ষা রাখে না। আমরা আজকের এই মক টেস্টের প্রশ্নগুলি রেখেছি আরণ্যক উপন্যাস, পদাতিক কাব্য, বিসর্জন নাটক, মেঘনাদবধ কাব্য, নরক গুলজার নাটক সহ বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে।

নির্দেশিকা

>> আপনি যদি আমাদের মক টেস্ট কীভাবে দেবেন বুঝতে না পারেন তাহলে আমাদের নির্দেশিকা অংশটি পড়ুন।
>> ENTER NOW বাটনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে।
>> ঐ পেজের ফর্মে আপনার সম্পূর্ণ নাম মোবাইল নম্বর লিখুন। মনে রাখবেন সম্পূর্ণ নাম না লিখলে বা abc জাতীয় নাম লিখলে আপনার স্কোর গ্রাহ্য হবে না।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> প্রতিটি পেজে আপনি ১০টি করে প্রশ্ন পাবেন।
>> তিনটি পেজে মোট ৩০টি প্রশ্ন পাবেন আপনি।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> সঠিক উত্তর জানতে ও প্রশ্নোত্তরের পিডিএফ পেতে জয়েন করুন আমাদের ইউটিউব লাইভে।

বিষয়

আমাদের আজকের পরীক্ষার বিষয় – PSC নির্ধারিত সিলেবাসের পাঠ্যপুস্তক অংশ (৩০ নম্বর)

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায় / NIL SIR

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৩০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


PSC

পিএসসি বাংলা মক টেস্ট

PSC Bengali - 1

PSC বাংলার পরীক্ষার্থীদের উপযোগী একটি মক টেস্ট
PSC Bengali Mock Test - 1
Full Marks - 30

পরীক্ষা দেওয়ার পূর্বে আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন। ইমেলে প্রশ্নপত্র পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 30

Category: পাঠ্যপুস্তক

1. 'বিশ্বব্রহ্মান্ডে সবকিছু জোড়ায় জোড়ায় আছে।' - বক্তা কে ?

2 / 30

Category: পাঠ্যপুস্তক

2. 'রোম্যান্টিক' কবিতাটিতে মোট কতগুলি স্তবক আছে ?

3 / 30

Category: পাঠ্যপুস্তক

3. 'আরণ্যক' উপন্যাসে কাকে 'খাঁটি ভবঘুরে' বলা হয়েছে -

4 / 30

Category: পাঠ্যপুস্তক

4. রাবণকে 'দুষ্ট লঙ্কাপতি' কে বলেছেন ?

5 / 30

Category: পাঠ্যপুস্তক

5. 'পদাতিক' কাব্যের কবিতাগুলি কোন সময়কালের মধ্যে লেখা ?

6 / 30

Category: পাঠ্যপুস্তক

6. 'এত রক্ত কেন, কে বলিয়া দিবে মোরে' - কার এই জিজ্ঞাসা ?

7 / 30

Category: পাঠ্যপুস্তক

7. 'কাঠফাটা রোদ ------ চামড়া' - শূন্যস্থান পূরণ কর।

8 / 30

Category: পাঠ্যপুস্তক

8. ভুবন সরকার হাঁড়ি হাতে করে কোন গাছের পাশে দাঁড়িয়েছিল ?

9 / 30

Category: পাঠ্যপুস্তক

9. সত্যচরণের সঙ্গে রাজা দোবরু পান্নার দ্বিতীয় সাক্ষাৎ হয় উপন্যাসের যে পরিচ্ছেদে -

10 / 30

Category: পাঠ্যপুস্তক

10. ডাক্তার তার প্রেমিকাকে কতদিন অন্তর চিঠি লিখতেন ?

11 / 30

Category: পাঠ্যপুস্তক

11. 'তুরীয়ানন্দে' ছুটে চলার বিষয়ে কবি 'উন্মাদ' শব্দের প্রয়োগ করেছেন -

12 / 30

Category: পাঠ্যপুস্তক

12. 'মেঘনাদবধ কাব্যে'র প্রথম সংস্করণে প্রথম খন্ডের প্রকাশ হয় কোন দিনটিতে ?

13 / 30

Category: পাঠ্যপুস্তক

13. 'নরক গুলজার' নাটকের কোন অঙ্কের কোন দৃশ্যে দেবতাদের 'ফুড পয়জনিং' -এর ঘটনা ঘটেছে ?

14 / 30

Category: পাঠ্যপুস্তক

14. 'মোসলেম ভারত' পত্রিকায় 'বিদ্রোহী' কবিতার সঙ্গে কবির আর কোন কবিতা প্রকাশ পায় ?

15 / 30

Category: পাঠ্যপুস্তক

15. ছক্করবাজি নাচের ওস্তাদ কে -

16 / 30

Category: পাঠ্যপুস্তক

16. রাজমাতা হাইস্কুলের সেক্রেটারী কে ?

17 / 30

Category: পাঠ্যপুস্তক

17. নেংটি কোন ক্লাবের সদস্য ?

18 / 30

Category: পাঠ্যপুস্তক

18. 'আমি প্রকৃতির মতো অকৃত্রিম হব, ভালো হব' - এমন কথা কে বলেছিলেন ?

19 / 30

Category: পাঠ্যপুস্তক

19. 'আমি তবু গাই' - কবি কী গান ?

20 / 30

Category: পাঠ্যপুস্তক

20. গিরিবালা কোন বই হাতে নিয়ে গুরুগৃহে আসত ?

21 / 30

Category: পাঠ্যপুস্তক

21. 'কই আজ আমাকে জাম দিলে না' - বক্তা কে ?

22 / 30

Category: পাঠ্যপুস্তক

22. কে নিজেকে 'ভক্তবংশে'র সন্তান বলে জানিয়েছে ?

23 / 30

Category: পাঠ্যপুস্তক

23. 'বঙ্কিম-প্রতিভা' প্রবন্ধটি ১৩৩৯ বঙ্গাব্দের কোন মাসে পঠিত হয় ?

24 / 30

Category: পাঠ্যপুস্তক

24. সত্যচরণকে ধাতুরিয়া কোন শহর নিয়ে যাবার প্রার্থনা করেছিল -

25 / 30

Category: পাঠ্যপুস্তক

25. 'অপর্ণা হাসির রূপান্তরিত সংস্করণ' - একথা বলেছেন -

26 / 30

Category: পাঠ্যপুস্তক

26. কবির কথায় নিঃসঙ্গতার স্বাদ কেমন ?

27 / 30

Category: পাঠ্যপুস্তক

27. 'নরক গুলজার' নাটকের অভিনয়ে ফুল্লরা চরিত্রে অভিনয় করেছিলেন কে ?

28 / 30

Category: পাঠ্যপুস্তক

28. 'টিচার' গল্পটি মূল গল্পগ্রন্থের কততম গল্প ?

29 / 30

Category: পাঠ্যপুস্তক

29. রাজু পাঁড়ের দেখা একমাত্র শহর কোনটি -

30 / 30

Category: পাঠ্যপুস্তক

30. 'সচকিতে ------- দেখিলা সম্মুখে' - শূন্যস্থান পূরণ কর।

Your score is

0%

User NameScore
Jyoti60%
Joy30%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TO GET LATEST UPDATES FOR FREE..

X