SLST BENGALI FREE MOCK TEST -1
SLST BENGALI FREE MOCK TEST -1 এই মক টেস্ট দিয়ে শুরু হল SLST Bangla -এর পরীক্ষা পর্ব। আমরা এই ওয়েবসাইটে কেবল মক টেস্ট নয়, পাশাপাশি বিভিন্ন বিষয়ের টিউটোরিয়াল যেমন কারক, সমাস, শিশু মনস্তত্ত্ব, বাংলা সাহিত্যের ইতিহাস থেকে নানা প্রশ্নোত্তর পাওয়া যাবে। আমাদের টিউটোরিয়াল ও মক টেস্ট আপনার প্রস্তুতিকে আরও ত্বরাণ্বিত করবে সে বিষয়ে সন্দেহ নেই।
SLST BENGALI FREE MOCK TEST -1
SLST Bangla আয়োজিত মক টেস্ট সিরিজে আপনাকে স্বাগত। আমাদের এই টেস্ট SLST বাংলার পরীক্ষার্থীদের জন্য যারা নবম দশমের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনি যদি SLST বা MSC এর নবম দশম শ্রেণির বাংলা বিষয়ের শিক্ষক নিয়োগের প্রস্তুতি নেন তাহলে এই মক টেস্ট আপনার জন্য। আমরা আপনার প্রস্তুতি যাচাইয়ের উদ্দেশ্যে এই Mock Test এর আয়োজন করেছি। আমরা সমগ্র সিলেবাস থেকে নির্দিষ্ট টপিকের উপর মক টেস্ট নিতে আগ্রহী।
আমাদের প্রথম মক টেস্টে প্রশ্নগুলি SLST নির্দিষ্ট সিলেবাসের সাহিত্যের ইতিহাস, অনুবাদ অনুষঙ্গ, ব্যাকরণ ও পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।পরীক্ষায় প্রদত্ত মোট প্রশ্নের সংখ্যা ২০ টি। প্রতিটি প্রশ্নের মান ১। SLST BENGALI FREE MOCK TEST -1 দেওয়ার পূর্বে নিয়মগুলি দেখে নিতে অনুরোধ করি।
নির্দেশিকা
আমাদের মক টেস্ট পদ্ধতি অতি সহজ। মক টেস্ট শুরুর পূর্বে আপনাকে একটি ফর্ম পূরণ করতে বলা হবে। তাতে আপনি নিজের নাম ও মোবাইল নাম্বার দেবেন। নিজের পরিচয় দিয়ে যে কেউ যে কোনো সময় পরীক্ষা দিতে পারেন। কোথাও কোথাও এমন মক টেস্ট দিতে Passcode দিতে হয়। আমাদের এখানে সেই সমস্যাও নেই। কোথাও কিছু রেজাল্ট ডিলিট না করলে নতুন কেউ টেস্ট দিতে সক্ষম হন না। আমাদের সেই সমস্যা নেই। কেউ কেউ মক টেস্টের জন্য মূল্য নির্ধারণ করে থাকেন। আমাদের মক টেস্ট সম্পূর্ণ বিনামূল্যের। এক কথায় পরীক্ষার্থীদের আন্তরিক সহায়তার জন্য আমরা একটি উচ্চমানের পরিষেবা দিতে আগ্রহী।
কীভাবে দেবেন আমাদের মক টেস্ট ?
১. প্রথমেই এই পেজে দেখানো ENTER NOW বাটনে ক্লিক করুন। বুঝতে নীচের ছবিটি দেখুন।
২. এরপর এই রকম একটি ফর্ম আসবে যাতে আপনি নিজের নাম ও মোবাইল নাম্বার জানাবেন। এরপর Next বাটনে ক্লিক করুন।
৩. আপনার সামনে প্রশ্নপত্র খুলে যাবে। আপনি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে Next বাটনে ক্লিক করুন। আপনার সামনে পরের প্রশ্ন চলে আসবে। এভাবে আপনি সমস্ত প্রশ্নের উত্তর করুন।
৪. সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার রেজাল্ট জানিয়ে দেবে। আপনি চাইলে পরীক্ষাটি পুনরায় দিতে পারেন অথবা Exit করতে পারেন। পরীক্ষার ফলাফলে আপনি জানতে পারবেন কোন ক্যাটেগরিতে আপনি এগিয়ে বা পিছিয়ে আছেন।
MOCK TEST -1 বিষয়
আজকের পরীক্ষার বিষয় – নবম-দশম শ্রেণির সিলেবাস অনুসারে বাংলা সাহিত্যের ইতিহাস, অনুবাদ অনুষঙ্গ, ব্যাকরণ ও পাঠ্যপুস্তক।
Bhalo prasno sir