রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প – একাদশ শ্রেণি
যারা একাদশ শ্রেণির ছাত্রছাত্রী তাদের উদ্দেশ্যে আমাদের পরামর্শ প্রতিটি বিষয়ের মূল বই খুঁটিয়ে পড়ো। খুব ভালো করে মূল পাঠ্যবই না পড়া থাকলে পূর্ণবাক্যে উত্তর লিখতে সমস্যা হবে। তোমাদের পাঠ্য সাহিত্যানুশীলন বাংলা বইটিও খুব যত্ন সহকারে পড়। সঙ্গে নিজের প্রস্তুতি কেমন চলছে তা যাচাই করতে আমাদের অনলাইন পরীক্ষাগুলি দাও। আমাদের আজকের পরীক্ষার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্প থেকে। সেমিস্টার -২ এর নির্ধারিত এই বিষয়ের উপর পরীক্ষাটি দিয়ে নিজের প্রস্তুতি বুঝে নাও।
পাশাপাশি আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য এখানে ক্লিক কর। আমাদের ইউটিউব চ্যানেলে একাদশ শ্রেণির বাংলা বিষয়ের নানা অধ্যায় সহজ সরলভাবে আলোচিত হয়েছে। তোমাদের পরামর্শ, আমাদের চ্যানেল থেকে তোমাদের উপযুক্ত ভিডিওগুলি দেখে নাও।
ছুটি গল্প – মক টেস্ট
প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রস্তুতি যাচাইয়ে আমরা এর আগে তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে মক টেস্ট নিয়েছি। তোমরা জানো তোমাদের আগামী সেমিস্টারে ভালো ফল করতে বাংলা বিষয়ের উত্তরগুলি সব নির্ভুলভাবে করতে হবে। তোমরা যাতে সেগুলি নিয়মিত অভ্যাস করে বা নিয়মিত সঠিক চর্চার মধ্যে থাকো তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা বাংলা বিষয়ে পাঠ্যপুস্তক সাহিত্যানুশীলন ও ভাষা অংশ থেকে এক একটি পরীক্ষা নিতে প্রয়াসী। আশা করি, এই অনলাইন পরীক্ষাগুলি তোমাদের বিশেষভাবে সাহায্য করবে।
কীভাবে পরীক্ষা দেবে?
- প্রথমে ENTER NOW বাটনে ক্লিক কর।
- এরপর তোমার সম্পূর্ণ নাম, বিদ্যালয়ের নাম ও প্রয়োজনে ই-মেল উল্লেখ কর।
- প্রশ্নের পেজ থেকে তোমরা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নাও।
- সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর SEE RESULT এ ক্লিক কর।
- আমাদের অটোমেটিক পদ্ধতি তোমার স্কোর জানাবে।
- তোমার ভুলগুলি দেখে নাও।
- ভুলগুলি সংশোধন করতে মূল বই আবার পড়ো।
RESULT SECTION
User Name | Score |
---|---|
R | 60% |
Dilwar | 40% |
Anupama Mondal | 100% |
Wazed | 90% |
খুব সুন্দর mock test 🤗❤️✨