You are currently viewing PSC বাংলা – এককথায় প্রকাশ

PSC বাংলা – এককথায় প্রকাশ

পিএসসি বাংলা পরীক্ষা যারা দেবেন তারা জানেন, সিলেবাসে থাকা বিষয়গুলির অন্যতম একটি হল এককথায় প্রকাশ । বিগত পরীক্ষাগুলিতে এই অংশ থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে। তাই প্রস্তুতিতে পরীক্ষার্থীদের এককথায় প্রকাশ খুব ভালোভাবে আয়ত্ত্ব করতে হবে। আমাদের আজকের এই পোস্টে কিছু ইচ্ছাসূচক এককথায় প্রকাশ দেওয়া হয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল প্রয়াসে এমন আরও কিছু উদাহরণ পাবেন। আমাদের অন্য একটি ওয়েবসাইট টার্গেট বাংলায় আরও উদাহরণ পাবেন।

এককথায় প্রকাশ তালিকা

আমরা আজ আলোচনার প্রথম পর্বে এককথায় প্রকাশ অংশ থেকে নির্বাচিত কতকগুলি উদাহরণ দিয়েছি। কীসের ইচ্ছা কী ? কার ডাককে কী বলে ? কার অস্ত্রকে কী বলা হয় ? এগুলি খুব গুরুত্বপূর্ণ। আজ আমরা প্রথম অংশটি নিয়ে আলোচনা করেছি। সকলের যদি ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে হয় তবে আমরা পরবর্তী বিষয়গুলি নিয়েও আলোচনা করব। আগ্রহীরা কমেন্টে মতামত জানাবেন।

  1. অনুকরণ করার ইচ্ছা – অনুচিকীর্ষা
  2. অনুসন্ধান করার ইচ্ছা – অনুসন্ধিৎসা
  3. অপকার করার ইচ্ছা – অপচিকীর্ষা
  4. উদক পানের ইচ্ছা – উদন্যা
  5. উপকার করার ইচ্ছা – উপচিকীর্ষা
  6. করার ইচ্ছা – চিকীর্ষা
  7. ক্ষমা করার ইচ্ছা – তিতিক্ষা
  8. গমন করার ইচ্ছা – জিগমিষা
  9. গোপন করার ইচ্ছা – জুগুপ্সা
  10. জয় করার ইচ্ছা – জিগীষা
  11. ত্রাণ লাভ করার ইচ্ছা – তিতীর্ষা
  12. দর্শন করার ইচ্ছা – দিদৃক্ষা
  13. দান করার ইচ্ছা – দিৎসা
  14. নিজের ইচ্ছা – স্বেচ্ছা
  15. দেখবার ইচ্ছা – দিদৃক্ষা
  16. পান করার ইচ্ছা – পিপাসা
  17. প্রতিকার করার ইচ্ছা – প্রতিচিকীর্ষা
  18. প্রতিবিধান করার ইচ্ছা – প্রতিবিধিৎসা
  19. প্রবেশ করার ইচ্ছা – বিবক্ষা
  20. বমন করিবার ইচ্ছা – বিবমিষা
  21. বাস করার ইচ্ছা – বিবৎসা
  22. বিজয়লাভের ইচ্ছা – বিজিগীষা
  23. ভোজনের ইচ্ছা – বুভুক্ষা
  24. মরবার ইচ্ছা – মুমুর্ষা
  25. যেমন ইচ্ছা – যদৃচ্ছা
  26. রমণের ইচ্ছা – রিরংসা
  27. রোদনের ইচ্ছা – রুরুদিষা
  28. লাভ করার ইচ্ছা – লিপ্সা
  29. শোনবার ইচ্ছা – শুশ্রূষা
  30. সততার ইচ্ছা – সদিচ্ছা
  31. সন্ধান করার ইচ্ছা – সন্ধিৎসা
  32. সৃষ্টি করার ইচ্ছা – সিসৃক্ষা
  33. সেবা করার ইচ্ছা – সিষেবিষা
  34. হনন করার ইচ্ছা – জিঘাংসা
  35. হিতের ইচ্ছা রাখেন যিনি – হিতৈষী

তথ্যদান – নীলরতন চট্টোপাধ্যায়