মধ্যযুগ স্পেশ্যাল – SLST বাংলা ইন্টারভিউ
যারা SLST বাংলা ইন্টারভিউ -এর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের প্রদত্ত রুটিন অনুসারে আজকের প্রয়াস – মধ্যযুগ স্পেশ্যাল মক টেস্ট। যারা আমাদের ইন্টারভিউ গ্রুপে এনরোল করেছেন তাদের জন্য আমরা যেমন বিষয় ভিত্তিক প্রস্তুতির ব্যবস্থা করেছি তেমনি থাকছে ডেমো ক্লাস বিষয়েও আলোচনা। আজকের মক টেস্টে মধ্যযুগের বাংলা সাহিত্য থেকে নির্বাচিত প্রশ্ন থাকছে।
মধ্যযুগ স্পেশ্যাল
আমরা এর আগে একটি মক টেস্ট নিয়ে এসেছি যাতে পূর্ববর্তী পাঠের পুনরাবৃত্তি করা হয়েছে এবং SLST বাংলা ইন্টারভিউ -এর প্রশ্ন সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হয়। আজকের মক টেস্ট সম্পূর্ণভাবে নিজ নিজ স্পেশ্যাল পেপার ভিত্তিক, যাতে ঐ বিষয়ের ধারণা যাচাই করা সম্ভব হয়।
আমরা একে একে ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি ডেমো ক্লাস নিয়েও আলোচনা করব যাতে সকলের উপকার হয়। ইন্টারভিউয়ের প্রস্তুতিতে যেমন নিজ বিষয়ে দক্ষতা বাড়াতে হবে তেমনি আনুষঙ্গিক অন্যান্য বিষয়েও যত্নবান হতে হবে।
বিদ্যালয়ে প্রচলিত বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানুন
ইন্টারভিউ টেস্ট কী ?
আমরা এই পোস্টে আসলে একটি মক টেস্টের আয়োজন করেছি যাতে আপনার বিষয় থেকে এবং স্পষ্টভাবে বললে আপনার স্পেশ্যাল পেপার থেকে ৩০টি প্রশ্ন পাবেন। এই প্রশ্নগুলি ইন্টারভিউয়ের দিকে লক্ষ্য রেখেই নির্বাচন করা হয়েছে। প্রশ্নগুলি আপনাদের কেমন লাগল তা কমেন্টে জানাবেন।
আমাদের উদ্দেশ্য
আমাদের মূল উদ্দেশ্য, আপনাকে ইন্টারভিউয়ের জন্য সামগ্রিকভাবে প্রস্তুত করে রাখা। তাই এই ধরনের মক টেস্টের আয়োজন করা। এছাড়া আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও ইন্টারভিউ ও ডেমো ক্লাস বিষয়ে নিয়মিত আলোচনা করব। সেই সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
টেস্টের পদ্ধতি
> প্রথমেই লিংকটি ওপেন করে পাসওয়ার্ড দিন।
> এরপর ENTER NOW বাটনে ক্লিক করুন। আপনার সামনে একটি পেজ খুলে যাবে।
> ঐ পেজে আপনার সম্পূর্ণ নাম লিখুন।
> এরপর আপনার সামনে একটি পেজে ১০টি প্রশ্ন পাবেন।
> মোট ৩টি পেজে আপনি ৩০টি প্রশ্ন পাবেন।
> আপনার ধারণা অনুসারে বিকল্প থেকে সঠিক উত্তর বেছে নিন।
> সম্পূর্ণ টেস্ট দিতে সময় পাবেন ৩০ মিনিট
> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর রেজাল্ট দেখুন। পাস মার্কস – ২৭ (৯০%)
> রেজাল্ট পেজে পাবেন সমস্ত প্রশ্নের সঠিক উত্তর।