ইন্টারভিউ

SLST বাংলা ইন্টারভিউ – টেস্ট ২

যারা SLST বাংলা ইন্টারভিউ -এর প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের প্রদত্ত রুটিন অনুসারে এই প্রয়াস। যারা আমাদের ইন্টারভিউ গ্রুপে এনরোল করেছেন তাদের জন্য আমরা যেমন বিষয় ভিত্তিক প্রস্তুতির ব্যবস্থা করেছি তেমনি থাকছে ডেমো ক্লাস বিষয়েও আলোচনা।

SLST বাংলা ইন্টারভিউ

আমরা এর আগে একটি সাধারণ মক টেস্ট নিয়ে এসেছি যাতে SLST বাংলা ইন্টারভিউ -এর প্রশ্ন সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হয়। আজকের মক টেস্ট সম্পূর্ণভাবে পূর্ববর্তী বিষয়ের ধারণা যাচাইয়ের জন্য নিয়ে আসা হল। আমরা একে একে ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি ডেমো ক্লাস নিয়েও আলোচনা করব যাতে সকলের উপকার হয়। ইন্টারভিউয়ের প্রস্তুতিতে যেমন নিজ বিষয়ে দক্ষতা বাড়াতে হবে তেমনি আনুষঙ্গিক অন্যান্য বিষয়েও যত্নবান হতে হবে।

বিদ্যালয়ে প্রচলিত বিভিন্ন প্রকল্প সম্পর্কে জানুন

ইন্টারভিউ টেস্ট কী ?

আমরা এই পোস্টে আসলে একটি মক টেস্টের আয়োজন করেছি যাতে আপনার বিষয় থেকে এবং স্পষ্টভাবে বললে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে ৬০টি প্রশ্ন পাবেন। এই প্রশ্নগুলি ইন্টারভিউয়ের দিকে লক্ষ্য রেখেই নির্বাচন করা হয়েছে। প্রশ্নগুলি আপনাদের কেমন লাগল তা কমেন্টে জানাবেন।

আমাদের উদ্দেশ্য

আমাদের মূল উদ্দেশ্য, আপনাকে ইন্টারভিউয়ের জন্য সামগ্রিকভাবে প্রস্তুত করে রাখা। তাই এই ধরনের মক টেস্টের আয়োজন করা। এছাড়া আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও ইন্টারভিউ ও ডেমো ক্লাস বিষয়ে নিয়মিত আলোচনা করব। সেই সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।

টেস্টের পদ্ধতি

> প্রথমেই লিংকটি ওপেন করে পাসওয়ার্ড দিন।
> এরপর ENTER NOW বাটনে ক্লিক করুন। আপনার সামনে একটি পেজ খুলে যাবে।
> ঐ পেজে আপনার সম্পূর্ণ নাম লিখুন।
> এরপর আপনার সামনে একটি পেজে ১০টি প্রশ্ন পাবেন।
> মোট ৬টি পেজে আপনি ৬০টি প্রশ্ন পাবেন।
> আপনার ধারণা অনুসারে বিকল্প থেকে সঠিক উত্তর বেছে নিন।
> সম্পূর্ণ টেস্ট দিতে সময় পাবেন ৯০ মিনিট
> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর রেজাল্ট দেখুন।
> রেজাল্ট পেজে পাবেন সমস্ত প্রশ্নের সঠিক উত্তর।

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়
0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৯০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by SLST BANGLA

Interview

SLST বাংলা ইন্টারভিউ 2

SLST Interview 2

A Mock Test for Check Previous Preparation
Subject - বাংলা সাহিত্যের ইতিহাস (IX-X)
Full Marks - 60
Pass Marks - 54

Please Enter the provided Password

ফর্মে আপনার সম্পূর্ণ নাম লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 60

1. 'চণ্ডীদাস ও বিদ্যাপতি' নামক গ্রন্থটি কার লেখা ?

2 / 60

2. 'চলন্তিকা' - কার লেখা অভিধানের নাম ?

3 / 60

3. কার লেখা - সত্যবতী ট্রিলজি ?

4 / 60

4. 'তালিবনামা' কোন্‌ ধরনের ইসলামী সাহিত্য ?

5 / 60

5. বনফুলের প্রথম মুদ্রিত গল্পের নাম কী ?

6 / 60

6. কমলাকান্ত ভট্টাচার্যের লেখা গ্রন্থটির নাম কী ?

7 / 60

7. সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনামটি কী ?

8 / 60

8. কোন্‌ কাব্যগ্রন্থের জন্য বিষ্ণু দে সাহিত্য আকাদেমি পুরস্কার পান ?

9 / 60

9. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে সর্বাধিক ব্যবহৃত রাগের নাম কী ?

10 / 60

10. সমরেশ বসুর প্রথম গল্প সংকলনের নাম কী ?

11 / 60

11. কবি বিদ্যাপতির প্রকৃত পদবি ছিল -

12 / 60

12. লহনা কোন্‌ নগরের কন্যা ছিল ?

13 / 60

13. 'রসকলি' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

14 / 60

14. বাংলা ভাষায় প্রথম চৈতন্যজীবনী কাব্যটি কে লেখেন ?

15 / 60

15. 'কালপেঁচা' কার ছদ্মনাম ?

16 / 60

16. 'বাংলার গ্যারিক' নামে কে পরিচিত ?

17 / 60

17. 'চণ্ডীনাটক' কার লেখা ?

18 / 60

18. কোন্‌ বছর দীনবন্ধু মিত্র রায়বাহাদুর উপাধি পান ?

19 / 60

19. কবিরঞ্জন -- কার উপাধি ?

20 / 60

20. 'রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর' - পদটি কোন্‌ পর্যায়ের ?

21 / 60

21. গিরিশচন্দ্র ঘোষের শেষ নাটক কোন্‌টি ?

22 / 60

22. রাজশেখর বসু কোন্‌ বছর সাহিত্য আকাদেমি পুরস্কার পান ?

23 / 60

23. সতীনাথ ভাদুড়ির শেষ উপন্যাসের নাম কী ?

24 / 60

24. বেহুলার মায়ের নাম কী ?

25 / 60

25. সাহিত্যক্ষেত্রে আশাপূর্ণা দেবীর আত্মপ্রকাশ ঘটে কোন্‌ পত্রিকায় ?

26 / 60

26. সমরেশ বসু রচিত প্রথম উপন্যাসের নাম কী ?

27 / 60

27. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী ?

28 / 60

28. চর্যার পুঁথি প্রথম আবিষ্কৃত হয় কোন্‌ বছর ?

29 / 60

29. ছোটোদের উপন্যাস 'ভূত পুরাণ' কার লেখা ?

30 / 60

30. রাজশেখর বসুর প্রথম প্রকাশিত রচনাটির নাম কী ?

31 / 60

31. সত্যেন্দ্রনাথ দত্তের 'রঙ্গমল্লী' কোন্‌ শ্রেণির রচনা ?

32 / 60

32. মুরারী শীলকে কে 'বাংলার শাইলক' বলেছেন ?

33 / 60

33. বিহারীলাল চক্রবর্তীকে কোন্‌ পত্রিকায় 'ভোরের পাখি' আখ্যা দেওয়া হয়েছিল ?

34 / 60

34. কার লেখা - 'রজনী শাঙন ঘন ঘন দেয়া গরজন / রিমিঝিমি শবদে বরিষে ' ?

35 / 60

35. শরৎচন্দ্রের শেষ উপন্যাসের নাম কী ?

36 / 60

36. গিরিশচন্দ্রের সর্বশ্রেষ্ঠ নাটকটির নাম কী ?

37 / 60

37. জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী ?

38 / 60

38. রাহুল সাংকৃত্যায়ন কৃত চর্যাপদের হিন্দি অনুবাদের নাম কী ?

39 / 60

39. কবি বৃন্দাবন দাসকে 'চৈতন্যলীলার ব্যাস' কে বলেছেন ?

40 / 60

40. 'লোরচন্দ্রানী' কাব্যটি লেখা হয়েছিল কার পৃষ্ঠপোষকতায় ?

41 / 60

41. সাহিত্য তত্ত্ব নিয়ে রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধের নাম কী?

42 / 60

42. রবীন্দ্রনাথের কোন্‌ নাটকের পূর্বনাম ছিল - 'পথ' ?

43 / 60

43. দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কী ?

44 / 60

44. মহাশ্বেতা দেবীর প্রথম ছোটোগল্পগ্রন্থ কোন্‌ বছর প্রকাশিত হয় ?

45 / 60

45. নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার নাম কী ?

46 / 60

46. বাংলা নাট্যসাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি কোন্‌টি ?

47 / 60

47. কোন্‌ গ্রন্থের জন্য লীলা মজুমদার রবীন্দ্র পুরস্কার পান ?

48 / 60

48. 'পদকল্পতরু'র সঙ্কলকের নাম কী ?

49 / 60

49. 'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থটির রচয়িতা কে ?

50 / 60

50. বাংলা সাহিত্যে ক্ষুদ্রতম ছোটোগল্পের জনক কাকে বলা হয় ?

51 / 60

51. ঘনরাম চক্রবর্তী কোন্‌ রাজার বৃত্তিভোগী ছিলেন ?

52 / 60

52. বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাসের প্রকাশকাল হল -

53 / 60

53. কস্যচিৎ তত্ত্বাণেষিণঃ - কার ছদ্মনাম ?

54 / 60

54. বিনয় ঘোষ কোন্‌ গ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পান ?

55 / 60

55. শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কী ?

56 / 60

56. বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস হল -

57 / 60

57. সর্বপ্রথম রবীন্দ্র পুরস্কার পান কোন্‌ সাহিত্যিক ?

58 / 60

58. প্রসন্ন গোয়ালিনী কোন গ্রন্থের একটি চরিত্র ?

59 / 60

59. গোবিন্দদাসকে কে 'কবীন্দ্র' উপাধি প্রদান করেন ?

60 / 60

60. 'সন্ধ্যাভাষা' নামটি কার দেওয়া ?

Your score is

0%