FOR ALL

PSC Bengali Mock Test – 6

WBPSC আয়োজিত এবছরের বাংলা অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও মিস্ট্রেস পরীক্ষা যারা দেবেন এবং সর্বোপরি যারা আমাদের PSC Class 2025 এর সদস্য সদস্যা তাদের জন্য নিয়ে আসা হল বিশেষ এই মক টেস্ট – PSC Bengali Mock Test – 6 । আমরা রুটিন অনুসারে আলোচনার অব্যবহিত পূর্বে এই ধরনের মক টেস্টের আয়োজন করে থাকি। আমরা যে নিয়মিত ক্লাসের আয়োজন করেছি তারই একটি অংশ এই মক টেস্ট। আজকের এই মক টেস্টটি আয়োজন করা হয়েছে সকলের জন্যই।

মনে রাখুন,পরীক্ষাটি দেওয়ার পর আপনি নিজের ত্রুটিগুলি চিহ্নিত করে তা দূর করার প্রয়াস করুন।

PSC Bengali Mock Test বিবরণ

আজকের স্পেশ্যাল এই পরীক্ষাটি PSC নির্ধারিত সিলেবাস অনুসারে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্য থেকে তৈরি করা হয়েছে। এই মক টেস্ট থেকে পরীক্ষার্থীর প্রস্তুতি সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে। এই ধরনের নিয়মিত মক টেস্টের মাধ্যমে আমরা ক্লাসের সকল সদস্য সদস্যার উত্তরগুলি বিশ্লেষণ করে তাদের প্রস্তুতির উন্নতি বা অবনতি পর্যবেক্ষণ করে থাকি। এই টেস্টটি আমাদের ক্লাসের এনরোলড পরীক্ষার্থীদের রিভিসন বলা যায়। বলাই বাহুল্য, আজকের এই PSC Bengali Mock Test – 6 মক টেস্ট আপনার প্রস্তুতিকে নিখুঁত করার জন্য অনেকখানি সহায়ক হবে।

নির্দেশিকা

>> আপনি যদি আমাদের মক টেস্ট কীভাবে দেবেন বুঝতে না পারেন তাহলে আমাদের নির্দেশিকা অংশটি পড়ুন।
>> প্রদত্ত ফর্মে আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন।
>> ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> একটি পেজে আপনি ১০টি প্রশ্ন পাবেন। মোট ৩টি পেজে ৩০টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> অবগতির জন্য জানাই, 80% পেলে আপনি পাশ করতে পারবেন।
>> সঠিক উত্তর জানতে ও প্রশ্নোত্তরের পিডিএফ পেতে সক্রিয় থাকুন আমাদের আমাদের PSC ক্লাসরুমে।

বিষয়

আমাদের আজকের পরীক্ষার বিষয় – PSC নির্ধারিত সিলেবাসের সমগ্র মঙ্গলকাব্য

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায় / NIL SIR

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৩০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


mangal kabya mock test

PSC Bengali - 6

PSC Class 2025 সদস্যদের জন্য তৈরি একটি মক টেস্ট
PSC Bengali Mock Test - 6
Full Marks - 30
Pass Mark - 24 (80%)

পরীক্ষা দেওয়ার পূর্বে আপনার সম্পূর্ণ নাম ও মোবাইল নম্বর লিখুন।

1 / 30

Category: সাহিত্যের ইতিহাস

1. এঁদের মধ্যে কে চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি নন?

2 / 30

Category: সাহিত্যের ইতিহাস

2. ‘শর কর ঋতু বিধু শক নিয়োজিত / মনসা-মঙ্গল ---------- রচিত।’ - শূন্যস্থানে কবির সঠিক নাম অথবা উপাধিটি বসাও।

3 / 30

Category: সাহিত্যের ইতিহাস

3. মালদহের সিমলা দুর্গাপুর গ্রাম থেকে কোন্‌ কবির পুঁথি আবিষ্কৃত হয়েছে?

4 / 30

Category: সাহিত্যের ইতিহাস

4. কে রূপরাম চক্রবর্তীকে ধর্মমঙ্গল কাব্যের আদি কবি বলেছেন ?

5 / 30

Category: সাহিত্যের ইতিহাস

5. ঘনরাম চক্রবর্তীকে কে 'কবিরত্ন' উপাধি প্রদান করেন ?

6 / 30

Category: সাহিত্যের ইতিহাস

6. চণ্ডীমঙ্গলের কোন্‌ কবির দু'জন দোহারের নাম রঘু ও রাঘব ?

7 / 30

Category: সাহিত্যের ইতিহাস

7. 'গজ বসু ঋতু চন্দ্র শাকে গ্রন্থ হয়' - শ্লোক অনুসারে কাব্য রচনাকাল নির্ণয় কর।

8 / 30

Category: সাহিত্যের ইতিহাস

8. কোন্‌ কবির আত্মপরিচয়ে ফুলেশ্বরী নদীর উল্লেখ পাওয়া যায়?

9 / 30

Category: সাহিত্যের ইতিহাস

9. লোহাটা বজ্জর কে ?

10 / 30

Category: সাহিত্যের ইতিহাস

10. 'বিজয়গুপ্তের পদ্মাপুরাণ বঙ্গদেশের সামাজিক, রাজনৈতিক এবং ধর্ম্ম-তথ্যের খনি।' - মন্তব্যটি কার?

11 / 30

Category: সাহিত্যের ইতিহাস

11. কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে কতগুলি পদে 'ক্ষেমানন্দ' ভণিতা পাওয়া যায়?

12 / 30

Category: সাহিত্যের ইতিহাস

12. 'চণ্ডীমঙ্গল বোধিনী' গ্রন্থটির রচয়িতা কে ?

13 / 30

Category: সাহিত্যের ইতিহাস

13. পক্ষ পক্ষ রস মহী শক সম্বৎসর - এই শ্লোক অনুসারে কাব্যের রচনাকাল নির্ণয় কর।

14 / 30

Category: সাহিত্যের ইতিহাস

14. কবি রূপরাম চক্রবর্তী কার টোলে পড়তে যেতেন ?

15 / 30

Category: সাহিত্যের ইতিহাস

15. এদের মধ্যে কে মঙ্গলকোটের রাজকন্যা ছিলেন ?

16 / 30

Category: সাহিত্যের ইতিহাস

16. 'করুণ রসের স্বাভাবিক বর্ণণায় নারায়ণদেবের সমকক্ষ বড় কেহ নাই।' - মন্তব্যটি কার ?

17 / 30

Category: সাহিত্যের ইতিহাস

17. কবি ঘনরাম চক্রবর্তীর কাব্য মোট কতগুলি শ্লোকে সম্পূর্ণ ?

18 / 30

Category: সাহিত্যের ইতিহাস

18. মনসামঙ্গলের কোন্‌ কবির উপাধি 'কবিভূষণ'?

19 / 30

Category: সাহিত্যের ইতিহাস

19. মুরারী শীলকে কে 'বাংলার শাইলক' বলেছেন ?

20 / 30

Category: সাহিত্যের ইতিহাস

20. স্বর্গে নৃত্য প্রদর্শনের পর বেহুলা কার কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চেয়েছিল ?

21 / 30

Category: সাহিত্যের ইতিহাস

21. পুনর্বিবাহের পূর্বে কর্ণসেন কোথাকার সামন্ত রাজা ছিলেন?

22 / 30

Category: সাহিত্যের ইতিহাস

22. 'ভারতচন্দ্রের রচনা মণিমালা, মুকুন্দরামের রচনা বনমালা--একটি রাজকণ্ঠে শোভা পাইবার যোগ্য, আর একটি ব্রীড়ানতা পল্লীবাংলার কণ্ঠশোভা।' - কথাগুলি কার ?

23 / 30

Category: সাহিত্যের ইতিহাস

23. বর্ধমানরাজ তেজচন্দ্রের সময়কালে কে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন?

24 / 30

Category: সাহিত্যের ইতিহাস

24. 'ব্যাড়ীভক্তিতরঙ্গিনী' কোন্‌ রাজার নির্দেশে রচিত হয়?

25 / 30

Category: সাহিত্যের ইতিহাস

25. 'মনসার সম্পূর্ণ কাহিনী একমাত্র বিপ্রদাসের কাব্যেই লভ্য।' - এমন মন্তব্য কে করেছেন?

26 / 30

Category: সাহিত্যের ইতিহাস

26. বিপ্রদাস পিপলাইয়ের গোত্র নির্বাচন কর -

27 / 30

Category: সাহিত্যের ইতিহাস

27. বেহুলার ভেলা মর্ত্য থেকে স্বর্গে পাড়ি দেওয়ার সময় যে সকল ঘাট পার হয় তা ক্রমাণ্বয়ে সাজাও।

28 / 30

Category: সাহিত্যের ইতিহাস

28. কবির আত্মপরিচয় অনুসারে সীতারাম দাসের কাব্য রচিত হয়েছে কার নির্দেশে ?

29 / 30

Category: সাহিত্যের ইতিহাস

29. সর্বশীর পরিচয় কোন্‌টি ?

30 / 30

Category: সাহিত্যের ইতিহাস

30. 'মঘ ফিরিঙ্গি যত           বন্দুক পলিতা হাত
একেবারে দশ গুলি ছোটে' - কোন্‌ কবির লেখা ছত্র ?

Your score is

0%

There are no results yet.