You are currently viewing মধ্যযুগের ইসলামী সাহিত্য – গুরুত্বপূর্ণ প্রশ্ন

মধ্যযুগের ইসলামী সাহিত্য – গুরুত্বপূর্ণ প্রশ্ন

SLST BANGLA টিউটোরিয়াল বিভাগে সকলের জন্য নিয়ে এল মধ্যযুগের ইসলামী সাহিত্য -এর উপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এখানে সেই সমস্ত প্রশ্নই নির্বাচন করা হয়েছে যা আগামী মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় গুরুত্বপূর্ণ।

মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে যারা বাংলা বিষয়ের শিক্ষক শিক্ষিকা হতে চান তারা জানেন কমিশন প্রদত্ত সিলেবাসে মধ্যযুগের ইসলামী সাহিত্য অন্তর্ভূক্ত হয়েছে। এই বিষয়টি থেকে কী কী পড়তে হবে তা আমরা ইতিপূর্বে একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে জানিয়েছি। এই পোস্টে আমরা মধ্যযুগের ইসলামী সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তুলে ধরব। প্রশ্নগুলি আমাদের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন তো, আপনি কতগুলি প্রশ্নের উত্তর করতে সক্ষম হচ্ছেন।

মধ্যযুগের ইসলামী সাহিত্য – প্রশ্ন

১. গবীবুল্লার ‘জঙ্গনামা’ কাব্যটি কে সমাপ্ত করেন ?
ক. হেয়াৎ মামুদ
খ. কুতবন
গ. সৈয়দ হামজা
ঘ. সাকের মামুদ

২. ‘ইমামের কেচ্ছা’ কার লেখা ?
ক. রাধাচরণ গোপ
খ. আব্দুল কাদের
গ. মুন্সি ফকির আহমেদ
ঘ. শেখ ইয়াকুব

৩. নীচের কোন্‌ কাব্যটি মোহম্মদ খানের লেখা ?
ক. মধুমালতী
খ. শহীদে কারবালা
গ. সত্য-কলি-বিবাদ-সম্বাদ
ঘ. সবগুলিই সত্য

৪. গৌড়ের সুলতান হোসেন শাহের সময়কালে কোন্‌ কাব্যটি রচিত হয় ?
ক. সংনেহয় রাসয়
খ. চান্দায়ন
গ. সংগ্রাম হুসন
ঘ. মৃগাবতী

৫. ‘ওফাত নামা’ কাব্যটি কার লেখা ?
ক. আব্দুল কাদের
খ. সৈয়দ সুলতান
গ. মহম্মদ খাতের
ঘ. মুন্সি মাজহার আলী

৬. বাংলায় ‘সয়ফুলমুলুক-বদিউজ্জমাল’ উপাখ্যানের বৃহত্তর গ্রন্থটি কার লেখা ?
ক. আব্দুল হাকিম
খ. মোহাম্মদ খান
গ. দোনা গাজী
ঘ. মুহম্মদ আলী রাজা

SLST BENGALI STUDY MATERIALS

FOR VIDEO CLICK HERE

৭. কারবালা সম্বন্ধীয় গ্রন্থসমূহের মধ্যে কার লেখা ‘মক্তুলহোসেন’ শ্রেষ্ঠ বলে মনে করা হয় ?
ক. মুহম্মদ খান
খ. হায়াৎ মামুদ
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. বাহারাম খান

৮. নীচের কোন্‌টি একটি প্রণয়োপাখ্যান ?
ক. রসুল বিজয়
খ. জয়গুণের কিস্‌সা
গ. মধুমালতী
ঘ. হোসেনসংগ্রাম

৯. ‘গদা-মালিক সম্বাদ’ কোন্‌ ধরনের কাব্য ?
ক. যুদ্ধকাব্য
খ. প্রণয়গাথা
গ. পীর পাঁচালী
ঘ. সওয়াল সাহিত্য

১০. কবি দৌলত উজীরের লেখা কাব্যদুটি নির্বাচন করুন –
ক. ‘লায়লী-মজনু’ ও ‘রসুলচরিত’
খ. ‘রসুলবিজয়’ ও ‘মক্তুল হোসেন’
গ. ‘লায়লী-মজনু’ ও ‘ইমাম বিজয়’
ঘ. ‘ইমাম বিজয় ও মক্তুল হোসেন’

এছাড়া প্রতিটি প্রশ্নের উত্তর পাবেন আমাদের MY EXAM CARE এর এক একটি মক টেস্টে।