বিদ্যাপতির ভাব সম্মিলন – মক টেস্ট
একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমাদের পরামর্শ প্রতিটি বিষয়ের মূল বই খুঁটিয়ে পড়ো। ভালো ভাবে মূল পাঠ্যবই না পড়লে পূর্ণবাক্যে উত্তর লিখতে সমস্যা হবে। তোমাদের পাঠ্য ‘সাহিত্যানুশীলন’ বইটিও খুব যত্ন সহকারে পড়। সঙ্গে নিজের প্রস্তুতি কেমন চলছে তা পরখ করতে আমাদের অনলাইন পরীক্ষাগুলি দাও। আমাদের আজকের পরীক্ষার বিষয় বিদ্যাপতির ভাব সম্মিলন কবিতা থেকে। তোমাদের সেমিস্টার -২ এর নির্ধারিত এই বিষয়ের উপর পরীক্ষাটি দিয়ে নিজের প্রস্তুতি বুঝে নাও।
পাশাপাশি আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য এখানে ক্লিক কর। আমাদের ইউটিউব চ্যানেলে একাদশ শ্রেণির বাংলা বিষয়ের নানা অধ্যায় সহজ সরলভাবে আলোচিত হয়েছে। তোমাদের পরামর্শ, আমাদের চ্যানেল থেকে তোমাদের উপযুক্ত ভিডিওগুলি দেখে নাও।
ভাব সম্মিলন কবিতার আলোচনা দেখতে এখানে ক্লিক কর – Click Here
বিদ্যাপতির ভাব সম্মিলন – মক টেস্ট
তোমাদের প্রস্তুতি কেমন চলছে তা যাচাইয়ের জন্য আমরা ইতিপূর্বে তেলেনাপোতা আবিষ্কার এবং ছুটি গল্প থেকে মক টেস্ট নিয়েছি। তোমাদের অজানা নয় যে, আগামী সেমিস্টারে ভালো ফল করতে বাংলা বিষয়ের উত্তরগুলি সব নির্ভুলভাবে করতে হবে। তোমরা যাতে সেগুলি নিয়মিত অভ্যাস করে বা নিয়মিত সঠিক চর্চার মধ্যে থাকো তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা সাহিত্যানুশীলন ও ভাষা অংশ থেকে এক একটি পরীক্ষা নিতে প্রয়াসী। আশা করি, এই অনলাইন পরীক্ষাগুলি তোমাদের বিশেষভাবে সাহায্য করবে।
পরীক্ষা দেওয়ার নিয়ম
তোমরা পরীক্ষা দেওয়ার পূর্বে এই বিষয়গুলি জেনে রাখ। যারা আমাদের আগের পরীক্ষাগুলি দিয়েছ তারা জানো ঠিক কী কী তথ্য তোমাদের দিতে হয়। সকলকে অনুরোধ, নির্দিষ্ট ফর্মে নিজের ও বিদ্যালয়ের সম্পূর্ণ নাম লেখ।
- প্রথমে ENTER NOW বাটনে ক্লিক কর।
- তোমার সম্পূর্ণ নাম, বিদ্যালয়ের নাম উল্লেখ কর।
- প্রশ্নের পেজ থেকে তোমরা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নাও।
- সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর SEE RESULT এ ক্লিক কর।
- আমাদের অটোমেটিক পদ্ধতি তোমার স্কোর জানাবে।
- তোমার ভুলগুলি দেখে নাও।
- ভুলগুলি সংশোধন করতে মূল বই আবার পড়ো।
প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়
SEE RESULT
There are no results yet.

