Class XI

বিদ্যাপতির ভাব সম্মিলন – মক টেস্ট

একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমাদের পরামর্শ প্রতিটি বিষয়ের মূল বই খুঁটিয়ে পড়ো। ভালো ভাবে মূল পাঠ্যবই না পড়লে পূর্ণবাক্যে উত্তর লিখতে সমস্যা হবে। তোমাদের পাঠ্য ‘সাহিত্যানুশীলন’ বইটিও খুব যত্ন সহকারে পড়। সঙ্গে নিজের প্রস্তুতি কেমন চলছে তা পরখ করতে আমাদের অনলাইন পরীক্ষাগুলি দাও। আমাদের আজকের পরীক্ষার বিষয় বিদ্যাপতির ভাব সম্মিলন কবিতা থেকে। তোমাদের সেমিস্টার -২ এর নির্ধারিত এই বিষয়ের উপর পরীক্ষাটি দিয়ে নিজের প্রস্তুতি বুঝে নাও।

পাশাপাশি আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য এখানে ক্লিক কর। আমাদের ইউটিউব চ্যানেলে একাদশ শ্রেণির বাংলা বিষয়ের নানা অধ্যায় সহজ সরলভাবে আলোচিত হয়েছে। তোমাদের পরামর্শ, আমাদের চ্যানেল থেকে তোমাদের উপযুক্ত ভিডিওগুলি দেখে নাও।

বিদ্যাপতির ভাব সম্মিলন – মক টেস্ট

তোমাদের প্রস্তুতি কেমন চলছে তা যাচাইয়ের জন্য আমরা ইতিপূর্বে তেলেনাপোতা আবিষ্কার এবং ছুটি গল্প থেকে মক টেস্ট নিয়েছি। তোমাদের অজানা নয় যে, আগামী সেমিস্টারে ভালো ফল করতে বাংলা বিষয়ের উত্তরগুলি সব নির্ভুলভাবে করতে হবে। তোমরা যাতে সেগুলি নিয়মিত অভ্যাস করে বা নিয়মিত সঠিক চর্চার মধ্যে থাকো তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা সাহিত্যানুশীলন ও ভাষা অংশ থেকে এক একটি পরীক্ষা নিতে প্রয়াসী। আশা করি, এই অনলাইন পরীক্ষাগুলি তোমাদের বিশেষভাবে সাহায্য করবে।

পরীক্ষা দেওয়ার নিয়ম

তোমরা পরীক্ষা দেওয়ার পূর্বে এই বিষয়গুলি জেনে রাখ। যারা আমাদের আগের পরীক্ষাগুলি দিয়েছ তারা জানো ঠিক কী কী তথ্য তোমাদের দিতে হয়। সকলকে অনুরোধ, নির্দিষ্ট ফর্মে নিজের ও বিদ্যালয়ের সম্পূর্ণ নাম লেখ।

  • প্রথমে ENTER NOW বাটনে ক্লিক কর।
  • তোমার সম্পূর্ণ নাম, বিদ্যালয়ের নাম উল্লেখ কর।
  • প্রশ্নের পেজ থেকে তোমরা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নাও।
  • সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর SEE RESULT এ ক্লিক কর।
  • আমাদের অটোমেটিক পদ্ধতি তোমার স্কোর জানাবে।
  • তোমার ভুলগুলি দেখে নাও।
  • ভুলগুলি সংশোধন করতে মূল বই আবার পড়ো।

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য ১০ মিনিট সময় আছে।

সময় শেষ হয়েছে।


Created on By SLST BANGLA
বিদ্যাপতির ভাব সম্মিলন

Mock Test - 03

যারা একাদশ শ্রেণিতে পড়ছ তাদের প্রস্তুতি যাচাইয়ের উদ্দেশ্যে আমাদের এই আয়োজন। পাশাপাশি SLST পরীক্ষার্থীদেরও সাহায্য করবে এই মক টেস্ট।

পরীক্ষা দেওয়ার পূর্বে নিজের ও বিদ্যালয়ের সম্পূর্ণ নাম লেখ।

1 / 10

1. 'ভাব সম্মিলন' কবিতায় মোট কয়টি ঋতুর কথা আছে?

2 / 10

2. নীচের কোন্‌টি বিদ্যাপতির লেখা একটি গ্রন্থের নাম?

3 / 10

3. বিদ্যাপতির লেখা 'ভাব সম্মিলন' কবিতায় মোট কতগুলি চরণ আছে?

4 / 10

4. '...যত দুখ দেল।' - কে, কাকে দুঃখ দিয়েছে?

5 / 10

5. 'ভাব সম্মিলন' কবিতায় শ্রীকৃষ্ণের অপর নাম হিসেবে কোন্‌টি ব্যবহৃত হয়েছে?

6 / 10

6. বিদ্যাপতি সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?

7 / 10

7. 'কি কহব রে সখি আনন্দ ওর' - 'ওর' শব্দটির অর্থ কী?

8 / 10

8. 'ভাব সম্মিলন' কবিতায় কবি ব্যবহৃত সঠিক চরণটি বেছে নাও -

9 / 10

9. কোন্‌টি 'ভাব সম্মিলন' কবিতার সঠিক চরণ নয়?

10 / 10

10. বিদ্যাপতির লেখা 'ভাব সম্মিলন' কবিতাটি কোন্‌ পর্যায়ের বৈষ্ণব পদ?

Your score is

0%

There are no results yet.