IX-X PAID

SLST স্পেশ্যাল মক টেস্ট – ৮

গত 17 Aug 2025 থেকে শুরু হয়েছে আমাদের স্পেশ্যাল মক টেস্ট সিরিজ। SLST বাংলা পরীক্ষার্থী, যারা আমাদের PAID ব্যাচে এনরোল করেছেন তাদের জন্য আমাদের আজকের SLST স্পেশ্যাল মক টেস্ট – ৮ । আগামী ০৪-০৯-২০২৫ পর্যন্ত আমরা ক্রমাণ্বয়ে ১৫টি টেস্ট নিয়ে আসব। তবে প্রয়োজনে এই টেস্টের সংখ্যা বাড়ানোও হতে পারে।

SLST স্পেশ্যাল মক টেস্ট – ৮

আর মাত্র কয়েকদিন পর এস.এল.এস.টি -এর পরীক্ষা। তার আগে নিজের প্রস্তুতি রীতিমতো যাচাই করে নেওয়া আবশ্যক। সেই উদ্দেশ্যেই এই মক টেস্ট সিরিজের আয়োজন। আমরা নবম-দশম ও একাদশ দ্বাদশ উভয় বিভাগের জন্যই টেস্ট দেব। তবে আপাতত নবম-দশম মক টেস্ট পাবেন পরীক্ষার্থীরা।

আমাদের প্রতিটি টেস্ট সমগ্র সিলেবাসের উপর নেওয়া হবে। কমিশন প্রদত্ত সিলেবাসের প্রতিটি টপিক থেকে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোট 60 নম্বরের এই পরীক্ষায় পাশ মার্কস রাখা হয়েছে 90% অর্থাৎ 54

আমরা বাংলা সাহিত্যের ইতিহাস, অনুবাদ অনুষঙ্গ, ব্যাকরণ ও পাঠ্যপুস্তক – সমস্ত ক্ষেত্র থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আসব।

আমাদের মক টেস্ট বৈশিষ্ট্য ও টেস্ট দেওয়ার পদ্ধতি জানতে নীচে পড়ুন।

মক টেস্ট বৈশিষ্ট্য

১. মক টেস্ট নেওয়া হবে আমাদের এই নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে।
২. নতুন নতুন প্রশ্নের সম্ভার।
৩. লিডারবোর্ড
৪. র‍্যাঙ্কিং ব্যবস্থা
৫. ইমেলে প্রশ্ন ও স্কোর
৬. সঠিক উত্তর ও কিছু ক্ষেত্রে তার ব্যাখ্যা

নির্দেশিকা

>> প্রথমেই লিংকটি ওপেন করুন।
>> গ্রুপে জানানো পাসওয়ার্ডটি দিন।
>> এবার ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ফর্মে আপনার সম্পূর্ণ নাম রেজিস্টার্ড WhatsApp নম্বর লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> প্রতিটি পেজে আপনি 10 টি করে প্রশ্ন পাবেন।
>> 6 টি পেজে মোট 60 টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> Pass Marks = 54 (90%)

বিষয়

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৯০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by SLST BANGLA

SLST-SP

slst বাংলা স্পেশ্যাল মক টেস্ট ৮

Paid Mock Test - 8

SLST বাংলা পরীক্ষার্থীদের জন্য তৈরি বিশেষ একটি মক টেস্ট
স্পেশ্যাল মক টেস্ট - 08
পূর্ণমান - 60
পাস মার্কস - 54 (90%)

Only for Paid Batch

Please Enter the provided Password

ফর্মে আপনার সম্পূর্ণ নাম ও রেজিঃ WhatsApp নাম্বার লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 60

1. রবীন্দ্রনাথের 'জীবনস্মৃতি' গ্রন্থের চিত্রগুলি কে এঁকেছেন ?

2 / 60

2. 'ব্যথার বাঁশি' মূল কাব্যের কত সংখ্যক কবিতা ?

3 / 60

3. কোন্‌ বছর দীনবন্ধু মিত্র ‘রায়বাহাদুর’ উপাধি লাভ করেন?

4 / 60

4. ঔপন্যাসিক শরৎচন্দ্রের একটি অসম্পূর্ণ উপন্যাস হল -

5 / 60

5. 'বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কীসে' - চিহ্নিত পদের কারক নির্ণয় কর।

6 / 60

6. 'বিচিত্রা' পত্রিকায় 'মালঞ্চ' উপন্যাসটি কোন মাস থেকে ধারাবাহিকভাবে প্রকাশ পেতে শুরু করে ?

7 / 60

7. জ্ঞানদাস কার শিষ্য ছিলেন ?

8 / 60

8. গিরিশচন্দ্র অভিনীত শেষ নাটক কোন্‌টি ?

9 / 60

9. বিষ্ণু দের আত্মজীবনীমূলক রচনার নাম -

10 / 60

10. কোন্‌ শ্রেণির শব্দ - দাতা ?

11 / 60

11. প্রসন্ন গোয়ালিনী কোন গ্রন্থের একটি চরিত্র ?

12 / 60

12. বিদ্যাসাগরের 'প্রভাবতী সম্ভাষণ' কোন্‌ পত্রিকায় প্রকাশিত হয় ?

13 / 60

13. জুলিয়াস সিজার কাকে আঘাত করেছিলেন ?

14 / 60

14. 'শাবলতলার মাঠ' গল্পে কথকদের কাঁধের বোঁচকায় কোন্‌টি ছিল না ?

15 / 60

15. ধীরেন ঘোষের বক্তব্য অনুসারে বিয়ের পর অমিয়া কোথায় চলে যাবে ?

16 / 60

16. চর্যাকারদের কাছে দ্বিতীয় জনপ্রিয় রাগটির নাম কী ?

17 / 60

17. 'কালো জল ঢালিতে সই কালা পড়ে মনে' - পদটি কার লেখা ?

18 / 60

18. ড. শেরিং কোন দেশের অধিবাসী ছিলেন ?

19 / 60

19. কোন প্রকারের সমাস - ন্যূন

20 / 60

20. গুটিপোকার রোগ সম্বন্ধে কোন দেশে পুস্তক প্রকাশিত হয়েছে ?

21 / 60

21. 'নবাব' কার আদুরে নাম ?

22 / 60

22. অর্থগত বিচারে শব্দকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয় ?

23 / 60

23. 'রসকলি' গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

24 / 60

24. 'ভারতচন্দ্রের রচনা মণিমালা, মুকুন্দরামের রচনা বনমালা' - মন্তব্যটি কার ?

25 / 60

25. 'নব নব সৃষ্টি' প্রবন্ধের শেষ কথাটি কী ?

26 / 60

26. সন্ধিবিচ্ছেদ কর -- 'স্বচ্ছ'

27 / 60

27. 'চণ্ডীনাটক' কার লেখা ?

28 / 60

28. নিরুদ্দেশের কত দিন পর শোভন নিজ দেশে ফিরে গিয়েছিল ?

29 / 60

29. ষণ্ণবতিতম বলতে কোন্‌ সংখ্যাটিকে বোঝায় ?

30 / 60

30. 'উয়া' যুক্ত হয়ে নীচের কোন্‌ শব্দটি গঠিত হয়েছে ?

31 / 60

31. 'খুলে দাও মুখ, রৌদ্রে জ্বলুক ------' - শূন্যস্থান পূরণ করুন।

32 / 60

32. অঘোষ ব্যঞ্জন হল বর্গের -

33 / 60

33. লেখক প্যারিস থেকে ক্যালে কীভাবে গিয়েছিলেন ?

34 / 60

34. 'নিপাতন' শব্দের সাধারণ অর্থ কী ?

35 / 60

35. নীচের কোনটি বাংলার নিজস্ব অব্যয় ?

36 / 60

36. 'খেয়া' মূলকাব্যের কত সংখ্যক কবিতা ?

37 / 60

37. 'প্রযোজ্য' শব্দের প্রকৃতি কোন্‌টি ?

38 / 60

38. 'একথা সহজে বিশ্বাস হয় কি ?' - কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে ?

39 / 60

39. সৌদামিনী যেমন লুকায় জলধরে - চিহ্নিত পদের কারক নির্ণয় কর।

40 / 60

40. মুরারী শীলকে কে 'বাংলার শাইলক' বলেছেন ?

41 / 60

41. 'অব' উপসর্গ-জাত কোন্‌ শব্দটি 'নিম্নমুখী' অর্থ প্রকাশ করে ?

42 / 60

42. 'নূতন জীবন' কবিতায় 'সূর্যে'র কয়টি প্রতিশব্দ পাওয়া যায় ?

43 / 60

43. প্রেমেন্দ্র মিত্র লীলা মজুমদারের কোন গ্রন্থটির নামকরণ করেছিলেন ?

44 / 60

44. ইয়াগো শেকস্‌পীয়রের কোন নাটকের চরিত্র ?

45 / 60

45. নীচের কোনটি একটি বাংলা উপসর্গ ?

46 / 60

46. প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন - পালক

47 / 60

47. 'হুকা' কোন ভাষার শব্দ ?

48 / 60

48. কার অর্থানুকুল্যে 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা' প্রকাশিত হয় ?

49 / 60

49. 'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' - চিহ্নিত পদটি কোন্‌ শ্রেণির সর্বনাম ?

50 / 60

50. 'চন্দ্রনাথ' গল্পের বক্তার নাম কী ?

51 / 60

51. শান্তশিষ্ট - কী ধরনের সমাসের উদাহরণ ?

52 / 60

52. 'আমরা' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

53 / 60

53. সরকারী আদেশ অমান্য করার অপরাধে রাসমনিকে জরিমানা দিতে হয়েছিল -

54 / 60

54. বিজয়গুপ্তের 'পদ্মাপুরাণ' কার দ্বারা প্রকাশিত হয়েছিল ?

55 / 60

55. কারক বা অ-কারক পদের নাম লিখুন -- মুন্সিজি, অ্যাডমিরাল ওয়াটসনের পত্র

56 / 60

56. মহাভারতের কর্ণের কাহিনি নিয়ে গিরিশচন্দ্র ঘোষ কোন নাটকটি লেখেন ?

57 / 60

57. 'ছুটি' গল্প অনুসারে মুষলধারে কোন মাসে বৃষ্টি হয়েছিল ?

58 / 60

58. 'নতুন চাঁদ' (১৯৪৫) কাব্যগ্রন্থটি কার লেখা ?

59 / 60

59. সদর্থক বাক্যে রূপান্তর করুন -- এখানে খেলা চলিবে না

60 / 60

60. সুন্দরবনে কোন বছর প্রচণ্ড ঝড় হয়েছিল ?

Your score is

0%

There are no results yet.

পূর্বের মক টেস্ট লিংক পেতে ক্লিক করুন।