IX-X PAID

SLST স্পেশ্যাল মক টেস্ট – ১১

গত 17 Aug 2025 থেকে শুরু হয়েছে আমাদের স্পেশ্যাল মক টেস্ট সিরিজ। SLST বাংলা পরীক্ষার্থী, যারা আমাদের PAID ব্যাচে এনরোল করেছেন তাদের জন্য আমাদের আজকের SLST স্পেশ্যাল মক টেস্ট – ১১ । আগামী ০৪-০৯-২০২৫ পর্যন্ত আমরা ক্রমাণ্বয়ে ১৫টি টেস্ট নিয়ে আসব। তবে প্রয়োজনে এই টেস্টের সংখ্যা বাড়ানোও হতে পারে।

SLST স্পেশ্যাল মক টেস্ট – ১১

আর মাত্র কয়েকদিন পর এস.এল.এস.টি -এর পরীক্ষা। তার আগে নিজের প্রস্তুতি রীতিমতো যাচাই করে নেওয়া আবশ্যক। সেই উদ্দেশ্যেই এই মক টেস্ট সিরিজের আয়োজন। আমরা নবম-দশম ও একাদশ দ্বাদশ উভয় বিভাগের জন্যই টেস্ট দেব। তবে আপাতত নবম-দশম মক টেস্ট পাবেন পরীক্ষার্থীরা।

আমাদের প্রতিটি টেস্ট সমগ্র সিলেবাসের উপর নেওয়া হবে। কমিশন প্রদত্ত সিলেবাসের প্রতিটি টপিক থেকে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোট 60 নম্বরের এই পরীক্ষায় পাশ মার্কস রাখা হয়েছে 90% অর্থাৎ 54

আমরা বাংলা সাহিত্যের ইতিহাস, অনুবাদ অনুষঙ্গ, ব্যাকরণ ও পাঠ্যপুস্তক – সমস্ত ক্ষেত্র থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আসব।

আমাদের মক টেস্ট বৈশিষ্ট্য ও টেস্ট দেওয়ার পদ্ধতি জানতে নীচে পড়ুন।

মক টেস্ট বৈশিষ্ট্য

১. মক টেস্ট নেওয়া হবে আমাদের এই নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে।
২. নতুন নতুন প্রশ্নের সম্ভার।
৩. লিডারবোর্ড
৪. র‍্যাঙ্কিং ব্যবস্থা
৫. ইমেলে প্রশ্ন ও স্কোর
৬. সঠিক উত্তর ও কিছু ক্ষেত্রে তার ব্যাখ্যা

নির্দেশিকা

>> প্রথমেই লিংকটি ওপেন করুন।
>> গ্রুপে জানানো পাসওয়ার্ডটি দিন।
>> এবার ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ফর্মে আপনার সম্পূর্ণ নাম রেজিস্টার্ড WhatsApp নম্বর লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> প্রতিটি পেজে আপনি 10 টি করে প্রশ্ন পাবেন।
>> 6 টি পেজে মোট 60 টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> Pass Marks = 54 (90%)

বিষয়

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৯০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by SLST BANGLA

SLST-SP

slst বাংলা স্পেশ্যাল মক টেস্ট ১১

Paid Mock Test - 11

SLST বাংলা পরীক্ষার্থীদের জন্য তৈরি বিশেষ একটি মক টেস্ট
স্পেশ্যাল মক টেস্ট - 11
পূর্ণমান - 60
পাস মার্কস - 54 (90%)

Only for Paid Batch

ফর্মে আপনার সম্পূর্ণ নাম ও রেজিঃ WhatsApp নাম্বার লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 60

1. ব্যাসবাক্য কর - ফুটিফাটা

2 / 60

2. অমৃতা প্রীতমের প্রকৃত নাম কী ?

3 / 60

3. কমলাকান্ত ভট্টাচার্যের লেখা গ্রন্থটির নাম কী ?

4 / 60

4. শ্রেষ্ঠ চর্যা রচয়িতার নাম -

5 / 60

5. ‘পরশমণি’ কবিতার চরণ হিসেবে নিম্নোক্ত কোন্‌টি সঠিক ?

6 / 60

6. 'বহুরূপী' গল্প অনুসারে সন্ন্যাসী কী খান ?

7 / 60

7. 'মুচিরাম গুড়ের জীবনচরিতে'র রচনাকাল কোনটি ?

8 / 60

8. কোন্‌ শ্রেণির নাটক - 'নিমাই সন্ন্যাস' ?

9 / 60

9. কোন্‌ গ্রন্থে 'আর্যভক্তে'র উল্লেখ আছে ?

10 / 60

10. 'র্‌' - কোন্‌ শ্রেণির ব্যঞ্জন ?

11 / 60

11. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য অনুসারে রাধার বয়স কত ?

12 / 60

12. তর্ক > তক্ক - এটি যে প্রকার ধ্বনি পরিবর্তন -

13 / 60

13. কোন্‌ বর্গের শব্দ - মাস্টারমশাই ?

14 / 60

14. কস্যচিৎ তত্ত্বাণেষিণঃ - কার ছদ্মনাম ?

15 / 60

15. সুয়েজখালের গভীরতা কতখানি ?

16 / 60

16. কোন্ বর্ণগুলির অপর নাম 'আশ্রয়স্থানভাগী বর্ণ' ?

17 / 60

17. এই উপন্যাসের তিনটি আখ্যানের দুটি হল 'একটি দিন' ও 'একটি সন্ধ্যা' - কোন উপন্যাসের কথা বলা হয়েছে ?

18 / 60

18. '------- দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে' - শূন্যস্থান পূরণ করুন।

19 / 60

19. উৎস নির্দেশ করুন - 'মায়ের খুব অসুখ। মনে দুশ্চিন্তা নিয়ে যাচ্ছে। ফলে ট্রেনে ঘুম হচ্ছে না।'

20 / 60

20. কোন চৈতন্যজীবনীকারের রচনায় কবি কৃত্তিবাসের কথা পাওয়া যায় ?

21 / 60

21. 'একথা সহজে বিশ্বাস হয় কি ?' - কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে ?

22 / 60

22. সন্দীপ ও নিখিলেশ - কোন্‌ উপন্যাসের চরিত্র ?

23 / 60

23. 'পদকল্পতরু'র সঙ্কলকের নাম কী ?

24 / 60

24. 'দিলদরিয়া' - কোন্‌ প্রকার সমাসের উদাহরণ ?

25 / 60

25. একটি অনির্দেশক সর্বনাম হল -

26 / 60

26. পটোদিদিকে বিশুদ্ধ ইংরেজিতে কার সঙ্গে গল্প করতে দেখা যায় ?

27 / 60

27. রবীন্দ্রনাথ তাঁর কোন উপন্যাসের কাহিনি অবলম্বনে 'প্রায়শ্চিত্ত' নাটকটি লেখেন ?

28 / 60

28. কোন্‌ প্রকার সমাস - ত্রিযামা ?

29 / 60

29. কোন সময়ে উল্কাপাত বেশি হতে দেখা যায় ?

30 / 60

30. 'The master as I saw him'  কার লেখা ?

31 / 60

31. 'কেতাব' - কোন্‌ শ্রেণির ধ্বনি পরিবর্তনের উদাহরণ ?

32 / 60

32. কোন্‌ পর্যায়ের পদ রচনায় বিদ্যাপতির অধিক কৃতিত্ব ?

33 / 60

33. ক্রিয়াজাত অনুসর্গ কোন্‌টি ?

34 / 60

34. 'লভ্য' শব্দটি কোন প্রকৃতিজাত ?

35 / 60

35. '------- কাছে চেনা কচি গলার আওয়াজ'। - শূন্যস্থান পূরণ করুন।

36 / 60

36. পদ পরিবর্তনে কোন্‌ বিকল্পটি সঠিক নয় ?

37 / 60

37. জগদীশচন্দ্র বসুর জন্মস্থানটি হল -

38 / 60

38. নীচের কোনটি গ্যেটে সম্পাদিত একটি পত্রিকার নাম ?

39 / 60

39. গেঁয়ো যোগী ভিখ পায়না - প্রবাদটির অর্থ লিখুন।

40 / 60

40. নদেরচাঁদের বয়স কত ?

41 / 60

41. জেলেরা যেখানে পাহারা রাখেনি সে স্থানটিকে বলে -

42 / 60

42. মধুসূদনের 'শর্মিষ্ঠা' নাটকটি বেলগাছিয়া নাট্যশালায় কোন দিনটিতে প্রথম অভিনীত হয় ?

43 / 60

43. 'অরণ্যে রোদন' - এর অর্থ কী ?

44 / 60

44. 'কাআ তরুবর পঞ্চ বি ডাল' - রচয়িতার নাম কী ?

45 / 60

45. 'না পায় দেখিতে কেহ -------' - শূন্যস্থান পূরণ করুন।

46 / 60

46. 'দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ' - 'দশাননাত্মজ' শব্দটির অর্থ কী ?

47 / 60

47. কে লিখেছেন - 'আমার চাই সব লাবণ্য' ?

48 / 60

48. কোন্‌ বর্গের শব্দ - গোলাপ ?

49 / 60

49. কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যে কয়টি জনপদের উল্লেখ পাওয়া যায় ?

50 / 60

50. 'দখিনা বাতাস থেকে থেকে খুব জোরে বইছে' - বাক্যটিতে বিশেষ্য খণ্ড কোন্‌টি ?

51 / 60

51. নৃ + শনস্‌ + অ = ?

52 / 60

52. 'কারক' শব্দের আক্ষরিক অর্থ হল -

53 / 60

53. 'নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা' - 'নিষিদ্ধ দেশ' বলতে কোন দেশকে বোঝায় ?

54 / 60

54. 'বাতায়নিকের পত্রে'র প্রকাশকাল নির্দেশ কর।

55 / 60

55. ও কথায় যে ভুলবে সে ছেলে নয় - কোন্‌ শ্রেণির বাক্য ?

56 / 60

56. 'লঙ্কেশ্বর' শব্দে কোন্‌ দুটি বর্ণের মিলন ঘটেছে ?

57 / 60

57. নীচের কোন্‌টি একটি পারিভাষিক শব্দ নয় ?

58 / 60

58. বিদ্যাসাগরের 'বোধোদয়' কার লেখা গ্রন্থের অনুবাদ ?

59 / 60

59. কোন্‌ প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ - মেজদি ?

60 / 60

60. কালি তৈরির জন্য লেখকেরা কড়াইয়ের তলায় পড়া কালি কী দিয়ে ঘসে তুলতেন ?

Your score is

0%

There are no results yet.

পূর্বের মক টেস্ট লিংক পেতে ক্লিক করুন।