SLST BENGALI MOCK TEST – 50
আপনার আসন্ন SLST পরীক্ষার প্রস্তুতির অন্যতম একটি উপায় হল বারংবার মক টেস্ট দিয়ে নিজের প্রস্তুতিকে পরখ করা। সেই উদ্দেশ্যেই যারা আমাদের SLST বাংলা ক্লাস পরিবারের সদস্য এবং যারা আমাদের স্টাডি মেটেরিয়াল নিয়েছেন তাদের জন্য নিয়ে আসা হল আরও একটি মক টেস্ট। পূর্ব নির্ধারিত রুটিন অনুসারে আজকের SLST BENGALI MOCK TEST – 50 সকলের প্রস্তুতি নির্ণায়ক হতে চলেছে।
MOCK TEST – 50
SLST পরীক্ষায় সাফল্যের জন্য প্রয়োজন নিজের প্রস্তুতির পরিমাপ করা। আপনার প্রস্তুতি কতখানি হয়েছে তা বোঝা যাবে আজকের এই পরীক্ষা থেকে। এই মক টেস্ট দেওয়ার জন্য গ্রুপে জানানো পাসওয়ার্ডটি ব্যবহার করুন।
WBSSC এর জন্য আমাদের এই ওয়েবসাইটে সম্পূর্ণ বিনামূল্যে আপনি মক টেস্ট দিতে পারেন। কেবল আমাদের রেজিস্টার্ড সদস্যদের জন্য টেস্টগুলি দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। কীভাবে দেবেন আমাদের আজকের মক টেস্ট ? তাহলে নীচের বিবরণ অংশটি পড়ুন।
বিবরণ
SSC-SLST বাংলা বিষয়ের সকল পরীক্ষার্থীর জন্য আমরা এর আগে বিভিন্ন বিষয় অনুসারে মক টেস্টের আয়োজন করেছি। এই টেস্টের পূর্ববর্তী ১ থেকে ৩০ এবং ৪২, ৪৫, ৪৭, ৪৯ নং মক টেস্টগুলি সকলের জন্য উন্মুক্ত। অন্য টেস্টগুলি কেবল আমাদের রেজিস্টার্ড সদস্যদের জন্য। অনুরোধ, ওয়েবসাইটে নজর রাখুন, সকলের জন্য আরও মক টেস্ট এখানে পাবেন। আমরা প্রতিনিয়ত নতুন মক টেস্ট ও তার পাশাপাশি রিভিসন মক টেস্টের মাধ্যমে আমরা সকলের প্রস্তুতিকে নিখুঁত করার প্রয়াসী।
এই মক টেস্টে SLST নবম-দশম সিলেবাসের আধুনিক যুগের বাংলা সাহিত্যের ইতিহাসের কাব্য সাহিত্য থেকে বাছাই করা মোট ২০টি প্রশ্ন রাখা হয়েছে।
সিলেবাস
এই SLST BENGALI MOCK TEST – 50 পশ্চিমবঙ্গ SSC নির্ধারিত নবম দশমের বর্তমান সিলেবাস অনুসারে তৈরি করা হয়েছে। আমাদের আজকের এই মক টেস্ট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবেন পরীক্ষার্থীরা। আমাদের মক টেস্টগুলিতে নতুন নতুন প্রশ্ন থাকে। যদিও কিছু ক্ষেত্রে পুরনো প্রশ্নের পুনরাবৃত্তি করা হয় যা রিভিসন হিসেবে উপকারে লাগে। আজকের এই মক টেস্ট আপনার প্রস্তুতিকে যাচাই করার জন্য অনেকখানি সহায়ক হবে বলে মনে করি।
এই ওয়েবসাইটে সমস্ত ফ্রী মক টেস্ট দেওয়ার জন্য আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ SLST Bangla গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন।
নির্দেশিকা
কীভাবে পরীক্ষা দেবেন তা জানতে দেখুন >
>> প্রথমেই লিংকটি ওপেন করুন।
>> গ্রুপে জানানো পাসওয়ার্ড দিন।
>> এবার ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ফর্মে আপনার সম্পূর্ণ নাম মোবাইল নম্বর লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> প্রতিটি পেজে আপনি 10 টি করে প্রশ্ন পাবেন।
>> 2 টি পেজে মোট 20 টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> Pass Marks = 18 (90%)
বিষয়
আমাদের আজকের পরীক্ষার বিষয় – SLST নির্ধারিত কাব্যসাহিত্য
প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়
ফলাফল দেখুন
User Name | Score |
---|---|
Guest | 45% |
Guest | 30% |
লিডারবোর্ড
Pos. | Name | Score | Points | Duration |
---|---|---|---|---|
1 | Guest | 45 % | 9 / 20 | 1 minutes 22 seconds |
2 | Guest | 30 % | 6 / 20 | 3 minutes 19 seconds |