ইন্টারভিউ

SLST Interview – Test 1

যারা SLST Interview প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের এই প্রয়াস। আমরা এখানে ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি ডেমো ক্লাস নিয়েও আলোচনা করব যাতে সকলের উপকার হয়। ইন্টারভিউয়ের প্রস্তুতিতে যেমন নিজ বিষয়ে দক্ষতা বাড়াতে হবে তেমনি আনুষঙ্গিক অন্যান্য বিষয়েও যত্নবান হতে হবে।

SLST Interview Test কী ?

আমরা এই পোস্টে আসলে একটি মক টেস্টের আয়োজন করেছি যাতে আপনার বিষয় ছাড়াও অন্যান্য বিষয়েও প্রশ্ন পাবেন। আমরা আজকের মক টেস্টটি পরীক্ষামূলকভাবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে উপস্থাপন করেছি। যদি আপনাদের পছন্দ হয় তাহলে এমন মক টেস্ট আরও আয়োজন করা হবে।

আমাদের উদ্দেশ্য, আপনাকে ইন্টারভিউয়ের জন্য সামগ্রিকভাবে প্রস্তুত করে রাখা। এছাড়া আমরা আমাআদের ইউটিউব চ্যানেলেও ইন্টারভিউ ও ডেমো ক্লাস বিষয়ে নিয়মিত আলোচনা করছি। সেই সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।

মক টেস্টের পদ্ধতি

> প্রথমেই এই লিঙ্ক ওপেন করুন। আপনার সামনে একটি পেজ খুলে যাবে।
> ঐ পেজে আপনার সম্পূর্ণ নাম লিখুন।
> এরপর আপনার সামনে একটি পেজে ১০টি প্রশ্ন পাবেন।
> সম্পূর্ণ টেস্ট দিতে সময় পাবেন ১০ মিনিট
> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পর রেজাল্ট দেখুন।

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ১০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by SLST BANGLA

Interview

slst bengali interview 2025

SLST Interview Test 1

যারা SLST বাংলা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের প্রয়াস
পূর্ণমান - ১০
পাস মার্কস্‌ - ৮

ফর্মে আপনার সম্পূর্ণ নাম লিখুন।

1 / 10

1. মুনিদত্তের টীকার নাম কী ?

2 / 10

2. 'কন্যাশ্রী' প্রকল্পের শ্লোগান কী ?

3 / 10

3. দেনাপাওনা কার লেখা উপন্যাস ?

4 / 10

4. বৈষ্ণব আলংকারিকদের মতে কোন্‌ রস শ্রেষ্ঠ ?

5 / 10

5. কোন শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন নামে পরিচিত ?

6 / 10

6. শক্তি চট্টোপাধ্যায় কোন্‌ গ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পান ?

7 / 10

7. সর্বশিক্ষা অভিযানে কত বছর বয়সী শিশুদের আবশ্যিক শিক্ষার কথা বলা হয়েছে ?

8 / 10

8. CCE -এর পুরো কথাটি কী ?

9 / 10

9. পরাক্রম দিবস কবে পালিত হয় ?

10 / 10

10. কততম জেলা হিসেবে আলিপুরদুয়ারের জন্ম হয় ?

Your score is

0%