SLST বাংলা স্পেশ্যাল
SSC পরিচালিত SLST বাংলা পরীক্ষার্থীদের জন্য আমাদের স্পেশ্যাল একটি মক টেস্ট SLST বাংলা স্পেশ্যাল নিয়ে আসা হল। পরীক্ষার প্রাক মুহূর্তে শেষবারের মতো নিজেকে যাচাই করতে আমাদের স্পেশ্যাল মেম্বারদের জন্য এই ব্যবস্থা। এই পরীক্ষার মাধ্যমে আমরা পরীক্ষার্থীদের বর্তমান অবস্থান বুঝে নিতে চাই।
SLST বাংলা স্পেশ্যাল
আজকের এই পরীক্ষাটি সমগ্র সিলেবাস ভিত্তিক পুরো 100 নম্বরের একটি মক টেস্ট। SLST বাংলার পরীক্ষার্থী যারা আমাদের স্পেশ্যাল রেজিস্টার্ড মেম্বার শুধুমাত্র তাদের জন্য নিয়ে আসা হল নবম-দশম সম্পূর্ণ সিলেবাসের উপর পুরো 100 নম্বরের এই মক টেস্ট। SLST বাংলা স্পেশ্যাল তাদের অন্তিম পর্যায়ের প্রস্তুতি যাচাইয়ে বিশেষ সহায়ক হতে চলেছে।
এই মক টেস্টটি সকলের জন্য উন্মুক্ত নয়। বলা বাহুল্য, আমাদের ওয়েবসাইটে প্রচুর মক টেস্ট আছে যা দেওয়ার জন্য কোনো বিনিময় মূল্য দিতে হয় না। তবে রেজিস্টার্ড সদস্য বা স্পেশ্যাল সদস্যদের জন্য তৈরি মক টেস্ট সকলের জন্য নয়।
বিবরণ
WBSSC আয়োজিত SLST বাংলার সকল পরীক্ষার্থীর জন্য আমরা এর আগে বিভিন্ন বিষয় অনুসারে মক টেস্ট নিয়েছি। প্রতিনিয়ত নতুন মক টেস্ট ও তার পাশাপাশি রিভিসন মক টেস্টের মাধ্যমে আমরা সকলের প্রস্তুতিকে নিখুঁত করার প্রয়াসী।
আজকের মক টেস্টে SLST নবম-দশম সমগ্র সিলেবাস থেকে বাছাই করা মোট ১০০টি প্রশ্ন রাখা হয়েছে।
আমাদের এই ওয়েবসাইটে যেকোনো মক টেস্ট দেওয়ার কিছু নিয়ম আছে যা আপনাদের জেনে নিতে হবে। তাই অনুরোধ, মনোযোগ সহকারে নির্দেশিকাটি দেখে নিন।
এই পরীক্ষাটি পশ্চিমবঙ্গ SSC নির্ধারিত নবম দশমের বর্তমান সিলেবাস অনুসারে তৈরি করা হয়েছে। আমাদের আজকের এই মক টেস্ট আমাদের Question Bank থেকে নির্বাচিত প্রশ্নের সমাহার। আজকের এই মক টেস্ট আপনার প্রস্তুতিকে যাচাই করার জন্য অনেকখানি সহায়ক হবে বলে মনে করি।
নির্দেশিকা
কীভাবে পরীক্ষা দেবেন তা জানতে দেখুন >
>> প্রথমেই লিংকটি ওপেন করুন।
>> এবার ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ফর্মে আপনার সম্পূর্ণ নাম লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> প্রতিটি পেজে আপনি 10 টি করে প্রশ্ন পাবেন।
>> 10 টি পেজে মোট 100 টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> Pass Marks = 92 (92%)
বিষয়
আমাদের আজকের পরীক্ষার বিষয় – SLST নির্ধারিত সমগ্র সিলেবাস (নবম-দশম)