You are currently viewing SLST বাংলা স্পেশ্যাল
slst bangla special mock test 17

SLST বাংলা স্পেশ্যাল

SSC পরিচালিত SLST বাংলা পরীক্ষার্থীদের জন্য আমাদের স্পেশ্যাল একটি মক টেস্ট SLST বাংলা স্পেশ্যাল নিয়ে আসা হল। পরীক্ষার প্রাক মুহূর্তে শেষবারের মতো নিজেকে যাচাই করতে আমাদের স্পেশ্যাল মেম্বারদের জন্য এই ব্যবস্থা। এই পরীক্ষার মাধ্যমে আমরা পরীক্ষার্থীদের বর্তমান অবস্থান বুঝে নিতে চাই।

SLST বাংলা স্পেশ্যাল

আজকের এই পরীক্ষাটি সমগ্র সিলেবাস ভিত্তিক পুরো 100 নম্বরের একটি মক টেস্ট। SLST বাংলার পরীক্ষার্থী যারা আমাদের স্পেশ্যাল রেজিস্টার্ড মেম্বার শুধুমাত্র তাদের জন্য নিয়ে আসা হল নবম-দশম সম্পূর্ণ সিলেবাসের উপর পুরো 100 নম্বরের এই মক টেস্ট। SLST বাংলা স্পেশ্যাল তাদের অন্তিম পর্যায়ের প্রস্তুতি যাচাইয়ে বিশেষ সহায়ক হতে চলেছে।

এই মক টেস্টটি সকলের জন্য উন্মুক্ত নয়। বলা বাহুল্য, আমাদের ওয়েবসাইটে প্রচুর মক টেস্ট আছে যা দেওয়ার জন্য কোনো বিনিময় মূল্য দিতে হয় না। তবে রেজিস্টার্ড সদস্য বা স্পেশ্যাল সদস্যদের জন্য তৈরি মক টেস্ট সকলের জন্য নয়।

নির্দেশিকা

কীভাবে পরীক্ষা দেবেন তা জানতে দেখুন >

>> প্রথমেই লিংকটি ওপেন করুন।
>> এবার ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ফর্মে আপনার সম্পূর্ণ নাম লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> প্রতিটি পেজে আপনি 10 টি করে প্রশ্ন পাবেন।
>> 10 টি পেজে মোট 100 টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> Pass Marks = 92 (92%)

বিষয়

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ২ ঘণ্টা সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by SLST BANGLA

SLST

slst বাংলা মক টেস্ট ১০০

SPECIAL MOCK TEST

SLST বাংলা পরীক্ষার্থীদের জন্য তৈরি বিশেষ মক টেস্ট
মক টেস্ট - 57
পূর্ণমান - 100
পাস মার্কস - 92 (92%)

ফর্মে নিজের সম্পূর্ণ নাম লেখো। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দাও।

1 / 100

1. শক্তি চট্টোপাধ্যায় কোন্‌ গ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পান ?

2 / 100

2. কোন্‌ প্রকার বাচ্যের উদাহরণ - তুমি দেশের জন্য সব দিয়েছ।

3 / 100

3. ব্যাসবাক্য কর - রসজ্ঞ

4 / 100

4. পদান্তর কর - 'অঙ্গ'

5 / 100

5. গিরিশচন্দ্রের প্রথম পৌরাণিক নাটকের নাম কী ?

6 / 100

6. 'অন্য জাতির দশে কার্য, বাঙালির দশে কার্যহানি' - কোন্‌ রচনা থেকে গৃহীত ?

7 / 100

7. কোন্‌ প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ - সুরজ ?

8 / 100

8. ভাববাচ্যে পরিবর্তন কর - ওরে ওই হাসছে ভয়ংকর

9 / 100

9. কোন চৈতন্যজীবনীকারের রচনায় কবি কৃত্তিবাসের কথা পাওয়া যায় ?

10 / 100

10. 'ব্যবসায়ী' শব্দে কোন্‌ ধ্বনি দুটির মিলন ঘটেছে ?

11 / 100

11. 'সম্বোধন' শব্দটিতে কোন্‌ কোন্‌ ধ্বনির মিলন হয়েছে ?

12 / 100

12. রবীন্দ্রনাথের লেখা শিক্ষা বিষয়ক প্রথম প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

13 / 100

13. 'লাঠি তোমার দিন ফুরাইয়াছে' - কথাটি কার ?

14 / 100

14. কোন্‌ পত্রিকায় 'আরণ্যক' উপন্যাস প্রকাশিত হয় ?

15 / 100

15. 'বর্ধিষ্ণু' শব্দের প্রকৃতি কোন্‌টি ?

16 / 100

16. কত খ্রিস্টাব্দে সুভাষ মুখোপাধ্যায় 'চর্যাপদ' অনুবাদ করেন ?

17 / 100

17. গুটিপোকার রোগ সম্বন্ধে কোন দেশে পুস্তক প্রকাশিত হয়েছে ?

18 / 100

18. হেরম্ব ও সুপ্রিয়া - কোন্‌ উপন্যাসের চরিত্র ?

19 / 100

19. চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম কী ?

20 / 100

20. পদান্তর কর - প্রাচ্য

21 / 100

21. বাংলা নাট্যসাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি কোন্‌টি ?

22 / 100

22. মহাশ্বেতা দেবীর প্রকাশিত প্রথম গল্পগ্রন্থটির নাম কী ?

23 / 100

23. সংস্কৃতে মোট উপসর্গের সংখ্যা কতগুলি ?

24 / 100

24. ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয় - চিহ্নিত পদের কারক নির্ণয় কর।

25 / 100

25. দেশি শব্দটি নির্বাচন কর -

26 / 100

26. 'কেশবতী কন্যা যেন এসেছে আকাশে' - চিহ্নিত পদের কারক নির্ণয় কর।

27 / 100

27. লেখক ডোভার থেকে লন্ডন কীভাবে যান ?

28 / 100

28. সাহিত্য তত্ত্ব নিয়ে রবীন্দ্রনাথের প্রথম প্রবন্ধের নাম কী?

29 / 100

29. বাংলা ভাষায় প্রথম চৈতন্যজীবনী কাব্যটি কে লেখেন ?

30 / 100

30. "Aspects of the Theory of Syntax" গ্রন্থের লেখক হলেন -

31 / 100

31. তর্ক > তক্ক - এটি যে প্রকার ধ্বনি পরিবর্তন -

32 / 100

32. 'সহজপাঠ' গ্রন্থের চিত্রগুলি কে এঁকেছেন ?

33 / 100

33. কোন প্রকার ধ্বনি পরিবর্তন - নরম

34 / 100

34. ODBL - পুরো কথাটি কী ?

35 / 100

35. রবীন্দ্রনাথের 'ল্যাবরেটরি' কোন্‌ পত্রিকায় প্রকাশিত হয় ?

36 / 100

36. কবি বৃন্দাবন দাসকে 'চৈতন্যলীলার ব্যাস' কে বলেছেন ?

37 / 100

37. সরকারী আদেশ অমান্য করার অপরাধে রাসমনিকে জরিমানা দিতে হয়েছিল -

38 / 100

38. বিহারীলাল চক্রবর্তীকে কোন্‌ পত্রিকায় 'ভোরের পাখি' আখ্যা দেওয়া হয়েছিল ?

39 / 100

39. ব্যাসবাক্য নির্ণয় কর - ছিন্নশাখা

40 / 100

40. 'জয়দেব বসন্ত, বিদ্যাপতি বর্ষা' - কথাটি কার ?

41 / 100

41. কোন্‌ প্রকার বাক্য - প্রাণ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি।

42 / 100

42. জেলের হাতের বাঁধন খুলে দিয়েছিল কে ?

43 / 100

43. 'সকল তরঙ্গগুলি পূর্ব দিক হইতে উঠিয়াছিল' - কোন প্রসঙ্গে এই মন্তব্য ?

44 / 100

44. ভূমধ্যসাগরের সেরা বন্দরটি হল -

45 / 100

45. 'রাজপণ্ডিত হব মনে আশা করে।
পঞ্চ শ্লোক ভেটিলাম রাজা গৌড়েশ্বরে।।' - ছত্রদুটি কার রচনা ?

46 / 100

46. ছিনাথ - কোন বর্গের শব্দ ?

47 / 100

47. '------- কাছে চেনা কচি গলার আওয়াজ'। - শূন্যস্থান পূরণ করুন।

48 / 100

48. বুদ্ধদেব বসুর প্রথম কাব্য কোন্‌ বছর প্রকাশিত হয় ?

49 / 100

49. 'নীলদর্পণ বাঙলার Uncle Tom's Cabin' - কার উক্তি ?

50 / 100

50. কস্যচিৎ তত্ত্বাণেষিণঃ - কার ছদ্মনাম ?

51 / 100

51. পরে থাকা ব্যঞ্জনের প্রভাবে যদি পূর্বে থাকা ব্যঞ্জনটি সঙ্গতিপ্রাপ্ত হয় তবে তাকে বলে -

52 / 100

52. 'এখন সেই -------- স্বচক্ষে দেখিলাম- ভারী আনন্দ হইল' - শূন্যস্থানে সঠিক বিকল্প নির্বাচন করুন।

53 / 100

53. কোন্‌টি সম্মুখ স্বরধ্বনি নয় ?

54 / 100

54. লীলা মজুমদারের লেখা প্রথম রচনার নাম কী ?

55 / 100

55. 'অসুখী একজন' কবিতায় কবি নিম্নোক্ত কোনটির উল্লেখ করেননি ?

56 / 100

56. কোন্‌ শব্দটিতে ধ্বনিলোপ ঘটেছে ?

57 / 100

57. সাহিত্যক্ষেত্রে আশাপূর্ণা দেবীর আত্মপ্রকাশ ঘটে কোন্‌ পত্রিকায় ?

58 / 100

58. ব্যাসবাক্য কর - ত্রয়োদশ।

59 / 100

59. প্রমথ চৌধুরীর লেখা প্রথম প্রবন্ধটি কোন্‌ পত্রিকায় প্রকাশিত হয় ?

60 / 100

60. ক্রিয়াজাত অনুসর্গ কোন্‌টি ?

61 / 100

61. 'আনন্দমঠ' উপন্যাসের ইংরেজি অনুবাদ 'The Abbey of Bliss' - অনুবাদক কে ?

62 / 100

62. 'শাকে রস রস বেদ শশাঙ্ক গণিতা' - কার কাব্যে এমন শ্লোকটি পাওয়া যায় ?

63 / 100

63. 'আকাশে সাতটি তারা' কোন্‌ কাব্যের একটি কবিতা ?

64 / 100

64. উমাচরণ মাস্টার যে ঝোঁপের আড়ালে বসে বিড়বিড় করছিলেন -

65 / 100

65. 'বঙ্গভাষা ও সাহিত্য' গ্রন্থটির রচয়িতা কে ?

66 / 100

66. কোন্‌টি ঔষ্ঠ্যবর্ণ ?

67 / 100

67. 'চন্দ্রনাথ' গল্পের বক্তার নাম কী ?

68 / 100

68. কোকিল অখিলপ্রিয়, সুমধুর গানে - চিহ্নিত পদের কারক নির্ণয় কর।

69 / 100

69. 'পঞ্চাশৎ' বলতে কোন্‌ সংখ্যাটি বোঝায় ?

70 / 100

70. ইয়াগো শেকস্‌পীয়রের কোন নাটকের চরিত্র ?

71 / 100

71. নিহিত স্বর কোন্‌টিকে বলে ?

72 / 100

72. মুন্সি প্রেমচন্দ্রের শেষ গল্পের নাম কী ?

73 / 100

73. সবুজ রং তৈরির জন্য যা ব্যবহার করা হত -

74 / 100

74. বিষ্টু ধরের শিক্ষাগত যোগ্যতা কী ছিল ?

75 / 100

75. কোন্‌ শ্রেণির শব্দ - কুশল ?

76 / 100

76. প্রকৃতির অন্ত্যবর্ণের পূর্ব বর্ণটিকে বলে -

77 / 100

77. 'খুলে দাও মুখ, রৌদ্রে জ্বলুক ------' - শূন্যস্থান পূরণ করুন।

78 / 100

78. হিরণ্ময়ী দেবী কোন বছর থেকে 'ভারতী' পত্রিকা সম্পাদনার দায়িত্ব নেন ?

79 / 100

79. সন্ধিবিচ্ছেদ কর - বিশ্বামিত্র

80 / 100

80. 'পদ্মপ্রাভৃতক' - কী ?

81 / 100

81. 'কর্ভাস' রচনাটির প্রকাশকাল হল -

82 / 100

82. অর্থ লেখ - কূপমণ্ডূক

83 / 100

83. বিশ্বসাহিত্যে সব থেকে ছোটো গল্পের স্রষ্টা কে ?

84 / 100

84. ক্রিয়ার মূল অর্থযুক্ত অবিভাজ্য অংশটিকে বলা হয় -

85 / 100

85. সংখ্যাবাচক 'চল্লিশ' -এর পূরণবাচক রূপটি হল -

86 / 100

86. 'জাগরী' উপন্যাসের পটভূমিতে আছে -

87 / 100

87. পাল - কোন্‌ প্রকার বিশেষ্যের উদাহরণ ?

88 / 100

88. 'The Big Sea' কার আত্মজীবনী ?

89 / 100

89. লিন্ডক্যুইস্টের বানানো পুতুলগুলির প্রথমটি ছিল -

90 / 100

90. 'হাতটান' বাগধারাটির ব্যঞ্জিত অর্থ কী ?

91 / 100

91. 'ডাকঘর' নাটকের ইংরেজি অনুবাদক হলেন -

92 / 100

92. পোস্টমাস্টার গল্পে রতনের বয়স কত ?

93 / 100

93. ব্রোঞ্জের শলাকাটির পোশাকি নাম কী ?

94 / 100

94. বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণের সংখ্যা কতগুলি ?

95 / 100

95. 'একটা বহু প্রাচীন অশ্বত্থবৃক্ষ মূর্তিমান অন্ধকারের মতো নীরবে দাঁড়াইয়া আছে' - উৎস নির্দেশ কর।

96 / 100

96. পাখিটি লাফাইত, উড়িত, নাচিত - ক্রিয়ার কাল নির্দেশ কর।

97 / 100

97. কবিতা সিংহের একটি কাব্যগ্রন্থের নাম হল -

98 / 100

98. 'সন্ধ্যাভাষা' নামটি কার দেওয়া ?

99 / 100

99. রুক্মিণীকুমার রাধারাণীর মালার দাম কত ধার্য করেছিল ?

100 / 100

100. সন্ধিবিচ্ছেদ কর - শিরোধার্য

Your score is

0%