IX-X PAID

SLST স্পেশ্যাল মক টেস্ট – ৯

গত 17 Aug 2025 থেকে শুরু হয়েছে আমাদের স্পেশ্যাল মক টেস্ট সিরিজ। SLST বাংলা পরীক্ষার্থী, যারা আমাদের PAID ব্যাচে এনরোল করেছেন তাদের জন্য আমাদের আজকের SLST স্পেশ্যাল মক টেস্ট – ৯ । আগামী ০৪-০৯-২০২৫ পর্যন্ত আমরা ক্রমাণ্বয়ে ১৫টি টেস্ট নিয়ে আসব। তবে প্রয়োজনে এই টেস্টের সংখ্যা বাড়ানোও হতে পারে।

SLST স্পেশ্যাল মক টেস্ট – ৯

আর মাত্র কয়েকদিন পর এস.এল.এস.টি -এর পরীক্ষা। তার আগে নিজের প্রস্তুতি রীতিমতো যাচাই করে নেওয়া আবশ্যক। সেই উদ্দেশ্যেই এই মক টেস্ট সিরিজের আয়োজন। আমরা নবম-দশম ও একাদশ দ্বাদশ উভয় বিভাগের জন্যই টেস্ট দেব। তবে আপাতত নবম-দশম মক টেস্ট পাবেন পরীক্ষার্থীরা।

আমাদের প্রতিটি টেস্ট সমগ্র সিলেবাসের উপর নেওয়া হবে। কমিশন প্রদত্ত সিলেবাসের প্রতিটি টপিক থেকে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোট 60 নম্বরের এই পরীক্ষায় পাশ মার্কস রাখা হয়েছে 90% অর্থাৎ 54

আমরা বাংলা সাহিত্যের ইতিহাস, অনুবাদ অনুষঙ্গ, ব্যাকরণ ও পাঠ্যপুস্তক – সমস্ত ক্ষেত্র থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আসব।

আমাদের মক টেস্ট বৈশিষ্ট্য ও টেস্ট দেওয়ার পদ্ধতি জানতে নীচে পড়ুন।

মক টেস্ট বৈশিষ্ট্য

১. মক টেস্ট নেওয়া হবে আমাদের এই নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে।
২. নতুন নতুন প্রশ্নের সম্ভার।
৩. লিডারবোর্ড
৪. র‍্যাঙ্কিং ব্যবস্থা
৫. ইমেলে প্রশ্ন ও স্কোর
৬. সঠিক উত্তর ও কিছু ক্ষেত্রে তার ব্যাখ্যা

নির্দেশিকা

>> প্রথমেই লিংকটি ওপেন করুন।
>> গ্রুপে জানানো পাসওয়ার্ডটি দিন।
>> এবার ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ফর্মে আপনার সম্পূর্ণ নাম রেজিস্টার্ড WhatsApp নম্বর লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> প্রতিটি পেজে আপনি 10 টি করে প্রশ্ন পাবেন।
>> 6 টি পেজে মোট 60 টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> Pass Marks = 54 (90%)

বিষয়

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৯০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by SLST BANGLA

SLST-SP

slst বাংলা স্পেশ্যাল মক টেস্ট ৯

Paid Mock Test - 9

SLST বাংলা পরীক্ষার্থীদের জন্য তৈরি বিশেষ একটি মক টেস্ট
স্পেশ্যাল মক টেস্ট - 09
পূর্ণমান - 60
পাস মার্কস - 54 (90%)

Only for Paid Batch

Please Enter the provided Password

ফর্মে আপনার সম্পূর্ণ নাম ও রেজিঃ WhatsApp নাম্বার লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 60

1. সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে - চিহ্নিত পদটি কোন্‌ প্রকার কারক ?

2 / 60

2. সাম্প্রতিককালের কোন্‌ সাহিত্যিক 'আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গোয়েজ' -এর ভূমিকা লিখেছেন ?

3 / 60

3. নীচের কোনটি বিহারীলাল চক্রবর্তীর লেখা একটি কবিতা পুস্তক নয় ?

4 / 60

4. সত্যনারায়ণ রসসিন্ধু - কার রচনা ?

5 / 60

5. গ্যেটের সম্পূর্ণ নাম কী ?

6 / 60

6. ব্যাসবাক্য নির্ণয় করুন - ক্ষীণস্রোত

7 / 60

7. 'অনেক রাস্তার দুধারে গাছের সারি ও তার ওপারে ফুটপাথ' - কোন্‌ রচনার উদ্ধৃতি ?

8 / 60

8. 'কাগা বগা গীতিকা' কার লেখা একটি গল্প ?

9 / 60

9. যে শব্দগুলি প্রকৃতি-প্রত্যয়গত অর্থ প্রকাশ না করে সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে তাদের বলা হয় -

10 / 60

10. কোন্‌ বর্গের শব্দ - ন্যাকড়া ?

11 / 60

11. বাংলা সাহিত্যে ক্ষুদ্রতম ছোটোগল্পের জনক কাকে বলা হয় ?

12 / 60

12. 'ইনি আজই এসেছেন বুঝি' - বক্তা কে ?

13 / 60

13. কোন্‌টি তাড়িত মহাপ্রাণ ধ্বনি ?

14 / 60

14. 'এই যে কুড়ি পয়সা ভাই' - উদ্দিষ্ট ব্যক্তিকে 'কুড়ি পয়সা' দেওয়া হয়েছিল কেন ?

15 / 60

15. শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কী ?

16 / 60

16. কার লেখা একটি উপন্যাস - 'অচিন রাগিনী' ?

17 / 60

17. কোন্‌ কবি নিজের আত্মপরিচয়ে লিখেছেন - 'সনাতন তনয় রুক্মিণী গর্ভজাত' ?

18 / 60

18. কোন ধাতুকে ণিজন্ত ধাতু বলা হয় ?

19 / 60

19. সন্ধিবিচ্ছেদ করুন - ভূয়োদর্শী

20 / 60

20. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'কথা' কাব্যের 'পরিশোধ' কবিতা অবলম্বনে কোন নাটকটি লেখেন ?

21 / 60

21. 'Our author is the Crabbe among Indian poets and his work thus occupies a place which is entriely its own' - ই.বি কাওয়েল কোন্‌ কবি সম্পর্কে এমন মন্তব্য করেছেন ?

22 / 60

22. 'যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়।' - কবি কোন মানুষের কথা বলেছেন ?

23 / 60

23. 'কিরবিজ' কারা ?

24 / 60

24. 'বিষম ধাতুর মিলন' ঘটানোর সূত্রে কবি কার কথা বলতে চেয়েছেন ?

25 / 60

25. কোন্‌ ভাষায় মুনিদত্ত টীকা রচনা করেন ?

26 / 60

26. বিদ্যাসাগর তাঁর 'বিধবাবিবাহ' গ্রন্থ দুটির ইংরেজি অনুবাদ করেন কোন্‌ বছর ?

27 / 60

27. যুগলপ্রসাদ নীচের কোন উপন্যাসের চরিত্র ?

28 / 60

28. 'একুশ-বাইশ' কার কাব্য সঙ্কলন ?

29 / 60

29. আর্চিবল্ড অ্যাকরয়েড কে ?

30 / 60

30. উচ্চারণ স্থান অনুসারে 'দ্‌' কোন্‌ বর্গের অন্তর্গত  ?

31 / 60

31. 'সবুজ বৃক্ষরাশি' - এই অংশে 'সবুজ' নির্দেশ করছে -

32 / 60

32. কার লেখা - 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' ?

33 / 60

33. 'আমার -------- আমি পরিশ্রম করে খুঁজে নেব।' - শূন্যস্থান পূরণ কর।

34 / 60

34. নব-চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় ?

35 / 60

35. কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ - চিহ্নিত পদের কারক নির্ণয় কর।

36 / 60

36. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট কয়টি রাগ-রাগিণী পাওয়া যায় ?

37 / 60

37. কবিতা সিংহের একটি কাব্যগ্রন্থের নাম হল -

38 / 60

38. মুন্সি প্রেমচন্দ্রের প্রথম গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

39 / 60

39. 'তাই তিনি ও ঋতুর বর্ণনা করেননি।' - 'তিনি' কে ?

40 / 60

40. 'পঞ্চাশৎ' বলতে কোন্‌ সংখ্যাটি বোঝায় ?

41 / 60

41. বধ্য - শব্দের প্রকৃতি কোন্‌টি ?

42 / 60

42. লুই পা কে হরপ্রসাদ শাস্ত্রী কোথাকার অধিবাসী বলে মনে করেছেন ?

43 / 60

43. প্রকাশকাল অনুসারে সাজান - কঙ্কাবতী > ঝরাপালক > ত্রিযামা > উর্বসী ও আর্টেমিস

44 / 60

44. কার উপাধি - 'কবি-কণ্ঠহার' ?

45 / 60

45. 'শ্যামলিমা' শব্দটি কোন প্রত্যয় যোগে সৃষ্ট ?

46 / 60

46. 'মেঘাচ্ছন্ন' শব্দে যে প্রকার সমাস হয়েছে -

47 / 60

47. গোবিন্দদাসের পদ সর্বপ্রথম সঙ্কলিত হয় কোন্‌ গ্রন্থে ?

48 / 60

48. কোন্‌টি বিশেষ্য পদ নয় ?

49 / 60

49. ভয়ে শরীর থরথর করে কাঁপছে। - চিহ্নিত পদের কারক নির্ণয় করুন।

50 / 60

50. মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের একটি উদাহরণ নির্বাচন করুন।

51 / 60

51. কোন প্রকার সমাসের উদাহরণ - হেমরত্ন

52 / 60

52. লেখকের বর্ণণার ক্রমানুসারে নীচের কোন বিকল্পটি সঠিক ?

53 / 60

53. 'তোহ্‌ফা' - কোন্‌ ধরনের কাব্য ?

54 / 60

54. কোন্‌টি পশ্চাৎ স্বরধ্বনি ?

55 / 60

55. বিশ্বসাহিত্যে সব থেকে ছোটো গল্পের স্রষ্টা কে ?

56 / 60

56. শব্দের বর্গ নির্ণয় করুন - উচ্ছন্ন

57 / 60

57. কোন্‌ পর্যায়ের পদ - রূপে ভরল দিঠি সোঙ্গারি পরশ বিঠি ?

58 / 60

58. 'ইহার নিকট নীরস পাষাণেরও নিস্তার নাই' - 'ইহার' বলতে কী বোঝানো হয়েছে ?

59 / 60

59. 'খাঁ-সাহেব' শব্দটিতে কোন কোন পদের সমাস হয়েছে ?

60 / 60

60. 'শত্রু' - কোন্‌ শ্রেণির শব্দের উদাহরণ ?

Your score is

0%

There are no results yet.

পূর্বের মক টেস্ট লিংক পেতে ক্লিক করুন।