IX-X PAID

SLST স্পেশ্যাল মক টেস্ট – ৭

গত 17 Aug 2025 থেকে শুরু হয়েছে আমাদের স্পেশ্যাল মক টেস্ট সিরিজ। SLST বাংলা পরীক্ষার্থী, যারা আমাদের PAID ব্যাচে এনরোল করেছেন তাদের জন্য আমাদের আজকের SLST স্পেশ্যাল মক টেস্ট – ৭ । আগামী ০৪-০৯-২০২৫ পর্যন্ত আমরা ক্রমাণ্বয়ে ১৫টি টেস্ট নিয়ে আসব। তবে প্রয়োজনে এই টেস্টের সংখ্যা বাড়ানোও হতে পারে।

SLST স্পেশ্যাল মক টেস্ট – ৭

আর মাত্র কয়েকদিন পর এস.এল.এস.টি -এর পরীক্ষা। তার আগে নিজের প্রস্তুতি রীতিমতো যাচাই করে নেওয়া আবশ্যক। সেই উদ্দেশ্যেই এই মক টেস্ট সিরিজের আয়োজন। আমরা নবম-দশম ও একাদশ দ্বাদশ উভয় বিভাগের জন্যই টেস্ট দেব। তবে আপাতত নবম-দশম মক টেস্ট পাবেন পরীক্ষার্থীরা।

আমাদের প্রতিটি টেস্ট সমগ্র সিলেবাসের উপর নেওয়া হবে। কমিশন প্রদত্ত সিলেবাসের প্রতিটি টপিক থেকে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোট 60 নম্বরের এই পরীক্ষায় পাশ মার্কস রাখা হয়েছে 90% অর্থাৎ 54

আমরা বাংলা সাহিত্যের ইতিহাস, অনুবাদ অনুষঙ্গ, ব্যাকরণ ও পাঠ্যপুস্তক – সমস্ত ক্ষেত্র থেকে বাছাই করা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আসব।

আমাদের মক টেস্ট বৈশিষ্ট্য ও টেস্ট দেওয়ার পদ্ধতি জানতে নীচে পড়ুন।

মক টেস্ট বৈশিষ্ট্য

১. মক টেস্ট নেওয়া হবে আমাদের এই নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে।
২. নতুন নতুন প্রশ্নের সম্ভার।
৩. লিডারবোর্ড
৪. র‍্যাঙ্কিং ব্যবস্থা
৫. ইমেলে প্রশ্ন ও স্কোর
৬. সঠিক উত্তর ও কিছু ক্ষেত্রে তার ব্যাখ্যা

নির্দেশিকা

>> প্রথমেই লিংকটি ওপেন করুন।
>> গ্রুপে জানানো পাসওয়ার্ডটি দিন।
>> এবার ENTER NOW বাটনে ক্লিক করুন।
>> ফর্মে আপনার সম্পূর্ণ নাম রেজিস্টার্ড WhatsApp নম্বর লিখুন।
>> আপনার সামনে পরপর প্রশ্ন আসবে।
>> প্রতিটি পেজে আপনি 10 টি করে প্রশ্ন পাবেন।
>> 6 টি পেজে মোট 60 টি প্রশ্ন পাবেন।
>> প্রদত্ত বিকল্প থেকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর বেছে নিন।
>> সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হলে আমাদের স্বয়ংক্রিয় পদ্ধতি আপনার স্কোর জানিয়ে দেবে।
>> Pass Marks = 54 (90%)

বিষয়

প্রশ্ন নির্মাণে – নীলরতন চট্টোপাধ্যায়

0%

পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য আপনার হাতে ৯০ মিনিট সময় আছে।

আপনার সময় শেষ হয়েছে।


Created by SLST BANGLA

SLST-SP

slst বাংলা স্পেশ্যাল মক টেস্ট ৭

Paid Mock Test - 7

SLST বাংলা পরীক্ষার্থীদের জন্য তৈরি বিশেষ একটি মক টেস্ট
স্পেশ্যাল মক টেস্ট - 07
পূর্ণমান - 60
পাস মার্কস - 54 (90%)

Only for Paid Batch

Please Enter the provided Password

ফর্মে আপনার সম্পূর্ণ নাম ও রেজিঃ WhatsApp নাম্বার লিখুন। ইমেলে প্রশ্ন পেতে ইমেল ঠিকানা দিন।

1 / 60

1. কত-না শাঙন রজনী পোহাল বলো - কোন্‌ পাঠ্যের উদ্ধৃতি ?

2 / 60

2. আরবি-ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে কে মনে করতেন ?

3 / 60

3. দীনবন্ধু মিত্রের প্রকৃত নাম কী ?

4 / 60

4. 'এখন সেই -------- স্বচক্ষে দেখিলাম- ভারী আনন্দ হইল' - শূন্যস্থানে সঠিক বিকল্প নির্বাচন করুন।

5 / 60

5. রবীন্দ্রনাথের কোন্‌ নাটকের পূর্বনাম ছিল - 'পথ' ?

6 / 60

6. সমিতি - কোন্‌ প্রকার বিশেষ্যের উদাহরণ ?

7 / 60

7. কার লেখা - 'আমার কালের কথা' ?

8 / 60

8. 'সাহেবান বাগিচা'র মালিকের নাম কী ?

9 / 60

9. সন্ধিবিচ্ছেদ করুন - চতুষ্টয়

10 / 60

10. অর্থ লিখুন - দেহ রাখা।

11 / 60

11. বাঁক - শব্দটিতে কোন্‌ প্রকার ধ্বনি পরিবর্তন ঘটেছে ?

12 / 60

12. রূপক কর্মধারয় সমাসের একটি উদাহরণ বেছে নিন।

13 / 60

13. শব্দের আদিতে ব্যঞ্জনের লোপ হয়েছে নীচের কোন শব্দে ?

14 / 60

14. 'নির্বাক জীবন' - কার লেখা একটি প্রবন্ধ ?

15 / 60

15. 'আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না।' - বক্তা কে ?

16 / 60

16. সন্ধিবিচ্ছেদ করুন - বসুন্ধরা

17 / 60

17. কাশীরাম দাসের কৌলিক পদবি কী ছিল ?

18 / 60

18. বিহারীলাল চক্রবর্তীকে কোন্‌ পত্রিকায় 'ভোরের পাখি' আখ্যা দেওয়া হয়েছিল ?

19 / 60

19. যতীন্দ্রনাথ সেনগুপ্ত 'বিপ্রতীপ গুপ্ত' নামে কোন্‌ পত্রিকায় লিখেছেন ?

20 / 60

20. কার সম্পাদনাকালে 'পথের পাঁচালী' 'বিচিত্রা' পত্রিকায় প্রকাশিত হয় ?

21 / 60

21. কোন্‌ পত্রিকায় প্রেমেন্দ্র মিত্রের প্রথম ছোটোগল্প প্রকাশিত হয় ?

22 / 60

22. শক্তি চট্টোপাধ্যায়ের 'চতুর্দশপদী কবিতাবলী'তে মোট কবিতার সংখ্যা কতগুলি ?

23 / 60

23. 'সন্ধ্যাভাষা' নামটি কার দেওয়া ?

24 / 60

24. প্রকাশকাল নির্বাচন করুন - 'পাণ্ডবগৌরব'।

25 / 60

25. 'শাবলতলার মাঠ' গল্পে কোন্‌ নাট্যকারের উল্লেখ আছে ?

26 / 60

26. কাহিনী - কোন্‌ ভাষার শব্দ ?

27 / 60

27. কোন্‌ গ্রন্থের জন্য সমরেশ বসু সাহিত্য আকাদেমি পুরস্কার পান ?

28 / 60

28. 'ওকে নিয়ে আমি বিদেশে যাব, লোককে দেখাব।' - 'ওকে' বলতে কাকে বোঝানো হয়েছে ?

29 / 60

29. 'ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছু নেই' - কে, কাকে এই কথা বলেছে ?

30 / 60

30. 'বর্ধিষ্ণু' শব্দের প্রকৃতি কোন্‌টি ?

31 / 60

31. 'হিন্দি সাহিত্যের উপন্যাস সম্রাট' কাকে বলা হয় ?

32 / 60

32. মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রহসনের সংখ্যা কয়টি ?

33 / 60

33. সাধুভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাসের নাম কী ?

34 / 60

34. কোন্‌ বর্গের শব্দ - ফিঙে ?

35 / 60

35. ভারতচন্দ্রের 'রসমঞ্জরী' কোন্‌ ধরনের গ্রন্থ ?

36 / 60

36. নিজগৃহপথ তাত, দেখাও তস্করে!' - চিহ্নিত পদের কারক বা অকারক নির্ণয় করুন।

37 / 60

37. সুধী - কোন্‌ প্রকার সমাসের উদাহরণ ?

38 / 60

38. 'ধূসর পাণ্ডুলিপি' কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে ?

39 / 60

39. শচীন্দ্রনাথ সেনগুপ্ত কোন্‌ পত্রিকাটি সম্পাদনা করেছেন ?

40 / 60

40. মাংস রান্নায় ভারত কোন্‌ দেশকে অধিক অনুকরণ করেছে ?

41 / 60

41. লীলা মজুমদারের লেখা প্রথম রচনার নাম কী ?

42 / 60

42. লেফ্রয় কোন্‌ কলেজের বিখ্যাত পতঙ্গবিজ্ঞানবিদ ?

43 / 60

43. তথৈবচ - শব্দটি কোন্‌ দুটি বর্ণের মিলনে গঠিত ?

44 / 60

44. কোন্‌ বর্গের শব্দ - ঠোঙা ?

45 / 60

45. 'কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি' কবিতায় কোন্‌ মাসের উল্লেখ আছে ?

46 / 60

46. ক্রিয়ার সম্পাদন যার জন্য করা হয় তাকে বলা হয় -

47 / 60

47. একই উপসর্গ-জাত কোন্‌ শব্দটি ভিন্ন অর্থ বহন করে ?

48 / 60

48. কোন্‌ প্রকার বাক্য - প্রাণ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি।

49 / 60

49. কোন্‌ শ্রেণির সমাসের উদাহরণ - কুটিরশিল্প ?

50 / 60

50. বিজয়গুপ্তের লেখা কাব্যটির নাম কী ?

51 / 60

51. 'অন্য জাতির দশে কার্য, বাঙালির দশে কার্যহানি' - কোন্‌ রচনা থেকে গৃহীত ?

52 / 60

52. পদান্তর কর - 'অঙ্গ'

53 / 60

53. বাংলা ভাষায় প্রথম চৈতন্যজীবনী কাব্যটি কে লেখেন ?

54 / 60

54. একসূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন - চিহ্নিত পদটি কোন্‌ প্রকার কারক ?

55 / 60

55. গায়ক - কোন্‌ শ্রেণির শব্দ ?

56 / 60

56. প্রত্যয় যুক্ত হওয়ার ফলে প্রকৃতির যে পরিবর্তন হয় তাকে বলে -

57 / 60

57. গিরিশচন্দ্র ঘোষের 'জনা' নাটকে শেকস্‌পীয়রের কোন্‌ নাটকের প্রভাব আছে ?

58 / 60

58. ক্রিয়ার মূল অর্থযুক্ত অবিভাজ্য অংশটিকে বলা হয় -

59 / 60

59. 'কৃপণ' কোন্‌ প্রকার শব্দ ?

60 / 60

60. আগার্সের চোখের চশমাটির পাওয়ার কত ছিল ?

Your score is

0%

There are no results yet.

পূর্বের মক টেস্ট লিংক পেতে ক্লিক করুন।